ETV Bharat / state

Madan Mitra : খেলার মাঠে আঙুল ঠেকালে কবজি কেটে নেব, হুঁশিয়ারি মদনের - নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক

বাচ্চাদের খেলার মাঠ দখলের চেষ্টা চলছে ৷ আর তাতে জড়িত তৃণমূল কংগ্রেসেরই কিছু লোক তথা জমি মাফিয়া ৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালের বিধায়ক তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ৷ ফেসবুক লাইভে তাদের হুঁশিয়ারি দিলেন ৷

জননেতা মদন মিত্র
জননেতা মদন মিত্র
author img

By

Published : Oct 17, 2021, 1:03 PM IST

কলকাতা, 17 অক্টোবর : কবজি কেটে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ও বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ তাঁর বিধানসভা কেন্দ্রের একটি মাঠ দখলের চেষ্টা করছে বেশ কিছু তৃণমূল আশ্রিত জমি-মাফিয়ারা ৷ তাই তিনি তাদের হাত কেটে দেবেন বলে হুঁশিয়ারি দিলেন ৷ পরে যদিও তাঁর এমন বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কামারহাটির বর্তমান বিধায়ক ৷

উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় মেঘনাদ মাঠ (Meghnad Math) দখল করে বহুতল আবাসন বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলেরই কয়েকজন ৷ এ প্রসঙ্গে কামারহাটির বিধায়ক বলেন, "বেশকিছু অপরাধী খেলার মাঠে বেআইনি নির্মাণ কাজের চেষ্টা চালাচ্ছে ৷ আমি ও সাংসদ সৌগত রায় এই মাঠটাকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা করছিলাম ৷ তাদের উপর নজর রাখছি ৷" তিনি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ পুলিশ কোনও পদক্ষেপ না করলে, মানুষকে নিয়ে আন্দোলনে নামার কথা বলেছেন মদন মিত্র ৷

আরও পড়ুন : Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের

শনিবার রাতে একটি ফেসবুক লাইভে জমি মাফিয়াদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, "যদি তারা ভাবে যে আমায় ভয় দেখাবে বা কিনে নেবে, তাহলে ভুল ভাবছে ৷ আমি তাদের শেষ বারের মতো সাবধান করছি ৷ তারা যদি মাঠে একটা আঙুলও রাখে, আমি তাদের হাত থেকে কবজিটা কেটে নেব ৷ যদি প্রয়োজন হয়, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব এবং তাঁকে বলব কীভাবে কিছু লোক দলের নাম বদনাম করছে ৷"

এই ঘটনায় নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক মদন মিত্রকে সমর্থন জানিয়ে তাঁকে 'জননেতা' (mass leader) আখ্যা দেন ৷ তিনি জানান, প্রাক্তন মন্ত্রী মাঠে বাচ্চাদের খেলার অধিকার ছিনিয়ে নেওয়ার এই চেষ্টায় ব্যথিত হয়েছেন ৷ তবে সাংবাদিকদের পার্থ বলেন, "তাঁর হাত থেকে কবজি কেটে নেওয়ার মতো শব্দ ব্যবহার করা উচিত হয়নি ৷"

পার্থ ভৌমিকের কথায় মদন মিত্র অন্য একটি ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে নেন ৷ সেখানে তিনি বলেন, "আমি কথাগুলো ফিরিয়ে নিচ্ছি ৷ বুঝতে পারছি আমরা শাসক দল এবং আমাদের কিছুটা ধৈর্য ধরা উচিত ৷ কিন্তু ওই ধরনের মানুষেরা শুধুমাত্র ওই ভাষা বুঝতে পারে ৷" তিনি জানান পার্থ ভৌমিকের বিধানসভা কেন্দ্রের জমি-খাদকদের তুলনায় বেলঘরিয়ার জমি-খাদকরা আরও ভয়ঙ্কর ৷ তার উদাহরণ হিসেবে তিনি বলেন, "63টা বড় পুকুর ছিল বেলঘরিয়ায়, কিন্তু জমি-খাদকরা তার মধ্যে 30টা ভরাট করে আবাসন বানিয়ে ফেলেছে ৷" কামারহাটির প্রাক্তন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়ও খেলার মাঠ বাঁচাতে মদন মিত্রের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

