ETV Bharat / state

কাল বনগাঁ পৌরসভার আস্থাভোট, জারি 144 ধারা

আগামীকাল সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত জারি থাকবে 144 ধারা । যে কোনওরকম রাজনৈতিক অশান্তি এড়াতেই বনগাঁ মহকুমার পক্ষ থেকে আজ শহর জুড়ে মাইকিং করা হয় ।

বনগাঁ পৌরসভায় আস্থা ভোট
author img

By

Published : Jul 15, 2019, 11:33 PM IST

Updated : Jul 16, 2019, 11:51 PM IST

বনগাঁ, 15 জুলাই : আগামীকাল বনগাঁ পৌরসভায় আস্থাভোট । আর এই আস্থাভোটকে ঘিরে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারির জন্য শহর জুড়ে মাইকিং করা হয় । আগামীকাল সকাল 7টা থেকে সন্ধে 7 পর্যন্ত বনগাঁ পৌরসভার 500 মিটার এলাকায় জারি থাকবে 144 ধারা ।

আজ বনগাঁ মহকুমার পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হয় । প্রচার করা হয়, আগামীকাল 12 ঘণ্টার জন্য জারি থাকবে 144 ধারা । পৌরসভা এলাকায় একসঙ্গে পাঁচজনের বেশি ব্যক্তির প্রবেশ নিষেধ । প্রশাসনকে সহযোগিতার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে ।

বনগাঁ পৌরসভায় কাউন্সিলর সংখ্যা 22 । 20 জন তৃণমূলের । বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলরের সংখ্যা 2 । জুন মাসের 6 তারিখ 11 জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । তার তিনদিন পর আরও 3 জন কাউন্সিলরও তাতে যোগ দেন । ওই 14 জন কাউন্সিলরের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । তবে অনাস্থা প্রস্তাব জমা দিলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । পরে কলকাতা হাইকোর্ট মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট চলতি মাসের 11 জুলাই নির্দেশ দেয়, 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । ঠিক হয়, চলতি মাসের 16 তারিখ অনাস্থা ভোট হবে ।

প্রশাসনিক সূত্রে খবর, আস্থাভোটকে ঘিরে যে কোনওরকম রাজনৈতিক অশান্তি এড়াতেই আগামীকাল 144 ধারা জারির সিদ্ধান্ত । ইতিমধ্যেই শহরের বিভিন্ন এন্ট্রি ও এগজ়িট পয়েন্ট ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ ।

বনগাঁ, 15 জুলাই : আগামীকাল বনগাঁ পৌরসভায় আস্থাভোট । আর এই আস্থাভোটকে ঘিরে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারির জন্য শহর জুড়ে মাইকিং করা হয় । আগামীকাল সকাল 7টা থেকে সন্ধে 7 পর্যন্ত বনগাঁ পৌরসভার 500 মিটার এলাকায় জারি থাকবে 144 ধারা ।

আজ বনগাঁ মহকুমার পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হয় । প্রচার করা হয়, আগামীকাল 12 ঘণ্টার জন্য জারি থাকবে 144 ধারা । পৌরসভা এলাকায় একসঙ্গে পাঁচজনের বেশি ব্যক্তির প্রবেশ নিষেধ । প্রশাসনকে সহযোগিতার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে ।

বনগাঁ পৌরসভায় কাউন্সিলর সংখ্যা 22 । 20 জন তৃণমূলের । বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলরের সংখ্যা 2 । জুন মাসের 6 তারিখ 11 জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । তার তিনদিন পর আরও 3 জন কাউন্সিলরও তাতে যোগ দেন । ওই 14 জন কাউন্সিলরের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । তবে অনাস্থা প্রস্তাব জমা দিলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । পরে কলকাতা হাইকোর্ট মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট চলতি মাসের 11 জুলাই নির্দেশ দেয়, 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । ঠিক হয়, চলতি মাসের 16 তারিখ অনাস্থা ভোট হবে ।

