ETV Bharat / state

সোদপুরের অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি

অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি ৷ পার্টি অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্সে চারটি বোমা মারার চিহ্ন। তৃণমূল-বিজেপি সংঘর্ষ তুঙ্গে ৷

sodpur
author img

By

Published : Nov 13, 2019, 11:42 PM IST

সোদপুর, 13 নভেম্বর: মধ্যরাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করল কিছু দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার সোদপুর-মধ্যমগ্রাম রোডের অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি ঘটে ৷ বুধবার সকালে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা পার্টি অফিস দেখতে আসেন ৷ তাদের দলীয় কার্যালয়ের দরজার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে চারটি বোমা মারার চিহ্ন দেখা যায় ৷ খবর পেয়েই খরদহ থানার পুলিশ তদন্তে নেমেছে । ওই এলাকায় বোমাবাজির কান্ডে তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে ৷

সামনেই পৌরনির্বাচন, তাই দলীয় উন্মাদনা বেশ তুঙ্গে ৷ বেশ কয়েকদিন ধরেই তৃণমূলৃ-BJP সংঘর্ষ চলছে ৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ BJP শান্ত পানিহাটিতে অশান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজ করে চলেছে । অপরদিকে BJP নেতৃত্ব জানাচ্ছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । এই বোমাবাজি ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই । তৃণমূল-BJP সংঘর্ষে গোটা পানিহাটিতে এখন রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে ।

সোদপুর, 13 নভেম্বর: মধ্যরাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করল কিছু দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার সোদপুর-মধ্যমগ্রাম রোডের অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি ঘটে ৷ বুধবার সকালে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা পার্টি অফিস দেখতে আসেন ৷ তাদের দলীয় কার্যালয়ের দরজার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে চারটি বোমা মারার চিহ্ন দেখা যায় ৷ খবর পেয়েই খরদহ থানার পুলিশ তদন্তে নেমেছে । ওই এলাকায় বোমাবাজির কান্ডে তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে ৷

সামনেই পৌরনির্বাচন, তাই দলীয় উন্মাদনা বেশ তুঙ্গে ৷ বেশ কয়েকদিন ধরেই তৃণমূলৃ-BJP সংঘর্ষ চলছে ৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ BJP শান্ত পানিহাটিতে অশান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজ করে চলেছে । অপরদিকে BJP নেতৃত্ব জানাচ্ছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । এই বোমাবাজি ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই । তৃণমূল-BJP সংঘর্ষে গোটা পানিহাটিতে এখন রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে ।

Intro:Body:সোদপুর মধ্যমগ্রাম রোডের অমরাবতী মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে গতকাল মধ্যরাতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। আজ সকালে তৃণমূল নেতৃত্ব খবর পেয়ে পার্টি অফিসে এসে দেখেন অফিসের দরজার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্সে চারটি বোমা মারার চিহ্ন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল জুড়ে। খরদহ থানার পুলিশ শুরু করেছে তদন্তের কাজ।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি শান্ত পানিহাটিতে অশান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজ করে চলেছে। অপরদিকে বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।সব মিলিয়ে গত পরশুদিন গলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা রয়েছে গোটা পানিহাটি জুড়ে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.