ETV Bharat / state

Suvendu Adhikari: শুভেন্দুর 'মানসিক সুস্থতা' কামনা করে পোস্ট কার্ড পাঠাচ্ছে টিএমসিপি ! - টিএমসিপি

অখিল গিরির (Akhil Giri) কুকথা নিয়ে বিতর্কের মধ্যেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মানসিকভাবে অসুস্থ বলে দাবি করল টিএমসিপি (TMCP) ! সংগঠনের পক্ষ থেকে বিরোধী দলনেতার বাসভবনে পাঠানো হচ্ছে পোস্ট কার্ড, গ্রিটিংস কার্ড এবং গোলাপ !

TMCP sending Post Card to Contai praying Mental Fitness of Suvendu Adhikari
Suvendu Adhikari: শুভেন্দুর 'মানসিক সুস্থতা' কামনায় পোস্ট কার্ড পাঠাচ্ছে টিএমসিপি !
author img

By

Published : Nov 14, 2022, 7:13 PM IST

বারাসত, 14 নভেম্বর: বছর ঘুরলেই রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ৷ তার আগে শাসক এবং বিরোধী পক্ষের বেলাগাম মন্তব্যে ক্রমশ তেতে উঠছে রাজ্য-রাজনীতি ৷ এমনকী, কু-কথার শিকার হতে হচ্ছে স্বয়ং রাষ্ট্রপতিকেও ! আর তা নিয়ে কাজিয়া যখন তুঙ্গে, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) 'মানসিকভাবে অসুস্থ' অ্যাখা দিয়ে তাঁর চিকিৎসার দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Chhatra Parishad) বা টিএমসিপি (TMCP) ৷ একইসঙ্গে, বিরোধী দলনেতার সুস্থতা কামনা করে কাঁথিতে তাঁর পারিবারিক বাসভবন শান্তিকুঞ্জে পোস্ট কার্ড, গ্রিটিংস কার্ড ও গোলাপ পাঠানোর সিদ্ধান্ত নিলেন দলের সদস্যরা ৷ ইতিমধ্য়েই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে টিএমসিপি-এর বারাসত গভর্নমেন্ট কলেজ ইউনিট ৷ তাদের এই রাজনৈতিক খোঁচাকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি এবিভিপি-ও ৷

সোমবার থেকেই টিএমসিপি-এর বারাসত গভর্নমেন্ট কলেজ ইউনিট শুভেন্দুর জন্য পোস্ট কার্ড ও গ্রিটিংস কার্ড তৈরি করতে শুরু করে দিয়েছে ৷ দলীয় সূত্রে খবর, প্রায় 500 পোস্টকার্ড পাঠানো হবে শুভেন্দুর বাসভবনে ৷ মঙ্গলবারের মধ্যেই এই সমস্ত পোস্টকার্ড টিএমসিপি-এর সদস্যরা স্থানীয় পোস্ট অফিসে জমা করে দেবেন ৷

আরও পড়ুন: 'অখিল গিরিকে উত্যক্ত করা হয়েছে', মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেও মন্তব্য অধ্যক্ষের

এদিন সকাল থেকেই বারাসত গভর্নমেন্ট কলেজে হাতে লেখা সেই পোস্ট কার্ড পাঠানোর তোড়জোড় শুরু করেন ছাত্রছাত্রীরা ৷ একইসঙ্গে, সংগঠনের তরফে বার্তা দেওয়া হয়, শুভেন্দু চাইলে তাঁর মানসিক চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সাহায্যও নিতে পারেন !

এই বিষয়ে টিএমসিপি-এর কলেজ ইউনিটের সভাপতি কৌশিক কর্মকার বলেন, "বিভিন্ন সময় বেলাগাম মন্তব্য করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর এই সমস্ত মন্তব্য শুনে ছাত্র সমাজের মনে হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ৷ ওনার চিকিৎসার প্রয়োজন ৷ ওনার সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ থাকতেই পারে ৷ তা সত্ত্বেও আমরা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করছি ৷ ওনার সুস্থতা চেয়েই পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অভিষেক বন্দোপাধ্যায় বিভিন্ন সময়ে অসহায় মানুষের চিকিৎসার জন্য তাঁদের পাশে দাঁড়িয়েছেন ৷ শুভেন্দু চাইলে ওঁকেও চিকিৎসায় সাহায্য করবেন !"

