ETV Bharat / state

ম্যাথুর থেকে টাকা নিয়েছি, রসিদ আছে; বললেন কাকলি

চাঁদা নিলে কি বিল দেওয়া হয় না? সেরকম নির্বাচনের কাজে 1 লাখ, 2 লাখ টাকা নেওয়া যেতে পারে ৷ আমি কেন্দ্রীয় নির্বাচনের কাছে সমস্ত কিছুই জমা দিয়েছি ৷"

ম্যাথুর থেকে টাকা নিয়েছি, রসিদ আছে; বললেন কাকলি
author img

By

Published : Sep 28, 2019, 6:55 PM IST

বারাসত, 28 সেপ্টেম্বর : নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার৷ তবে তাঁর বক্তব্য, চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছিলেন ৷ তাঁর কথায়, নির্বাচনে লড়তে হলে সারা পৃথিবীতে প্রত্যেক রাজনৈতিক দলের চাঁদার প্রয়োজন হয় ৷ তিনিও চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছেন ৷ টাকা নেওয়ার রসিদও তাঁর কাছে আছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ ৷

নারদকাণ্ডে টাকা নেওয়ার ফুটেজের সত্যতাও স্বীকার করে নিয়েছেন তিনি ৷ আজ দুপুরে বারাসত জেলা হাসপাতালের নবনির্মিত ব্লাড ব্যাঙ্কের উদ্ধোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ কাকলি ঘোষদস্তিদার ৷ উদ্বোধনে হাজির ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী, হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল, পৌরসভার প্রধান সুনীল মুখার্জি প্রমুখ ৷

চাঁদা নিলে কি বিল দেওয়া হয় না? সেরকম নির্বাচনের কাজে 1 লাখ, 2 লাখ টাকা নেওয়া যেতে পারে ৷ আমি কেন্দ্রীয় নির্বাচনের কাছে সমস্ত কিছুই জমা দিয়েছি ৷"

তৃণমূল সাংসদকে নারদকাণ্ডে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তা স্বীকার করে বলেন,"নির্বাচন লড়তে প্রত্যেক রাজনৈতিক দলেরই চাঁদার প্রয়োজন হয় ৷ আমি চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছিলাম ৷ আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে ৷ তা জমাও দিয়েছি ৷ এটা আদালতের বিচারাধীন বিষয় ৷ এর বাইরে আমি কী কী নিয়েছি,আর কী দিয়েছি সেটা বলতে পারব না ৷ এখন তার তদন্ত চলছে ৷ "

আবারও নারদকাণ্ডের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল এই সাংসদ ৷ তাঁর কথায়,"একটা ষড়যন্ত্র হয়েছিল ৷ সেই ষড়যন্ত্রে অনেকেই জড়িয়ে পড়েছেন ৷ আদালতের নির্দেশে এখন তার‌ই তদন্ত চলছে ৷ আমার বিশ্বাস, সেই ষড়যন্ত্র থেকে সঠিকটা বেরিয়ে আসবে ৷ আদালতের নির্দেশে আমি তদন্তে সব রকমের সহযোগিতা করেছি ৷ "

নারদকাণ্ডে IPS মির্জ়াকে গ্রেপ্তার করা হয়েছে ৷ মুকুল রায়কেও তলব করা হয়েছে ৷ কাকলিকেও CBI ডেকেছিল৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কারও দ্বারা প্রভাবিত হচ্ছে?এর উত্তরে তৃণমূল সাংসদ বলেন,"একটা তদন্ত চলছে৷''

কাকলিদেবীর বক্তব্য, কিছু মানুষের ও বিশেষ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল ৷ কে ষড়যন্ত্র করেছিল?এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেটা তদন্ত শেষ হলেই বেরোবে ৷ এখনও তদন্ত শেষ হয়নি ৷ মাঝপথে এভাবে কোন‌ও কিছুর বিষয়ে বলা সম্ভব নয় ৷ কোনও কিছু হলে তার তদন্ত হয় ৷ এটাও তার থেকে বেশি কিছু নয় ৷''

এরপর, তৃণমূল সাংসদকে ম্যাথুর থেকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"চাঁদা হিসেবেই আমি টাকা নিয়েছিলাম ৷ তার রসিদও আমার কাছে রয়েছে ৷ "এরপর‌ই তাঁর প্রশ্ন, ''দুর্গাপূজায় কি চাঁদা নেওয়া হয় না? চাঁদা নিলে কি বিল দেওয়া হয় না? সেরকম নির্বাচনের কাজে 1 লাখ, 2 লাখ টাকা নেওয়া যেতে পারে ৷ আমি কেন্দ্রীয় নির্বাচনের কাছে সমস্ত কিছুই জমা দিয়েছি ৷"

