ETV Bharat / state

বাবুলের কনভয়ের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - Barasat

বারাসতের কাজিপাড়ার বাবুল সুপ্রিয়র কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর করা হয় । স্থানীয় তৃণমূল নেতা আর্শাদুল জামানের মদতে এইন হামলা বলে অভিযোগ ।

ভাঙচুর হওয়া গাড়ি
author img

By

Published : May 12, 2019, 11:12 PM IST

Updated : May 13, 2019, 5:32 AM IST

বারাসত, ১২ মে : BJP নেতা বাবুল সুপ্রিয়র কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর করা হল । এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । বারাসতের কাজিপাড়ার ঘটনা । এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল নেতা আর্শাদুল জামানের হাত রয়েছে বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

আজ বসিরহাটে দলীয় প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে প্রচারে যান BJP নেতা বাবুল সুপ্রিয় । রাত ৮টা নাগাদ সেখান থেকে ফেরার পথে বারাসতের কাজিপাড়ার কাছে একটি দোকানে চা খেতে নামেন কেন্দ্রীয়মন্ত্রী । অভিযোগ, সেখানে একদল তৃণমূল কর্মী-সমর্থক প্রথমে বাবুলকে গো ব্যাক বলে । গালিগালাজও করে । এরপর বাবুলের কনভয়ের পাশাপাশি নিরাপত্তারক্ষীদের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । এরপর গাড়িতে উঠে এলাকা ছাড়েন বাবুল ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বারাসত থানার পুলিশ । IC দীপঙ্কর ভট্টাচার্য বাবুলকে অভিযোগ জানাতে বললে তিনি রাজি হননি । তবে, ঘটনাটি নির্বচন কমিশনকে জানানো হয়েছে । পাশাপাশি IC-র অপসারণের দাবি তোলে BJP।

বারাসত, ১২ মে : BJP নেতা বাবুল সুপ্রিয়র কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর করা হল । এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । বারাসতের কাজিপাড়ার ঘটনা । এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল নেতা আর্শাদুল জামানের হাত রয়েছে বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

আজ বসিরহাটে দলীয় প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে প্রচারে যান BJP নেতা বাবুল সুপ্রিয় । রাত ৮টা নাগাদ সেখান থেকে ফেরার পথে বারাসতের কাজিপাড়ার কাছে একটি দোকানে চা খেতে নামেন কেন্দ্রীয়মন্ত্রী । অভিযোগ, সেখানে একদল তৃণমূল কর্মী-সমর্থক প্রথমে বাবুলকে গো ব্যাক বলে । গালিগালাজও করে । এরপর বাবুলের কনভয়ের পাশাপাশি নিরাপত্তারক্ষীদের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । এরপর গাড়িতে উঠে এলাকা ছাড়েন বাবুল ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বারাসত থানার পুলিশ । IC দীপঙ্কর ভট্টাচার্য বাবুলকে অভিযোগ জানাতে বললে তিনি রাজি হননি । তবে, ঘটনাটি নির্বচন কমিশনকে জানানো হয়েছে । পাশাপাশি IC-র অপসারণের দাবি তোলে BJP।

sample description
Last Updated : May 13, 2019, 5:32 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.