ETV Bharat / state

মাছ ও সবজি বাজার স্যানিটাইজিংয়ে হাত লাগালেন বিধায়ক - tmc mla saptarshi banerjee

করোনা সংক্রমণ ঠেকাতে রবিবার থেকে 14 দিনের জন্য রাজ্যে চলবে কড়া বিধিনিষেধ ৷ কার্যত লকডাউন ৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে ।

bashirhat market sanitized tmc mla
bashirhat market sanitized tmc mla
author img

By

Published : May 15, 2021, 8:07 PM IST

Updated : May 15, 2021, 8:57 PM IST

বসিরহাট, 15 মে : এলাকা স্যানিটাইজ করার কাজে নেমে পড়লেন এলাকার বিধায়ক ৷ দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বসিরহাটে মাছ ও সবজি বাজার স্যানিটাইজার করলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার বার্তাও দিলেন শাসকদলের এই চিকিৎসক বিধায়ক । তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন বসিরহাটের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই ।

করোনা সংক্রমণ ঠেকাতে রবিবার থেকে 14 দিনের জন্য রাজ্যে চলবে কড়া বিধিনিষেধ ৷ কার্যত লকডাউন ৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে । সময় বেঁধে সকালে মাত্র তিন ঘণ্টার জন্য ছাড় দেওয়া হয়েছে সবজি এবং মাছের বাজারে । চিকিৎসক মহলের একাংশের ধারণা, রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের পিছনে অনেকাংশই দায়ী করোনার বিধিনিষেধ না মেনে বাজারঘাটে অযাচিত মানুষের ভিড় করা । সংক্রমণের নিরিখে এই মুহূর্তে কলকাতা ও উত্তর 24 পরগনা জেলা সবচেয়ে বড় মাথাব্যথার কারণ প্রশাসনের কাছে । গড়ে প্রতিদিন এই দুই জেলা থেকে প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন । বসিরহাট স্বাস্থ্য জেলার ছবিটাও খুব একটা আশাব্যঞ্জক নয় । প্রতিদিন প্রায় শতাধিক মানুষ সংক্রমিত হচ্ছেন । তাই সংক্রমণ রুখতে পথে নেমে বাজার এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ নিলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় । শনিবার দুপুরে দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বসিরহাটের নতুন বাজার স্যানিটাইজ করেন তিনি । সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা এবং কর্মীরা ।

মাছ ও সবজি বাজার স্যানিটাইজিংয়ে হাত লাগালেন বিধায়ক

আরও পড়ুন : বন্ধ থাকবে মদের দোকান, 15 দিনের রসদ গোছাতে ব্যস্ত সুরাপ্রেমীরা

এই বিষয়ে সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, "সংক্রমণ ঠেকাতে মাছের বাজার ও নতুন সবজি বাজার স্যানিটাইজ করলাম ৷ চিকিৎসক হিসেবে মানুষের কাছে আবেদন, অযথা আতঙ্কিত হবেন না । করোনার বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলুন । সরকার আপনাদের পাশে রয়েছে ৷" বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের আমজনতা । প্রশংসা করেছে ব্যবসায়ী মহলও ।

বসিরহাট, 15 মে : এলাকা স্যানিটাইজ করার কাজে নেমে পড়লেন এলাকার বিধায়ক ৷ দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বসিরহাটে মাছ ও সবজি বাজার স্যানিটাইজার করলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার বার্তাও দিলেন শাসকদলের এই চিকিৎসক বিধায়ক । তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন বসিরহাটের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই ।

করোনা সংক্রমণ ঠেকাতে রবিবার থেকে 14 দিনের জন্য রাজ্যে চলবে কড়া বিধিনিষেধ ৷ কার্যত লকডাউন ৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে । সময় বেঁধে সকালে মাত্র তিন ঘণ্টার জন্য ছাড় দেওয়া হয়েছে সবজি এবং মাছের বাজারে । চিকিৎসক মহলের একাংশের ধারণা, রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের পিছনে অনেকাংশই দায়ী করোনার বিধিনিষেধ না মেনে বাজারঘাটে অযাচিত মানুষের ভিড় করা । সংক্রমণের নিরিখে এই মুহূর্তে কলকাতা ও উত্তর 24 পরগনা জেলা সবচেয়ে বড় মাথাব্যথার কারণ প্রশাসনের কাছে । গড়ে প্রতিদিন এই দুই জেলা থেকে প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন । বসিরহাট স্বাস্থ্য জেলার ছবিটাও খুব একটা আশাব্যঞ্জক নয় । প্রতিদিন প্রায় শতাধিক মানুষ সংক্রমিত হচ্ছেন । তাই সংক্রমণ রুখতে পথে নেমে বাজার এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ নিলেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় । শনিবার দুপুরে দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বসিরহাটের নতুন বাজার স্যানিটাইজ করেন তিনি । সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা এবং কর্মীরা ।

মাছ ও সবজি বাজার স্যানিটাইজিংয়ে হাত লাগালেন বিধায়ক

আরও পড়ুন : বন্ধ থাকবে মদের দোকান, 15 দিনের রসদ গোছাতে ব্যস্ত সুরাপ্রেমীরা

এই বিষয়ে সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, "সংক্রমণ ঠেকাতে মাছের বাজার ও নতুন সবজি বাজার স্যানিটাইজ করলাম ৷ চিকিৎসক হিসেবে মানুষের কাছে আবেদন, অযথা আতঙ্কিত হবেন না । করোনার বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলুন । সরকার আপনাদের পাশে রয়েছে ৷" বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের আমজনতা । প্রশংসা করেছে ব্যবসায়ী মহলও ।

Last Updated : May 15, 2021, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.