নারদকাণ্ডে দলের মধ্যেই কি কোন‌ও ষড়যন্ত্র ছিল?এর উত্তরে তৃণমূল সাংসদের জবাব, "আদালতের বিচারাধীন বিষয় নিয়ে এর বেশি কিছু বলব না ৷" হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিষয়ে তিনি বলেন, "ব্লাড ব্যাঙ্ক আগেই হাসপাতালে ছিল ৷ কিন্তু, কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হল আজ থেকে ৷ ''

তৃণমূল সাংসদের কথায়, এর ফলে হাসপাতালের পরিষেবা আরও বাড়বে ৷ গত 8 বছরে যে পরিষেবা দেওয়া হয়েছে তা অভাবনীয় ৷ হাসপাতালের মেডিকেল কলেজের বিষয়ে তিনি বলেন,"আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল ৷ কাল থেকে কাজ শুরু হবে ৷ এক বছরের মধ্যে কাজ শেষ হলে এখানেই ক্লাস শুরু করা যাবে ৷'' মেডিকেল কলেজ সম্পূর্ণ রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় তৈরি হবে বলেও জানান তৃণমূল সাংসদ ৷

বারাসত, 28 সেপ্টেম্বর : নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার৷ তবে তাঁর বক্তব্য, চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছিলেন ৷ তাঁর কথায়, নির্বাচনে লড়তে হলে সারা পৃথিবীতে প্রত্যেক রাজনৈতিক দলের চাঁদার প্রয়োজন হয় ৷ তিনিও চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছেন ৷ টাকা নেওয়ার রসিদও তাঁর কাছে আছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ ৷

নারদকাণ্ডে টাকা নেওয়ার ফুটেজের সত্যতাও স্বীকার করে নিয়েছেন তিনি ৷ আজ দুপুরে বারাসত জেলা হাসপাতালের নবনির্মিত ব্লাড ব্যাঙ্কের উদ্ধোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ কাকলি ঘোষদস্তিদার ৷ উদ্বোধনে হাজির ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী, হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল, পৌরসভার প্রধান সুনীল মুখার্জি প্রমুখ ৷

চাঁদা নিলে কি বিল দেওয়া হয় না? সেরকম নির্বাচনের কাজে 1 লাখ, 2 লাখ টাকা নেওয়া যেতে পারে ৷ আমি কেন্দ্রীয় নির্বাচনের কাছে সমস্ত কিছুই জমা দিয়েছি ৷"

তৃণমূল সাংসদকে নারদকাণ্ডে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তা স্বীকার করে বলেন,"নির্বাচন লড়তে প্রত্যেক রাজনৈতিক দলেরই চাঁদার প্রয়োজন হয় ৷ আমি চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছিলাম ৷ আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে ৷ তা জমাও দিয়েছি ৷ এটা আদালতের বিচারাধীন বিষয় ৷ এর বাইরে আমি কী কী নিয়েছি,আর কী দিয়েছি সেটা বলতে পারব না ৷ এখন তার তদন্ত চলছে ৷ "

আবারও নারদকাণ্ডের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল এই সাংসদ ৷ তাঁর কথায়,"একটা ষড়যন্ত্র হয়েছিল ৷ সেই ষড়যন্ত্রে অনেকেই জড়িয়ে পড়েছেন ৷ আদালতের নির্দেশে এখন তার‌ই তদন্ত চলছে ৷ আমার বিশ্বাস, সেই ষড়যন্ত্র থেকে সঠিকটা বেরিয়ে আসবে ৷ আদালতের নির্দেশে আমি তদন্তে সব রকমের সহযোগিতা করেছি ৷ "

নারদকাণ্ডে IPS মির্জ়াকে গ্রেপ্তার করা হয়েছে ৷ মুকুল রায়কেও তলব করা হয়েছে ৷ কাকলিকেও CBI ডেকেছিল৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কারও দ্বারা প্রভাবিত হচ্ছে?এর উত্তরে তৃণমূল সাংসদ বলেন,"একটা তদন্ত চলছে৷''