নিশানায় শুভেন্দু অধিকারী ৷

প্রসঙ্গত, শুভেন্দুর 'বেলাগাম মন্তব্য' নিয়ে এত কথা বললেও রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri) যে বিতর্কিত মন্তব্য করেছেন, তা নিয়ে একটিও বাক্য খরচ করতে রাজি হননি টিএমসিপি-এর বারাসত গভর্নমেন্ট কলেজ ইউনিটের সভাপতি ৷ অখিলের মন্তব্যকে 'ব্যক্তিগত' বলে পাশ কাটিয়ে গিয়েছেন তিনি ৷ যদিও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, অখিলের মন্তব্যে বড় বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, খোদ মুখ্যমন্ত্রীকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে ৷ এই পরিস্থিতির রাজনৈতিক মোকাবিলার জন্যই শুভেন্দু অধিকারীকে টানা হচ্ছে ৷ তাঁর লাগাতার কুকথায় বিরক্ত হয়েই এমন বেফাঁস মন্তব্য করেছেন বলে আগেই সাফাই দিয়েছেন অখিল ৷ এবার সেটাকেই তুলে এনে পালটা প্রচারে নামছে তৃণমূল ৷

টিএমসিপি-এর উদ্যোগে পালটা কটাক্ষের সুর শোনা গিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-এর বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি উৎপল রায়ের গলায় ৷ তিনি বলেন, "এসব করার আগে টিএমসিপি-এর নিজেদের নিয়ে ভাবা উচিত ৷ গত পাঁচ বছর ধরে রাজ্যের কলেজগুলিতে নির্বাচন হচ্ছে না ৷ অনৈতিকভাবে প্রশাসনকে ব‍্যবহার করে ছাত্র সংসদের ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূলের ছাত্র সংগঠন ৷ তৃণমূল ও তার ছাত্র সংগঠনের নেতারা দুর্নীতিতে জড়িত ৷ যাঁরা নিজেরাই মানসিকভাবে বিপর্যস্ত, তাঁরাই নাকি শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা চেয়ে পোস্ট কার্ড পাঠাচ্ছেন ! এটা হাস‍্যকর ছাড়া আর কিছুই নয় ৷"

বারাসত, 14 নভেম্বর: বছর ঘুরলেই রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ৷ তার আগে শাসক এবং বিরোধী পক্ষের বেলাগাম মন্তব্যে ক্রমশ তেতে উঠছে রাজ্য-রাজনীতি ৷ এমনকী, কু-কথার শিকার হতে হচ্ছে স্বয়ং রাষ্ট্রপতিকেও ! আর তা নিয়ে কাজিয়া যখন তুঙ্গে, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) 'মানসিকভাবে অসুস্থ' অ্যাখা দিয়ে তাঁর চিকিৎসার দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Chhatra Parishad) বা টিএমসিপি (TMCP) ৷ একইসঙ্গে, বিরোধী দলনেতার সুস্থতা কামনা করে কাঁথিতে তাঁর পারিবারিক বাসভবন শান্তিকুঞ্জে পোস্ট কার্ড, গ্রিটিংস কার্ড ও গোলাপ পাঠানোর সিদ্ধান্ত নিলেন দলের সদস্যরা ৷ ইতিমধ্য়েই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে টিএমসিপি-এর বারাসত গভর্নমেন্ট কলেজ ইউনিট ৷ তাদের এই রাজনৈতিক খোঁচাকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি এবিভিপি-ও ৷

