বারাসত, 11 অগস্ট: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করায় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । তুলনা টানলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও ৷ তাঁর কথায়, জগদীপ ধনকড়ের মতো সিভি আনন্দ বোসও হয়তো বড় কোনও পদ পেতে পারেন আগামিদিনে । সেই কারণেই তাঁর এই অতি সক্রিয়তা ।
শুক্রবার উত্তর 24 পরগনার বারাসতে ঐতিহ্যবাহী 'আমরা সবাই'-ক্লাবের দীপাবলি উৎসবের খুঁটি পুজোর সূচনা করতে আসেন চিরঞ্জিত । সেখানেই ক্লাব কমিটির কর্মকর্তা তথা শাসকদলের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিককে পাশে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অতি তৎপরতা নিয়ে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দেন শাসকদলের এই তারকা বিধায়ক ।
চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "রাজ্যপাল সম্পর্কে একসময় যা যা বলেছিলাম, তা সবই মিলে যাচ্ছে । উনি (সিভি আনন্দ বোস) ধনকড়কেও ছাপিয়ে গিয়েছেন । সক্রিয়তার মাপকাঠিতে ধনকড়ের গ্রেডের চেয়েও সিভি আনন্দ বোসের ব়্যাঙ্কিং ওপরে উঠে গিয়েছে । প্রাক্তন রাজ্যপালকে পিছনে ফেলে ওর ব়্যাঙ্কিং এখন হায়ার হয়ে যাচ্ছে ৷"
প্রসঙ্গত, রাজ্যপালের নানা পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । সরকার যে সিভি আনন্দ বোসের ভূমিকায় অসন্তুষ্ট, তাও উঠে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের কথাতে । তারপরও কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের সক্রিয়তা এতটুকু কমেনি । তা স্পষ্ট হয়েছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে অপসারণের নির্দেশ দেওয়ায় । রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এই নির্দেশ যে ঘৃতাহুতির কাজ করবে, তা বলাই যায় ।
আরও পড়ুন: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ রাজ্যপালের
সেই প্রসঙ্গে এদিন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা অতি তৎপরতা ! এতে কোনও লাভ হবে না । এক ফোনে সাত লাখ মানুষ অনুদান পাচ্ছেন । এটা তো আরও ভয়ংকর । ফলে, এই তৎপরতা এবং উপাচার্য পরিবর্তন কোনও কাজে আসবে না ৷"
ধনকড়ের মতো সিভি আনন্দ বোসও কি আগামিদিনে বড় কোনও পদ পেতে পারেন ? এর উত্তরে তৃণমূলের তারকা বিধায়ক বলেন, "মনে তো হয় তাই ! ধনকড় পেয়েছে । ওর ওপরে কোনও পোস্ট থাকলে পেতে পারে । ধনকড়ের নিচের পোস্ট পেলে তো হবে না । সবচেয়ে ভালো হয়, সিভি আনন্দ বোস ভোটে দাঁড়িয়ে যাক । সেটাই ভালো ! শুধু শুধু একজন লোক নমিনেটেড হয়ে এখানে ঢুকে যাচ্ছে । তার চেয়ে ভোটে দাঁড়িয়ে আসুক না । জিতে ক্ষমতা দখল করে লড়াই করুক না আমাদের সঙ্গে । তাহলেই বুঝব ৷"
এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের কালো চশমা পরা নিয়েও এদিন কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । অন্যদিকে, কংগ্রেসের রাহুল গান্ধি সাংসদ পদ থেকে ফিরে পাওয়ায় ইন্ডিয়া জোট আরও উজ্জীবিত হবে বলেই মনে করেন শাসকদলের এই তারকা বিধায়ক ।