বনগাঁ, 5 সেপ্টেম্বর : বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোটে জয়ী তৃণমূল ৷ বিরোধীরা অনাস্থা প্রস্তাব ডেকেছিল ৷ হাইকোর্টের নির্দেশে আজ জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট হয় ৷ জেলশাসক চৈতালি চক্রবর্তী এই ভোটের ফলাফল ঘোষণা করে জানান, 14-0 শূন্য ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷
আজ অনাস্থা ভোটে শাসকদল তৃণমূলের সমর্থনে 14টি ভোট পড়েছে ৷ তৃণমূলের 13 জন কাউন্সিলরই আজ জেলাশাসকের দপ্তরে অনাস্থা ভোটে অংশগ্রহণ করেন ৷ কংগ্রেসের কাউন্সিলর শাসকদলকে সমর্থন করায় তৃণমূলের ঝুলিতে যায় 14টি ভোট ৷ অন্যদিকে, BJP-র সাত কাউন্সিলর এদিনের অনাস্থা ভোটে অংশগ্রহণ করেননি ৷ অনুপস্থিত ছিলেন বাম কাউন্সিলরও ৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল ৷ যদিও BJP কাউন্সিলররা জানান, নিরাপত্তার অভাবে তাঁরা অনাস্থা ভোটে অংশগ্রহণ করতে পারেননি ৷ তাঁদের আরও অভিযোগ, হাইকোর্ট পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছিল ৷ এমনকী তাঁদের কঠোর নিরাপত্তা দিয়ে জেলাশাসকের দপ্তরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু পুলিশ হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৷ পুলিশের পালটা বক্তব্য, BJP কাউন্সিলরদের নিরাপত্তার ব্যবস্থা করে ফোন করা হলেও তাঁরা কোনও সাড়া দেননি ৷
আরও পড়ুন : কড়া নিরাপত্তায় আজ ফের বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট
আরও পড়ুন : বনগাঁ পৌরসভা নিয়ে ফের হাইকোর্টে BJP
বনগাঁ পৌরসভায় মোট আসন 22টি । জুনে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা চেয়ে বনগাঁর মহকুমাশাসকের কাছে আবেদন করেন । তারপরই 12 জন তৃণমূল কাউন্সিলর দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । 16 জুলাই বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট হয় । ওই দিন ব্যাপক গন্ডগোল হয় । BJP ও তৃণমূল দু'পক্ষই আস্থাভোটে জয়ী হয়েছে বলে দাবি করে । মামলা গড়ায় হাইকোর্টে । আদালত দু'তরফের দাবি খারিজ করে দেয় । 26 অগাস্ট বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন যে জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট করাতে হবে । পুলিশ সুপারকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল 11টায় জেলাশাসকের কার্যালয়ে অনাস্থা ভোট হয় ৷ ইতিমধ্যে BJP-তে যোগ দেওয়া 5 তৃণমূল কাউন্সিলর আবার দলে ফিরে এসেছেন ৷ ফলে এখন তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এখন 13 ৷ আজ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে তৃণমূল পৌরসভার ক্ষমতা দখল করে ৷