প্রশাসনিক সূত্রে খবর, আস্থাভোটকে ঘিরে যে কোনওরকম রাজনৈতিক অশান্তি এড়াতেই আগামীকাল 144 ধারা জারির সিদ্ধান্ত । ইতিমধ্যেই শহরের বিভিন্ন এন্ট্রি ও এগজ়িট পয়েন্ট ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ ।

Intro:অনাস্থা ভোট উপলক্ষে বনগাঁয় ১৪৪ ধারা

বনগাঁঃ আগামীকাল মঙ্গলবার বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট। আর এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তার জন্য ১৪৪ ধারা জারি করা হল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বনগাঁ পৌরসভার ৫০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।সোমবার রাতে বনগাঁ শহর জুড়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছে। পৌরসভা এলাকা দিয়ে একসঙ্গে পাঁচ জনের বেশি ব্যক্তিকে চলাচল করতে নিষেধ করা হয়েছে । প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বনগাঁ পৌরসভায় মোট ২২ জন কাউন্সলির রয়েছেন। তার মধ্যে ২০ জন তৃণমূলের। বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলর আরও দু'জন। গত ৬ জুন পৌরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। তার তিন দিন পরে আরও তিন কাউন্সিলর তাতে সামিল হন। ওই ১৪ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন আবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। অনাস্থা প্রস্তাব জমা দিলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। অনাস্থা প্রস্তাব জমা দেওয়া তিন কাউন্সিলর তখন কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট গত ১১ জুলাই নির্দেশ দেয়, ৭২ ঘণ্টার মধ্যে অনাস্থার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। সেই মতো ঠিক হয়, ১৬ জুলাই বনগাঁয় অনাস্থা ভোট হবে। আর এই অনাস্থা ভোট ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে চরম রেষারেষি চলছে। তাই, অশান্তি এড়াতে বনগাঁ মহকুমা প্রশাসন মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ৫০০ মিটার চৌহদ্দির মধ্যে ১৪৪ ধারা জারি করল। শহরের প্রবেশ ও বেরোনোর পথ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ।Body:অনাস্থা ভোট উপলক্ষে বনগাঁয় ১৪৪ ধারা

বনগাঁঃ আগামীকাল মঙ্গলবার বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট। আর এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তার জন্য ১৪৪ ধারা জারি করা হল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বনগাঁ পৌরসভার ৫০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।সোমবার রাতে বনগাঁ শহর জুড়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছে। পৌরসভা এলাকা দিয়ে একসঙ্গে পাঁচ জনের বেশি ব্যক্তিকে চলাচল করতে নিষেধ করা হয়েছে । প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বনগাঁ পৌরসভায় মোট ২২ জন কাউন্সলির রয়েছেন। তার মধ্যে ২০ জন তৃণমূলের। বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলর আরও দু'জন। গত ৬ জুন পৌরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। তার তিন দিন পরে আরও তিন কাউন্সিলর তাতে সামিল হন। ওই ১৪ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন আবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। অনাস্থা প্রস্তাব জমা দিলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। অনাস্থা প্রস্তাব জমা দেওয়া তিন কাউন্সিলর তখন কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট গত ১১ জুলাই নির্দেশ দেয়, ৭২ ঘণ্টার মধ্যে অনাস্থার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। সেই মতো ঠিক হয়, ১৬ জুলাই বনগাঁয় অনাস্থা ভোট হবে। আর এই অনাস্থা ভোট ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে চরম রেষারেষি চলছে। তাই, অশান্তি এড়াতে বনগাঁ মহকুমা প্রশাসন মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ৫০০ মিটার চৌহদ্দির মধ্যে ১৪৪ ধারা জারি করল। শহরের প্রবেশ ও বেরোনোর পথ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ।Conclusion:অনাস্থা ভোটে পৌরপ্রধান তাঁর কুরশি বাঁচাতে পারেন কি না সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
Last Updated : Jul 16, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.