সন্দেশখালি, 9 জানুয়ারি: 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ৷ শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে তিনি অভিযোগ করেন, "বিজেপিতে যেতে রাজি না হওয়ার কারণেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি-কে আনিয়েছিল শুভেন্দু অধিকারী ৷" রাজনৈতিক মহলের একাংশের দাবি, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো তৃণমূল নেতা শাহজাহানের ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷
তাঁর অভিযোগের পালটা জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার দেগঙ্গার সভা শেষে তিনি বলেন, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে শোষণতন্ত্র শেষ হওয়ার যন্ত্রণা থেকেই তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে ৷
এর মধ্যেই এবার শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে সরব হলেন সুকুমার ৷ মঙ্গলবার সাংবাদিকদের তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "সোশাল মিডিয়ায় শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি ভাইরাল হচ্ছে ৷ লোকে বলছে শুভেন্দুর সঙ্গে শাহজাহানের এত ভালো সম্পর্ক যেখানে, সেখানে ইডি কীভাবে তাঁর বাড়িতে হানা দেয় ৷ এও শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারী নাকি শাহজাহানকে বিজেপিতে যোগদান করতে বলেছিলেন ৷ কিন্তু তিনি বিজেপিতে যোগ দিতে না চাননি ৷ সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসা চলছে সন্দেশখালি জুড়ে ৷" রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানের যোগের কথাও মানতে চাননি সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ৷ তাঁর কথায়, "শেখ শাহজাহান না তো রেশন ডিলার, না রেশনের চাল সরবরাহ করেন ৷ তাই এই দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷"
এদিকে, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর এই দাবি কার্যত উড়িয়ে পাল্টা তাঁকেই নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন দেগঙ্গা থেকে সাংবাদিকদের তিনি বলেন, "তৃণমূল সরকারে সেচমন্ত্রী থাকাকালীন সন্দেশখালিতে নদীবাঁধ জোড়ার কাজ করতে গিয়েছিলাম ৷ তিনি (শাহজাহান) তখনও সন্দেশখালির বেতাজ বাদশা ছিলেন ৷ সুকুমার মাহাতোর পিএ চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন ৷"
শুক্রবার, 5 জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে হামলার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা ৷ সেই ঘটনায় এক ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ মারমুখী জনতার সামনে পিছু হটতে হয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ৷ এরপরই জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ ৷ এরপর থেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন শেখ শাহজাহান ৷ এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি ৷
আরও পড়ুন: