ETV Bharat / state

দলের ঘরছাড়া কর্মীদের ফেরাতে নৈহাটিতে অবস্থান করবেন মমতা - নরেন্দ্র মোদি

BJP-র "সন্ত্রাস"-এর জেরে ঘরছাড়া দলীয় কর্মীদের ফেরাতে বৃহস্পতিবার নৈহাটিতে অবস্থান করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ।

মমতা ব্যানার্জি (ফাইল ছবি)
author img

By

Published : May 29, 2019, 5:37 PM IST

কলকাতা, 29 মে: নৈহাটি পৌরসভার সামনে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নেত্রী মমতা ব্যানার্জি । অভিযোগ, রাজনৈতিক হিংসার জেরে বহু তৃণমূলকর্মী ঘর ছেড়েছেন । তাঁদের ঘরে ফেরাতেই এই কর্মসূচি ।

আগামীকাল দিল্লিতে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতার । কিন্তু আজই একটি টুইট করে তিনি জানান, BJP মৃত্যু নিয়ে রাজনীতি করছে, তাই শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না । তিনি আরও বলেন, "বিভিন্ন মিডিয়ায় দেখলাম রাজ্যে রাজনৈতিক হিংসায় 54 জন খুন হয়েছেন বলে BJP দাবি করছে । এটা একেবারে অসত্য । রাজ্যে রাজনৈতিক হিংসায় কেউ খুন হননি । ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ এবং অন্য কারণে ওই 54 জনের মৃত্যু হয়ে থাকতে পারে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । এরকম কোনও তথ্য নেই ।"

উল্লেখ্য , গত সোমবার ভাটপাড়ার একটি পরিবার প্রশাসনের সাহায্য চাইতে নবান্নে গিয়েছিল। তাদের অভিযোগ, BJP-র সন্ত্রাসের জেরে তারা দীর্ঘদিন ঘরছাড়া । রাজ্য পুলিশের DG-র কাছে তারা অভিযোগ করেছিল, দুষ্কৃতীরা খুন, ধর্ষণের হুমকি দিচ্ছে । তাই ভয়ে বাড়ি ফিরতে পারছে না । DG আশ্বাস দিয়েছিলেন ঘরে ফেরানোর ব‍্যবস্থা করা হবে । সেই ঘটনার 48 ঘণ্টা কাটতে না কাটতেই মমতা অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান ।

কলকাতা, 29 মে: নৈহাটি পৌরসভার সামনে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নেত্রী মমতা ব্যানার্জি । অভিযোগ, রাজনৈতিক হিংসার জেরে বহু তৃণমূলকর্মী ঘর ছেড়েছেন । তাঁদের ঘরে ফেরাতেই এই কর্মসূচি ।

আগামীকাল দিল্লিতে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতার । কিন্তু আজই একটি টুইট করে তিনি জানান, BJP মৃত্যু নিয়ে রাজনীতি করছে, তাই শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না । তিনি আরও বলেন, "বিভিন্ন মিডিয়ায় দেখলাম রাজ্যে রাজনৈতিক হিংসায় 54 জন খুন হয়েছেন বলে BJP দাবি করছে । এটা একেবারে অসত্য । রাজ্যে রাজনৈতিক হিংসায় কেউ খুন হননি । ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ এবং অন্য কারণে ওই 54 জনের মৃত্যু হয়ে থাকতে পারে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । এরকম কোনও তথ্য নেই ।"

উল্লেখ্য , গত সোমবার ভাটপাড়ার একটি পরিবার প্রশাসনের সাহায্য চাইতে নবান্নে গিয়েছিল। তাদের অভিযোগ, BJP-র সন্ত্রাসের জেরে তারা দীর্ঘদিন ঘরছাড়া । রাজ্য পুলিশের DG-র কাছে তারা অভিযোগ করেছিল, দুষ্কৃতীরা খুন, ধর্ষণের হুমকি দিচ্ছে । তাই ভয়ে বাড়ি ফিরতে পারছে না । DG আশ্বাস দিয়েছিলেন ঘরে ফেরানোর ব‍্যবস্থা করা হবে । সেই ঘটনার 48 ঘণ্টা কাটতে না কাটতেই মমতা অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান ।

Intro: কলকাতা, ২৯ মে : দলের ঘর ছাড়াদের ঘরে ফেরাতে আগামী কাল নৈহাটি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি পুরসভার সামনে অবস্থান কর্মসূচি করবেন তিনি । Body:আগামী কাল দিল্লিতে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে না গিয়ে দলীয় কর্মসূচি যোগ দিতে নৈহাটিতে যাচ্ছেন তিনি। ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে নৈহাটি পুরসভার সামনে কাল দুপুরে অবস্থান- বিক্ষোভ করবে তৃণমূল। এই অবস্থান - বিক্ষোভ কর্মসূচিতেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার ভাটপাড়ার এক ঘরছাড়া পরিবার নবান্নের দ্বারস্থ হয়েছিলেন ঘরে ফেরার জন‍্য। রাজ‍্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জিনিয়েছিলৈন তাঁরা। ডিজি আশ্বাস দিয়েছিলেন ঘরে ফেরানোর ব‍্যবস্থা নেওয়ার। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মমতা ঘর ছাড়াদের জন‍্য সিদ্ধান্ত নিলেন নৈহাটিতে যাওয়ার। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.