কাকলিদেবীর বক্তব্য, কিছু মানুষের ও বিশেষ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল ৷ কে ষড়যন্ত্র করেছিল?এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেটা তদন্ত শেষ হলেই বেরোবে ৷ এখনও তদন্ত শেষ হয়নি ৷ মাঝপথে এভাবে কোন‌ও কিছুর বিষয়ে বলা সম্ভব নয় ৷ কোনও কিছু হলে তার তদন্ত হয় ৷ এটাও তার থেকে বেশি কিছু নয় ৷''

এরপর, তৃণমূল সাংসদকে ম্যাথুর থেকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"চাঁদা হিসেবেই আমি টাকা নিয়েছিলাম ৷ তার রসিদও আমার কাছে রয়েছে ৷ "এরপর‌ই তাঁর প্রশ্ন, ''দুর্গাপূজায় কি চাঁদা নেওয়া হয় না? চাঁদা নিলে কি বিল দেওয়া হয় না? সেরকম নির্বাচনের কাজে 1 লাখ, 2 লাখ টাকা নেওয়া যেতে পারে ৷ আমি কেন্দ্রীয় নির্বাচনের কাছে সমস্ত কিছুই জমা দিয়েছি ৷"

নারদকাণ্ডে দলের মধ্যেই কি কোন‌ও ষড়যন্ত্র ছিল?এর উত্তরে তৃণমূল সাংসদের জবাব, "আদালতের বিচারাধীন বিষয় নিয়ে এর বেশি কিছু বলব না ৷" হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিষয়ে তিনি বলেন, "ব্লাড ব্যাঙ্ক আগেই হাসপাতালে ছিল ৷ কিন্তু, কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হল আজ থেকে ৷ ''

তৃণমূল সাংসদের কথায়, এর ফলে হাসপাতালের পরিষেবা আরও বাড়বে ৷ গত 8 বছরে যে পরিষেবা দেওয়া হয়েছে তা অভাবনীয় ৷ হাসপাতালের মেডিকেল কলেজের বিষয়ে তিনি বলেন,"আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল ৷ কাল থেকে কাজ শুরু হবে ৷ এক বছরের মধ্যে কাজ শেষ হলে এখানেই ক্লাস শুরু করা যাবে ৷'' মেডিকেল কলেজ সম্পূর্ণ রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় তৈরি হবে বলেও জানান তৃণমূল সাংসদ ৷

