ETV Bharat / state

Subodh Adhikary CBI Appearence: চিটফান্ড মামলায় হাজিরা দিতে সিবিআইয়ের কাছে ফের সময় চাইলেন সুবোধ - সুবোধ অধিকারী

সিবিআই বীজপুরের তৃণমূল বিধায়ককে দ্বিতীয়বার ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ আজ সকাল 10টায় তাঁর সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি আরও সময় চাইলেন (Subodh Adhikary CBI News) ৷ তাঁর সম্পত্তির উৎস জানতেই তলব করেছিল সিবিআই ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 7, 2022, 11:37 AM IST

Updated : Sep 7, 2022, 12:44 PM IST

বীজপুর (হালিশহর), 7 সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় সিবিআইয়ের কাছে দ্বিতীয়বার সময় চাইলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারী । আজ সকাল দশটায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় । কিন্তু হাজিরা না দিয়ে তাঁর আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠান এবং অতিরিক্ত সময় চেয়েছেন (Bijpur TMC MLA Subodh Adhikary wants more time from CBI) ৷ প্রথমবার সুবোধ অধিকারীকে তলব করার পর তিনি সিবিআইয়ের কাছ থেকে 15 দিনের সময় চেয়েছিলেন । কিন্তু সেই সময় না দিয়েই তৃণমূল নেতাকে দ্বিতীয় বারের নোটিস পাঠায় সিবিআই ৷ বুধবার আরও সময় চাইলেন তৃণমূল বিধায়ক ।

সন্মার্গ চিট ফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু সাহানি ৷ তিনি আবার হালিশহর পৌরসভার পৌরপ্রধান । সেই ঘটনার তদন্তে নেমে 4 অগস্ট, রবিবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এদিন হালিশহরের মোট 6 টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, তবে দীর্ঘ 10 ঘণ্টার পর ফাঁকা হাতেই ফিরতে হয়েছে সিবিআই কর্তাদের (CBI gives NIL Certificate after to Bijpur TMC MLA House) ।

আরও পড়ুন: "সিবিআইকে এক ইঞ্চিও দোষ দিই না", বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে মত মন্ত্রী পার্থর

তবে সূত্রে জানা গিয়েছে, সুবোধ অধিকারীর হালিশহর এবং উত্তর কলকাতার একাধিক ফ্ল্যাটে, একাধিক অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল তথ্য সংগ্রহ করেছে সিবিআই । তৃণমূল বিধায়ক কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন, তা জানতে তাঁকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল । এবার তৃতীয় দফায় নোটিশ পাঠানো হবে কি না, এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, বলেই জানা গিয়েছে ।

রবিবার সিবিআই তল্লাশির কিছুক্ষণ পরেই সুবোধ অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । সাংবাদিকদের তিনি বলেন, "সিবিআই (CBI) অফিসারদের আমি এক ইঞ্চি দোষ দিই না ৷ তাঁদের উপর রাজনৈতিক চাপ আছে ৷ তাই তাঁর বাধ্য হচ্ছেন ৷" তল্লাশিতে সিবিআই কিছু পেয়েছে কি না, তার উত্তরে মন্ত্রী বলেন, "পেলে কী করত, আপনারা জানেন না !" বিধায়াক সুবোধ অধিকারী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ তাই মন্ত্রী পার্থ ভৌমিক যা বলার বলে দিয়েছেন ৷ তাঁর কোনও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেনি সিবিআই (Central Bureau of Investigation) ৷ বীজপুরের বিধায়ক বলেন, "আমার এবং আমার স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ৷ কোথাও কিছু না পেয়ে প্রতিটি বাড়িতে 'NIL' লিখে আমাদের কাগজ জমা দিয়ে দিয়েছে ৷"

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা

বীজপুর (হালিশহর), 7 সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় সিবিআইয়ের কাছে দ্বিতীয়বার সময় চাইলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারী । আজ সকাল দশটায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় । কিন্তু হাজিরা না দিয়ে তাঁর আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠান এবং অতিরিক্ত সময় চেয়েছেন (Bijpur TMC MLA Subodh Adhikary wants more time from CBI) ৷ প্রথমবার সুবোধ অধিকারীকে তলব করার পর তিনি সিবিআইয়ের কাছ থেকে 15 দিনের সময় চেয়েছিলেন । কিন্তু সেই সময় না দিয়েই তৃণমূল নেতাকে দ্বিতীয় বারের নোটিস পাঠায় সিবিআই ৷ বুধবার আরও সময় চাইলেন তৃণমূল বিধায়ক ।

সন্মার্গ চিট ফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু সাহানি ৷ তিনি আবার হালিশহর পৌরসভার পৌরপ্রধান । সেই ঘটনার তদন্তে নেমে 4 অগস্ট, রবিবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এদিন হালিশহরের মোট 6 টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, তবে দীর্ঘ 10 ঘণ্টার পর ফাঁকা হাতেই ফিরতে হয়েছে সিবিআই কর্তাদের (CBI gives NIL Certificate after to Bijpur TMC MLA House) ।

আরও পড়ুন: "সিবিআইকে এক ইঞ্চিও দোষ দিই না", বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে মত মন্ত্রী পার্থর

তবে সূত্রে জানা গিয়েছে, সুবোধ অধিকারীর হালিশহর এবং উত্তর কলকাতার একাধিক ফ্ল্যাটে, একাধিক অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল তথ্য সংগ্রহ করেছে সিবিআই । তৃণমূল বিধায়ক কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন, তা জানতে তাঁকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল । এবার তৃতীয় দফায় নোটিশ পাঠানো হবে কি না, এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, বলেই জানা গিয়েছে ।

রবিবার সিবিআই তল্লাশির কিছুক্ষণ পরেই সুবোধ অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । সাংবাদিকদের তিনি বলেন, "সিবিআই (CBI) অফিসারদের আমি এক ইঞ্চি দোষ দিই না ৷ তাঁদের উপর রাজনৈতিক চাপ আছে ৷ তাই তাঁর বাধ্য হচ্ছেন ৷" তল্লাশিতে সিবিআই কিছু পেয়েছে কি না, তার উত্তরে মন্ত্রী বলেন, "পেলে কী করত, আপনারা জানেন না !" বিধায়াক সুবোধ অধিকারী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ তাই মন্ত্রী পার্থ ভৌমিক যা বলার বলে দিয়েছেন ৷ তাঁর কোনও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেনি সিবিআই (Central Bureau of Investigation) ৷ বীজপুরের বিধায়ক বলেন, "আমার এবং আমার স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ৷ কোথাও কিছু না পেয়ে প্রতিটি বাড়িতে 'NIL' লিখে আমাদের কাগজ জমা দিয়ে দিয়েছে ৷"

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা

Last Updated : Sep 7, 2022, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.