ETV Bharat / state

Ritabrata Banerjee : সভা-সমাবেশের নামে চাঁদা তুললেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ঋতব্রতর

দলীয় কুপন ছাপিয়ে চাঁদা তোলা নিয়ে এর আগে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) ৷ শনিবার সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (INTTUC Leader Ritabrata Banerjee) ৷

tmcs-ritabrata-banerjee-attends-a-meeting-on-21-july-rally-preparation-in-barasat
Ritabrata Banerjee : সভা-সমাবেশের নামে চাঁদা তুললেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ঋতব্রতর
author img

By

Published : Jul 2, 2022, 9:35 PM IST

বারাসত, 2 জুলাই : অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee), সৌগত রায়ের পর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । সভা, সমাবেশের নামে কুপন ছাপিয়ে চাঁদা তুললেই কড়া ব্যবস্থা নেওয়া হবে । দলের নাম ভাঙিয়ে কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না । 21 জুলাইয়ের সমাবেশ (TMCs 21 July Rally) উপলক্ষে শনিবার বারাসতে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক সভায় যোগ দিতে এসে এভাবেই দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (INTTUC Leader Ritabrata Banerjee) ।

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, "28 মে হলদিয়ার শ্রমিক সভা থেকে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন । তিনি শ্রমিকদের কাছ থেকে একশো দিন সময় চেয়েছিলেন । কিন্তু তার আগেই ফল মিলতে শুরু করেছে । আমাদের একটাই বার্তা, দলে থেকে কোনও অনৈতিক কাজ করা চলবে না ৷"

tmcs-ritabrata-banerjee-attends-a-meeting-on-21-july-rally-preparation-in-barasat
বারাসতে তৃণমূলের 21 জুলাই সমাবেশের প্রস্তুতি সভা

এরপরই হুঁশিয়ারির সুরে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি বলেন, "21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষেও যদি কেউ কুপন ছাপিয়ে চাঁদা তোলেন, তাঁকেও রেয়াত করা হবে না । অনৈতিক কাজে আইএনটিটিইউসি-র নাম ব‍্যবহার করা যাবে না । শ্রমিকদের বলব, যদি কেউ সংগঠনের নাম ব্যবহার করে চাঁদা নিতে আসেন, তাহলে সেই ব‍্যাক্তিকে টাকা দেবেন না আপনারা ৷"

দলীয় নেতৃত্বের কাছে শ্রমিকদের এই নিয়ে অভিযোগ জানানোরও পরামর্শ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তাঁর সাফ কথা, "অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে । ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷" উদাহরণস্বরূপ, হলদিয়ার বহিষ্কৃত দুই শ্রমিক নেতার কর্মকাণ্ডের বিষয়টিও এদিন উঠে এসেছে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির কথায় ।

প্রসঙ্গত, দলীয় কুপন ছাপিয়ে চাঁদা তোলা নিয়ে এর আগে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) । তাঁদের দেখানো পথে এবার হাঁটতে দেখা গেল দলেরই শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও ।

Ritabrata Banerjee : সভা-সমাবেশের নামে চাঁদা তুললেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ঋতব্রতর

এদিকে, মহারাষ্ট্র ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "যার গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা নেই, সেই এই ধরনের কথা বলতে পারে । বাংলার মানুষ আগেই তার রায় দিয়ে দিয়েছে । সেই রায় মেনে নিতে না পেরে লোডশেডিং বিধায়ক এই ধরনের অবাস্তব মন্তব্য করছেন । ওনার উচিত রাজ্যের ক্ষমতার দিকে নজর না দিয়ে কাঁথি মহকুমার দিকে বেশি মনোনিবেশ করা । তাতে ওনার পক্ষে ভালো ৷"

আরও পড়ুন : Bidhan Chandra Roy: বিধানচন্দ্র রায়ের স্মরণসভায় বিরোধীদের সমালোচনায় সরব অধ্যক্ষ

বারাসত, 2 জুলাই : অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee), সৌগত রায়ের পর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । সভা, সমাবেশের নামে কুপন ছাপিয়ে চাঁদা তুললেই কড়া ব্যবস্থা নেওয়া হবে । দলের নাম ভাঙিয়ে কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না । 21 জুলাইয়ের সমাবেশ (TMCs 21 July Rally) উপলক্ষে শনিবার বারাসতে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক সভায় যোগ দিতে এসে এভাবেই দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (INTTUC Leader Ritabrata Banerjee) ।

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, "28 মে হলদিয়ার শ্রমিক সভা থেকে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন । তিনি শ্রমিকদের কাছ থেকে একশো দিন সময় চেয়েছিলেন । কিন্তু তার আগেই ফল মিলতে শুরু করেছে । আমাদের একটাই বার্তা, দলে থেকে কোনও অনৈতিক কাজ করা চলবে না ৷"

tmcs-ritabrata-banerjee-attends-a-meeting-on-21-july-rally-preparation-in-barasat
বারাসতে তৃণমূলের 21 জুলাই সমাবেশের প্রস্তুতি সভা

এরপরই হুঁশিয়ারির সুরে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি বলেন, "21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষেও যদি কেউ কুপন ছাপিয়ে চাঁদা তোলেন, তাঁকেও রেয়াত করা হবে না । অনৈতিক কাজে আইএনটিটিইউসি-র নাম ব‍্যবহার করা যাবে না । শ্রমিকদের বলব, যদি কেউ সংগঠনের নাম ব্যবহার করে চাঁদা নিতে আসেন, তাহলে সেই ব‍্যাক্তিকে টাকা দেবেন না আপনারা ৷"

দলীয় নেতৃত্বের কাছে শ্রমিকদের এই নিয়ে অভিযোগ জানানোরও পরামর্শ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তাঁর সাফ কথা, "অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে । ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷" উদাহরণস্বরূপ, হলদিয়ার বহিষ্কৃত দুই শ্রমিক নেতার কর্মকাণ্ডের বিষয়টিও এদিন উঠে এসেছে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির কথায় ।

প্রসঙ্গত, দলীয় কুপন ছাপিয়ে চাঁদা তোলা নিয়ে এর আগে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) । তাঁদের দেখানো পথে এবার হাঁটতে দেখা গেল দলেরই শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও ।

Ritabrata Banerjee : সভা-সমাবেশের নামে চাঁদা তুললেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ঋতব্রতর

এদিকে, মহারাষ্ট্র ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "যার গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা নেই, সেই এই ধরনের কথা বলতে পারে । বাংলার মানুষ আগেই তার রায় দিয়ে দিয়েছে । সেই রায় মেনে নিতে না পেরে লোডশেডিং বিধায়ক এই ধরনের অবাস্তব মন্তব্য করছেন । ওনার উচিত রাজ্যের ক্ষমতার দিকে নজর না দিয়ে কাঁথি মহকুমার দিকে বেশি মনোনিবেশ করা । তাতে ওনার পক্ষে ভালো ৷"

আরও পড়ুন : Bidhan Chandra Roy: বিধানচন্দ্র রায়ের স্মরণসভায় বিরোধীদের সমালোচনায় সরব অধ্যক্ষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.