Intro:নারদ কান্ডে ম‍্যাথু স্যামুয়েলসের কাছ থেকে টাকা নেওয়ার কথা অবশেষে স্বীকার করলেন তৃনমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার!বলেন, নির্বাচনে লড়তে হলে সারা পৃথিবীতে প্রত‍্যেক রাজনৈতিক দলের চাঁদার প্রয়োজন হয়!আমিও চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছি!টাকা নেওয়ার রিসিট‌ও তাঁর কাছে আছে বলে দাবি করেছেন তৃনমূল সাংসদ!নারদ কান্ডে টাকা নেওয়ার ফুটেজের সত‍্যতাও স্বীকার করে নিয়েছেন তিনি!Body:রাজু বিশ্বাস,বারাসত:-নারদ কান্ডে ম‍্যাথু স্যামুয়েলসের কাছ থেকে টাকা নেওয়ার কথা অবশেষে স্বীকার করলেন তৃনমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার!বলেন,"চাঁদা হিসেবেই আমি সেই টাকা নিয়েছি!টাকা নেওয়ার রিসিট‌ও দেওয়া হয়েছে!সেই তথ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা রয়েছে!আজ দুপুরে বারাসত জেলা হাসপাতালের নবনির্মিত ব্লাড ব্যাংকের উদ্ধোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার! উদ্ধোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী, হাসপাতালের সুপার সুব্রত মন্ডল, পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী প্রমুখ!এরপর‌ই, তৃনমূল সাংসদকে নারদ কান্ডে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তা স্বীকার করে বলেন,"নির্বাচন লড়তে প্রত‍্যেক রাজনৈতিক দলেরই চাঁদার প্রয়োজন হয়!আমি চাঁদা হিসেবেই সেই টাকা নিয়েছিলাম!আমার কাছে সমস্ত প্রমান রয়েছে!তা জমাও দিয়েছি!এটা আদালতের বিচারাধীন বিষয়!এর বাইরে আমি কি কি নেয়েছি,আর কি কি দিয়েছি সেটা বলতে পারব না!এখন তার তদন্ত চলছে"! আবারও নারদ কান্ডের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার! তাঁর কথায়,"একটা ষড়যন্ত্র হয়েছিল!সেই ষড়যন্ত্রে অনেকেই জড়িয়ে পড়েছেন! আদালতের নির্দেশে এখন তার‌ই তদন্ত চলছে!আমার বিশ্বাস,সেই ষড়যন্ত্র থেকে সঠিকটা বেরিয়ে আসবে! আদালতের নির্দেশে আমি তদন্তে সব রকমের সহযোগিতা করেছি"!নারদ কান্ডে আইপিএস এস এইচ মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে!মুকুল রায়কেও তলব করা হয়েছে! আপনাকেও সিবিআই ডেকেছিল! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে?এর উত্তরে তৃনমূল সাংসদ বলেন,"একটা তদন্ত চলছে!সেটা আদালতের নির্দেশে ষড়যন্ত্রের! ষড়যন্ত্র কিছু মানুষের ও বিশেষ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়েছিল"!কে ষড়যন্ত্র করেছিল?এই প্রশ্নের জবাবে তিনি বলেন,"সেটা তদন্ত শেষ হলেই বেরবে! এখনও তদন্ত শেষ হয়নি! মাঝপথে এভাবে কোন‌ও কিছুর বিষয়ে বলা সম্ভব নয়! কোনও কিছু হলে তার তদন্ত হয়!এটাও তার থেকে বেশি কিছু নয়"!এরপর, তৃনমূল সাংসদকে ম‍্যাথুর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"চাঁদা হিসেবেই আমি টাকা নিয়েছিলাম!তার রিসিট‌ও আমার কাছে রয়েছে"!এরপর‌ই তাঁর প্রশ্ন, দূর্গাপূজোয় কি চাঁদা নেওয়া হয়না? চাঁদা নিলে কি বিল দেওয়া হয়না?সেরকম ইলেকশনের কাজে ১ লাখ,২লাখ টাকা নেওয়া যেতে পারে!আমি কেন্দ্রীয় নির্বাচনের কাছে সমস্ত কিছুই জমা দিয়েছি"!নারদ কান্ডে দলের মধ্যেই কি কোন‌ও ষড়যন্ত্র ছিল?এর উত্তরে তৃনমূল সাংসদের জবাব,"আমার সেরকম কিছু মনে হচ্ছে না!যেটাই হোক সেটা তদন্তের পর‌ই সামনে আসবে! আদালতের বিচারাধীন বিষয় নিয়ে এর বেশি কিছু বলব না"! হাসপাতালের ব্লাড ব্যাংকের বিষয়ে তিনি বলেন,"ব্লাড ব্যাংক আগেই হাসপাতালে ছিল! কিন্তু, তখন রক্তের প্লেট লেট হতনা! কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হল আজ থেকে! তৃনমূল সাংসদের কথায়,এর ফলে হাসপাতালের পরিষেবা আরও বাড়বে!গত ৮ বছরে যে পরিষেবা দেওয়া হয়েছে তা অভাবনীয়! হাসপাতালের মেডিকেল কলেজের বিষয়ে তিনি বলেন,"আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল!কাল থেকে কাজ শুরু হবে!এক বছরের মধ্যে কাজ শেষ হলে এখানেই ক্লাস শুরু করা যাবে! মেডিকেল কলেজ সম্পূর্ন রাজ‍্য সরকারের আর্থিক সহযোগিতায় তৈরি হবে বলেও জানান তৃনমূল সাংসদ!Conclusion:হাসপাতালের পরিষেবার বিষয়ে তৃনমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন,"গত ৮ বছরে যে পরিষেবা দেওয়া হয়েছে তা এককথায় অভাবনীয়!সেটা হাসপাতালের বেড বাড়ানো থেকে উন্নত সরঞ্জাম প্রদান!সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন!ব্লাড ব্যাংকের আধুনিকরনের বিষয়ে তিনি বলেন,"হাসপাতালের ব্লাড ব্যাংক আগেই ছিল!আজ সেটা নবসাজে হল! এখানে আগে রক্তের প্লেট লেট হতনা!বাইরে কিংবা রাজ‍্য সরকারের দিকে তাকিয়ে থাকত হত!এখন সেটা এখানেই হবে! তারজন্য কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু করা হল! হাসপাতালের মেডিকেল কলেজের কাজ আগামী একবছরের মধ্যে শেষ হয়ে যাবে বলেও আশাবাদী তৃনমূল সাংসদ!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.