ETV Bharat / state

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত পুলিশকর্মী - বারাসত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর । ট্রাকের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে । মৃতের বাড়ি বজবজে । তাঁর দেহ ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

aa
পুলিশকর্মী
author img

By

Published : Jul 14, 2020, 8:38 PM IST

বারাসত, 14 জুলাই: দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় জখম হয়েছিলেন এক সাইকেল আরোহী । চালককে ধাওয়া করতে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী । তখনই ট্রাকের গতি বাড়িয়ে দেয় চালক । ট্রাকের চাকাতে পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর । তাঁর নাম গৌরাঙ্গ বিশ্বাস (51) । যশোর রোডের জগদিঘাটা কাজিপাড়ার ঘটনা । গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে ।

প্রতিদিনের মতো আজ সকালেও জগদিঘাটা কাজিপাড়া মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন গৌরাঙ্গবাবু । তাঁরই সঙ্গে ডিউটি করছিলেন আরও তিনজন ট্রাফিক পুলিশকর্মী । সকালের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে । রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি । স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থানে যান গৌরাঙ্গবাবু । ট্রাক চালককে আটক করার চেষ্টা করেন তিনি । অভিযোগ, সেই সময় ভয় পেয়ে ট্রাকের গতি বাড়িয়ে দেয় ট্রাক চালক । ধাক্কা মারে গৌরাঙ্গবাবুকে । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । এরপর, স্থানীয়রা ট্রাক চালককে ধরে ফেলে । খবর দেওয়া পুলিশে । ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে।

এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, "এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করছিল ট্রাকটি। তখন ওই ট্রাফিক পুলিশ কর্মী ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন । কিন্তু তারপরও চালক ট্রাক না থামিয়ে সোজা ওই পুলিশকর্মীকেই ধাক্কা মারে । ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি । তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । "

বারাসত থানার পুলিশ সূত্রে খবর, মৃত ট্রাফিক পুলিশ কর্মীর বাড়ি দক্ষিণ 24 পরগনার বজবজে । বেশ কয়েক বছর ধরে তিনি বারাসত থানার ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন । মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদিকে, বারাসত ট্রাফিক পুলিশের OC আশিস চক্রবর্তী বলেন, "জগদিঘাটা কাজিপাড়া মোড়ে বাঁকটি খুবই সরু । রাস্তার দু'পাশ ধরে বড় গাড়ির একসঙ্গে যাতায়াত করতে অসুবিধে হয় । সেই জন্য যানচলাচল নিয়ন্ত্রিত করতে সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েথে । মর্মান্তিক এই দুর্ঘটনায় আইন অনুযায়ী পুলিশ ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

বারাসত, 14 জুলাই: দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় জখম হয়েছিলেন এক সাইকেল আরোহী । চালককে ধাওয়া করতে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী । তখনই ট্রাকের গতি বাড়িয়ে দেয় চালক । ট্রাকের চাকাতে পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর । তাঁর নাম গৌরাঙ্গ বিশ্বাস (51) । যশোর রোডের জগদিঘাটা কাজিপাড়ার ঘটনা । গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে ।

প্রতিদিনের মতো আজ সকালেও জগদিঘাটা কাজিপাড়া মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন গৌরাঙ্গবাবু । তাঁরই সঙ্গে ডিউটি করছিলেন আরও তিনজন ট্রাফিক পুলিশকর্মী । সকালের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে । রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি । স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থানে যান গৌরাঙ্গবাবু । ট্রাক চালককে আটক করার চেষ্টা করেন তিনি । অভিযোগ, সেই সময় ভয় পেয়ে ট্রাকের গতি বাড়িয়ে দেয় ট্রাক চালক । ধাক্কা মারে গৌরাঙ্গবাবুকে । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । এরপর, স্থানীয়রা ট্রাক চালককে ধরে ফেলে । খবর দেওয়া পুলিশে । ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে।

এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, "এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করছিল ট্রাকটি। তখন ওই ট্রাফিক পুলিশ কর্মী ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন । কিন্তু তারপরও চালক ট্রাক না থামিয়ে সোজা ওই পুলিশকর্মীকেই ধাক্কা মারে । ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি । তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । "

বারাসত থানার পুলিশ সূত্রে খবর, মৃত ট্রাফিক পুলিশ কর্মীর বাড়ি দক্ষিণ 24 পরগনার বজবজে । বেশ কয়েক বছর ধরে তিনি বারাসত থানার ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন । মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদিকে, বারাসত ট্রাফিক পুলিশের OC আশিস চক্রবর্তী বলেন, "জগদিঘাটা কাজিপাড়া মোড়ে বাঁকটি খুবই সরু । রাস্তার দু'পাশ ধরে বড় গাড়ির একসঙ্গে যাতায়াত করতে অসুবিধে হয় । সেই জন্য যানচলাচল নিয়ন্ত্রিত করতে সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েথে । মর্মান্তিক এই দুর্ঘটনায় আইন অনুযায়ী পুলিশ ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.