ভাটপাড়া, 18 জুলাই : অর্জুন সিংয়ের প্রতিবাদ মিছিল ঘিরে ফের উত্তেজনা । চলল বোমাবাজি । বেশ কয়েকজন জখম হয়েছে । আজ বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে । পুলিশের বিরুদ্ধেও মিছিল আটকানোর অভিযোগ তুলেছে BJP ।
তৃণমূল ও পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে এদিন বিকেলে জগদ্দলের মেঘনা মোড় থেকে কাঁকিনাড়া রেল স্টেশন পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করেছিল BJP । বিকেলে BJP কর্মীরা যখন মেঘনা মোড়ে জমায়েত হচ্ছিলেন, আচমকা সেখানে একদল দুষ্কৃতী হামলা চালায় । পরপর বোমা পড়তে থাকে । অভিযোগ, BJP কর্মীদের মারধরও করা হয়। পরে BJP সাংসদ অর্জুন সিং সেখানে পৌঁছান।
জখম কর্মীদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় । এরপর অর্জুন দলীয় কর্মীদের নিয়ে মিছিল শুরু করলে পুলিশ সেই মিছিল আটকানোর চেষ্টা করে । যদিও BJP কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যায় ।
অর্জুন সিংয়ের ছেলে পবন সিং বলেন, "আমরা মিছিল করব বলেছিলাম । তার আগেই তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে । বোমাবাজি করেছে । আমাদের কয়েকজন কর্মী জখম হয়েছেন । আমরা থেমে থাকব না । আমরাও লড়াই চালিয়ে যাব ।"
সাংসদ অর্জুন সিংকে আজকের হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, "আমাদের মিছিল আটকানোর জন্য পুলিশ ও গুন্ডাদের পথে নামিয়েছে তৃণমূল । যখন ওরা আমাদের রুখতে পারল না, তখন বোমাবাজি করল । গুলি চালাল । আমাদের মহিলাদের মারধর করল । আজ বাংলায় যা চলছে, তা ইংরেজ শাসনকেও হার মানায় ।"
যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই BJP মিছিল করছিল । তবে অর্জুনের বক্তব্য, "আমরা অনুমতি চেয়েছিলাম । আমাদের অনুমতি দেওয়া হয়নি । তৃণমূল কি অনুমতি নিয়ে মিছিল করে ?"