কলকাতা, 17 অক্টোবর : কবজি কেটে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ও বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ তাঁর বিধানসভা কেন্দ্রের একটি মাঠ দখলের চেষ্টা করছে বেশ কিছু তৃণমূল আশ্রিত জমি-মাফিয়ারা ৷ তাই তিনি তাদের হাত কেটে দেবেন বলে হুঁশিয়ারি দিলেন ৷ পরে যদিও তাঁর এমন বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কামারহাটির বর্তমান বিধায়ক ৷

উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় মেঘনাদ মাঠ (Meghnad Math) দখল করে বহুতল আবাসন বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলেরই কয়েকজন ৷ এ প্রসঙ্গে কামারহাটির বিধায়ক বলেন, "বেশকিছু অপরাধী খেলার মাঠে বেআইনি নির্মাণ কাজের চেষ্টা চালাচ্ছে ৷ আমি ও সাংসদ সৌগত রায় এই মাঠটাকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা করছিলাম ৷ তাদের উপর নজর রাখছি ৷" তিনি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ পুলিশ কোনও পদক্ষেপ না করলে, মানুষকে নিয়ে আন্দোলনে নামার কথা বলেছেন মদন মিত্র ৷

আরও পড়ুন : Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের

শনিবার রাতে একটি ফেসবুক লাইভে জমি মাফিয়াদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, "যদি তারা ভাবে যে আমায় ভয় দেখাবে বা কিনে নেবে, তাহলে ভুল ভাবছে ৷ আমি তাদের শেষ বারের মতো সাবধান করছি ৷ তারা যদি মাঠে একটা আঙুলও রাখে, আমি তাদের হাত থেকে কবজিটা কেটে নেব ৷ যদি প্রয়োজন হয়, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব এবং তাঁকে বলব কীভাবে কিছু লোক দলের নাম বদনাম করছে ৷"

এই ঘটনায় নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক মদন মিত্রকে সমর্থন জানিয়ে তাঁকে 'জননেতা' (mass leader) আখ্যা দেন ৷ তিনি জানান, প্রাক্তন মন্ত্রী মাঠে বাচ্চাদের খেলার অধিকার ছিনিয়ে নেওয়ার এই চেষ্টায় ব্যথিত হয়েছেন ৷ তবে সাংবাদিকদের পার্থ বলেন, "তাঁর হাত থেকে কবজি কেটে নেওয়ার মতো শব্দ ব্যবহার করা উচিত হয়নি ৷"

পার্থ ভৌমিকের কথায় মদন মিত্র অন্য একটি ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে নেন ৷ সেখানে তিনি বলেন, "আমি কথাগুলো ফিরিয়ে নিচ্ছি ৷ বুঝতে পারছি আমরা শাসক দল এবং আমাদের কিছুটা ধৈর্য ধরা উচিত ৷ কিন্তু ওই ধরনের মানুষেরা শুধুমাত্র ওই ভাষা বুঝতে পারে ৷" তিনি জানান পার্থ ভৌমিকের বিধানসভা কেন্দ্রের জমি-খাদকদের তুলনায় বেলঘরিয়ার জমি-খাদকরা আরও ভয়ঙ্কর ৷ তার উদাহরণ হিসেবে তিনি বলেন, "63টা বড় পুকুর ছিল বেলঘরিয়ায়, কিন্তু জমি-খাদকরা তার মধ্যে 30টা ভরাট করে আবাসন বানিয়ে ফেলেছে ৷" কামারহাটির প্রাক্তন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়ও খেলার মাঠ বাঁচাতে মদন মিত্রের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.