সোমবার থেকেই টিএমসিপি-এর বারাসত গভর্নমেন্ট কলেজ ইউনিট শুভেন্দুর জন্য পোস্ট কার্ড ও গ্রিটিংস কার্ড তৈরি করতে শুরু করে দিয়েছে ৷ দলীয় সূত্রে খবর, প্রায় 500 পোস্টকার্ড পাঠানো হবে শুভেন্দুর বাসভবনে ৷ মঙ্গলবারের মধ্যেই এই সমস্ত পোস্টকার্ড টিএমসিপি-এর সদস্যরা স্থানীয় পোস্ট অফিসে জমা করে দেবেন ৷

আরও পড়ুন: 'অখিল গিরিকে উত্যক্ত করা হয়েছে', মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেও মন্তব্য অধ্যক্ষের

এদিন সকাল থেকেই বারাসত গভর্নমেন্ট কলেজে হাতে লেখা সেই পোস্ট কার্ড পাঠানোর তোড়জোড় শুরু করেন ছাত্রছাত্রীরা ৷ একইসঙ্গে, সংগঠনের তরফে বার্তা দেওয়া হয়, শুভেন্দু চাইলে তাঁর মানসিক চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সাহায্যও নিতে পারেন !

এই বিষয়ে টিএমসিপি-এর কলেজ ইউনিটের সভাপতি কৌশিক কর্মকার বলেন, "বিভিন্ন সময় বেলাগাম মন্তব্য করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর এই সমস্ত মন্তব্য শুনে ছাত্র সমাজের মনে হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ৷ ওনার চিকিৎসার প্রয়োজন ৷ ওনার সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ থাকতেই পারে ৷ তা সত্ত্বেও আমরা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করছি ৷ ওনার সুস্থতা চেয়েই পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অভিষেক বন্দোপাধ্যায় বিভিন্ন সময়ে অসহায় মানুষের চিকিৎসার জন্য তাঁদের পাশে দাঁড়িয়েছেন ৷ শুভেন্দু চাইলে ওঁকেও চিকিৎসায় সাহায্য করবেন !"

নিশানায় শুভেন্দু অধিকারী ৷

প্রসঙ্গত, শুভেন্দুর 'বেলাগাম মন্তব্য' নিয়ে এত কথা বললেও রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri) যে বিতর্কিত মন্তব্য করেছেন, তা নিয়ে একটিও বাক্য খরচ করতে রাজি হননি টিএমসিপি-এর বারাসত গভর্নমেন্ট কলেজ ইউনিটের সভাপতি ৷ অখিলের মন্তব্যকে 'ব্যক্তিগত' বলে পাশ কাটিয়ে গিয়েছেন তিনি ৷ যদিও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, অখিলের মন্তব্যে বড় বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, খোদ মুখ্যমন্ত্রীকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে ৷ এই পরিস্থিতির রাজনৈতিক মোকাবিলার জন্যই শুভেন্দু অধিকারীকে টানা হচ্ছে ৷ তাঁর লাগাতার কুকথায় বিরক্ত হয়েই এমন বেফাঁস মন্তব্য করেছেন বলে আগেই সাফাই দিয়েছেন অখিল ৷ এবার সেটাকেই তুলে এনে পালটা প্রচারে নামছে তৃণমূল ৷

টিএমসিপি-এর উদ্যোগে পালটা কটাক্ষের সুর শোনা গিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-এর বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি উৎপল রায়ের গলায় ৷ তিনি বলেন, "এসব করার আগে টিএমসিপি-এর নিজেদের নিয়ে ভাবা উচিত ৷ গত পাঁচ বছর ধরে রাজ্যের কলেজগুলিতে নির্বাচন হচ্ছে না ৷ অনৈতিকভাবে প্রশাসনকে ব‍্যবহার করে ছাত্র সংসদের ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূলের ছাত্র সংগঠন ৷ তৃণমূল ও তার ছাত্র সংগঠনের নেতারা দুর্নীতিতে জড়িত ৷ যাঁরা নিজেরাই মানসিকভাবে বিপর্যস্ত, তাঁরাই নাকি শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা চেয়ে পোস্ট কার্ড পাঠাচ্ছেন ! এটা হাস‍্যকর ছাড়া আর কিছুই নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.