বনগাঁ, 26 জুলাই: কয়েক ঘণ্টার ব্যবধানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জয়ী দুই পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার দুপুরে দল ছেড়েছেন উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডহরপোতার পঞ্চায়েত সদস্য রুমা মণ্ডল । রাতে দল ছাড়লেন স্বরূপনগর ব্লকের বাঙলানি গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা ঢালি । তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা কার্যালয়ে তাদের হতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস । রুমার যোগদানে রণঘাট গ্রাম পঞ্চায়েত হাতে পেল তৃণমূল । বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তাদের পঞ্চায়েত সদস্যদের ভয় ও প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছে ।
তৃণমূল সূত্রে খবর, রণঘাট পঞ্চায়েতে মোট আসন 30টি । পঞ্চায়েত নির্বাচনে 15টি আসনে জয়ী হয়েছে তৃণমূল । বিজেপির দখলে আসে 12টি ৷ সিপিএম জয়ী হয় 3টি আসনে । ফলে তৃণমূলের ম্যাজিক ফিগারের জন্য প্রয়োজন ছিল একজন সদস্য । ম্যাজিক ফিগার না হলে তৃণমূল পঞ্চায়েত গঠন করতে পারবে না । মঙ্গলবার রুমা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগারে পৌঁছল তৃণমূল । তাদের পঞ্চায়েত সদস্য 15 থেকে বেড়ে হল 16 ৷ অন্যদিকে বিজেপির একজন কমে সদস্য সংখ্যা হল 11।
কিন্তু বাংলানি গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা ঢালি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েতে তেমন কোনও পরিবর্তন হয়নি । ওই গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30টি । যার মধ্যে তৃণমূল 24টি আসন পেয়েছে, বিজেপি পেয়েছে দু'টি, সিপিআইএম একটি এবং নির্দল তিনটি আসন পেয়েছে । রেখা দেবীর তৃণমূলে যোগদান করার ফলে ওই পঞ্চায়েতে তৃণমূল সদস্য সংখ্যা হল 25 জন এবং বিজেপির সদস্য সংখ্যা কমে একজনে দাঁড়ালো ।
তৃণমূলে যোগ দিয়ে রুমা বলেন, "আমি আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ছিলাম । তাঁর কাজে আকৃষ্ট ছিলাম । কিন্তু তৃণমূলের টিকিট না পাওয়ায় বিজেপি থেকে জয়লাভ করে তৃণমূলে যোগ দিলাম । আগামী দিনে সকলের সঙ্গে মিলে মানুষের কাজ করব ।" রেখার কথায়, "আমাদের গ্রামে আগে বিজেপির সদস্য ছিল । তিনি কোনও কাজ দেখাতে পারেনি । সেই কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলাম । আগামী দিনে এলাকার মানুষের জন্য কাজ করব ।"
আরও পড়ুন: সিপিএমের জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে, গ্রাম পঞ্চায়েত ঘাসফুলের
বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদান নিয়ে শাসকদলের বিরুদ্ধে ভয় দেখানো অভিযোগ তুলেছে বিজেপি । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, "রণঘাট পঞ্চায়েতের সদস্যকে তৃণমূল ভয় এবং লোভ দেখিয়ে নিয়েছে । তৃণমূল সর্বত্র এটাই করছে। তবে ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে একটা কর্মীও যাবে না । লোকসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবে ।" এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "আমরা দরজা খুলে দিলে বিজেপির কিছু থাকবে না । কিন্তু আমরা সবাইকে নেব না। বেছে বেছে নেব । সাংগঠনিক জেলায় 53টি পঞ্চায়েতের মধ্যে 53টিই আমাদের হবে ৷ শুধু সময়ের অপেক্ষা ।"