ETV Bharat / state

Rahul Sinha on Anish Khan Death: তৃণমূলের দুর্নীতি ধামাচাপা দিতেই খুন আনিশকে, বারাসতে বিস্ফোরক রাহুল - আনিশ খানের মৃত্যু

আনিশ খুনে জড়িত তৃণমূলের অনেক বড় বড় মাথা (top TMC leaders linked with Anish Khan Death case)। সে জন্যই সিবিআই তদন্ত চাইছেন না মুখ্যমন্ত্রী । বারাসতে ভোট প্রচারে গিয়ে এই ভাষাতেই তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha on Anish Khan Death)।

top TMC leaders linked with Anish Khan Death case: Rahul Sinha at Barasat
আনিশের মৃত্যুতে জড়িয়ে তৃণমূলের মাথারা, তাই সিবিআই তদন্তে বাধা মমতার: রাহুল
author img

By

Published : Feb 24, 2022, 5:14 PM IST

বারাসত, 24 ফেব্রুয়ারি: আনিশ খুনে তৃণমূলের বড় বড় মাথা জড়িত । তাই সিবিআই তদন্তের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার ভোট প্রচারে বারাসতে গিয়ে এমনই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha on Anish Khan Death)। তিনি বলেন,"তৃণমূলের দুর্নীতি ধামাচাপা দিতে আনিশ খানের মুখ বন্ধ করা প্রয়োজন ছিল । তাই তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । খুনের সঙ্গে তৃণমূলের অনেক বড় বড় নেতা ও মন্ত্রী জড়িত । সত্য ধামাচাপা দিতেই হোম গার্ড এবং সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করা হয়েছে ৷"

নিহত আনিশের পরিবারের সিবিআই তদন্তের দাবিকেও এ দিন সমর্থন করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha at Barasat)। এ বিষয়ে তিনি বলেন,"শত চাপ দেওয়া সত্ত্বেও আনিশের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন । তাঁদের এই অনড় মনোভাব প্রশংসার যোগ্য ৷" মুখ্যমন্ত্রীর সিবিআই তদন্তের বিরোধিতা নিয়েও এ দিন তাঁকে কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই তদন্ত হলে রাজ্যের পুলিশের মনোবল ভেঙে যাবে । আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে চাই, বিরোধী নেত্রী থাকাকালীন দিনে তিনবার সিবিআই তদন্তের দাবিতে সরব হতেন তিনি । তখন পুলিশের মনোবল ভাঙার কথা মনে পড়েনি তাঁর ? পুলিশের মনোবল নষ্ট হয়নি তখন ? সিবিআই তদন্ত হলেই আনিশ খুনের প্রকৃত ঘটনা সামনে আসবে । যেটা চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ৷"

আরও পড়ুন: Anish Khan Death Case : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর

তৃণমূলের স্থানীয় নেতাদের (top TMC leaders linked with Anish Khan Death case) মনোভাব সম্পর্কে আনিশ খানের চিঠি ভাইরাল হয়েছিল ৷ সে প্রসঙ্গে বিজেপি নেতা বলেছেন, "আনিশের চিঠিতেই পরিষ্কার, স্থানীয় স্কুলের তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি । আনিশের মুখ বন্ধ করতেই পুলিশকে ব্যবহার করা হয়েছে তাঁকে খুন করার জন্য । এই খুনের সঙ্গে একজন হোম গার্ড কিংবা সিভিক ভলান্টিয়ার যুক্ত নন । জড়িত রয়েছেন পুলিশের আধিকারিকরাও ৷"

বিরোধী নেত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী যে হারে সিবিআই তদন্ত চাইতেন, তারজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গোল্ড মেডেল দেওয়া উচিত বলেও কটাক্ষ করেছেন রাহুল সিনহা ৷

আরও পড়ুন : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

বারাসত, 24 ফেব্রুয়ারি: আনিশ খুনে তৃণমূলের বড় বড় মাথা জড়িত । তাই সিবিআই তদন্তের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার ভোট প্রচারে বারাসতে গিয়ে এমনই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha on Anish Khan Death)। তিনি বলেন,"তৃণমূলের দুর্নীতি ধামাচাপা দিতে আনিশ খানের মুখ বন্ধ করা প্রয়োজন ছিল । তাই তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । খুনের সঙ্গে তৃণমূলের অনেক বড় বড় নেতা ও মন্ত্রী জড়িত । সত্য ধামাচাপা দিতেই হোম গার্ড এবং সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করা হয়েছে ৷"

নিহত আনিশের পরিবারের সিবিআই তদন্তের দাবিকেও এ দিন সমর্থন করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha at Barasat)। এ বিষয়ে তিনি বলেন,"শত চাপ দেওয়া সত্ত্বেও আনিশের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন । তাঁদের এই অনড় মনোভাব প্রশংসার যোগ্য ৷" মুখ্যমন্ত্রীর সিবিআই তদন্তের বিরোধিতা নিয়েও এ দিন তাঁকে কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই তদন্ত হলে রাজ্যের পুলিশের মনোবল ভেঙে যাবে । আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে চাই, বিরোধী নেত্রী থাকাকালীন দিনে তিনবার সিবিআই তদন্তের দাবিতে সরব হতেন তিনি । তখন পুলিশের মনোবল ভাঙার কথা মনে পড়েনি তাঁর ? পুলিশের মনোবল নষ্ট হয়নি তখন ? সিবিআই তদন্ত হলেই আনিশ খুনের প্রকৃত ঘটনা সামনে আসবে । যেটা চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ৷"

আরও পড়ুন: Anish Khan Death Case : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর

তৃণমূলের স্থানীয় নেতাদের (top TMC leaders linked with Anish Khan Death case) মনোভাব সম্পর্কে আনিশ খানের চিঠি ভাইরাল হয়েছিল ৷ সে প্রসঙ্গে বিজেপি নেতা বলেছেন, "আনিশের চিঠিতেই পরিষ্কার, স্থানীয় স্কুলের তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি । আনিশের মুখ বন্ধ করতেই পুলিশকে ব্যবহার করা হয়েছে তাঁকে খুন করার জন্য । এই খুনের সঙ্গে একজন হোম গার্ড কিংবা সিভিক ভলান্টিয়ার যুক্ত নন । জড়িত রয়েছেন পুলিশের আধিকারিকরাও ৷"

বিরোধী নেত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী যে হারে সিবিআই তদন্ত চাইতেন, তারজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গোল্ড মেডেল দেওয়া উচিত বলেও কটাক্ষ করেছেন রাহুল সিনহা ৷

আরও পড়ুন : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.