ETV Bharat / state

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 'কাটমানি' পোস্টার, এল বিধায়কের নামও - BJP কাউন্সিলর গণেশ দাস

কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার ৷ নৈহাটির তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিকের নামে পোস্টার ৷ পোস্টারে নাম রয়েছে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের ৷ পোস্টার পড়েছে নৈহাটি স্টেশন চত্বরে ৷ BJP-র পক্ষ থেকে লাগানো হয়েছে পোস্টার ৷

'কাটমানি' পোস্টার
author img

By

Published : Aug 6, 2019, 1:45 PM IST

নৈহাটি, 6 অগাস্ট : নৈহাটির তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিকের নামে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার ৷ পোস্টারটি পড়েছে নৈহাটি স্টেশন চত্বরে ৷ সেখানে লেখা, এলাকার বিধায়ক পার্থ ভৌমিকের ভাই শেখর ৷ সেকারণেই কি এত রমরমা ? BJP-র পক্ষ থেকে লাগানো হয়েছে এই পোস্টার ৷

আরও পড়ুন : রাজ্য সরকার কাটমানিতে MA, ব্ল্যাকমানিতে Ph.D : অরবিন্দ মেনন

পোস্টারের উপরে লেখা রয়েছে 'দিদিকে বলো' ৷ নিচে লেখা রয়েছে নৈহাটি পৌরসভার BJP কাউন্সিলর গণেশ দাসের নাম ৷ নৈহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিক ৷ 2016 সালে তিনি কাউন্সিলর হন ৷ 2018 সালের অক্টোবর মাস থেকে 2019 সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় জীবন বিমার পেনশন স্কিমে শেখরবাবুর স্ত্রী ও মেয়ের নামে 33 লাখ টাকা জমা পড়েছে ৷ BJP-র প্রশ্ন, "এটা কি উপার্জনের টাকা না কি কাটমানির? " উল্লেখ্য শেখরবাবু নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের ভাই ৷ তাই BJP-র প্রশ্ন, "তাই কি এত রমরমা ? " এখানেই শেষ নয়, পোস্টারের নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখা, "অন্যান্য TMC নেতাদের নামেও জনগণকে জানানো হবে ৷ "

আরও পড়ুন : কাটমানি না দেওয়ায় বোমাবাজি তৃণমূল কাউন্সিলরের !

এই পোস্টার নিয়ে শেখর ভৌমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি ৷ তাঁর বাড়ি গেলেও দেখা পাওয়া যায়নি ৷ অন্যদিকে নৈহাটি বিধায়ক পার্থবাবুও মুখে কুলুপ এঁটেছেন ।

আরও পড়ুন : "কাটমানি নিয়েছেন সাংসদ", ফেসবুক লাইভ করায় DYFI নেতাদের বিরুদ্ধে থানায় কাকলি

অন্যদিকে গণেশ দাস জানান, তাঁর কাছে শেখরবাবুর জীবন বিমার কাগজপত্র রয়েছে ৷ যেখানে স্ত্রী ও মেয়ের নামে 6 মাসের মধ্যে প্রায় 33 লাখ টাকা জমা করেছেন ৷ তিনি বলেন , "আমার মনে হয় না এটা ওঁর রোজগারের টাকা ৷ "

আরও পড়ুন : "কাটমানির টাকায় বিমানে চড়ে গোয়া ঘুরছে তৃণমূল নেতা", রামনগরে পোস্টার

নৈহাটি, 6 অগাস্ট : নৈহাটির তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিকের নামে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার ৷ পোস্টারটি পড়েছে নৈহাটি স্টেশন চত্বরে ৷ সেখানে লেখা, এলাকার বিধায়ক পার্থ ভৌমিকের ভাই শেখর ৷ সেকারণেই কি এত রমরমা ? BJP-র পক্ষ থেকে লাগানো হয়েছে এই পোস্টার ৷

আরও পড়ুন : রাজ্য সরকার কাটমানিতে MA, ব্ল্যাকমানিতে Ph.D : অরবিন্দ মেনন

পোস্টারের উপরে লেখা রয়েছে 'দিদিকে বলো' ৷ নিচে লেখা রয়েছে নৈহাটি পৌরসভার BJP কাউন্সিলর গণেশ দাসের নাম ৷ নৈহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিক ৷ 2016 সালে তিনি কাউন্সিলর হন ৷ 2018 সালের অক্টোবর মাস থেকে 2019 সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় জীবন বিমার পেনশন স্কিমে শেখরবাবুর স্ত্রী ও মেয়ের নামে 33 লাখ টাকা জমা পড়েছে ৷ BJP-র প্রশ্ন, "এটা কি উপার্জনের টাকা না কি কাটমানির? " উল্লেখ্য শেখরবাবু নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের ভাই ৷ তাই BJP-র প্রশ্ন, "তাই কি এত রমরমা ? " এখানেই শেষ নয়, পোস্টারের নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখা, "অন্যান্য TMC নেতাদের নামেও জনগণকে জানানো হবে ৷ "

আরও পড়ুন : কাটমানি না দেওয়ায় বোমাবাজি তৃণমূল কাউন্সিলরের !

এই পোস্টার নিয়ে শেখর ভৌমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি ৷ তাঁর বাড়ি গেলেও দেখা পাওয়া যায়নি ৷ অন্যদিকে নৈহাটি বিধায়ক পার্থবাবুও মুখে কুলুপ এঁটেছেন ।

আরও পড়ুন : "কাটমানি নিয়েছেন সাংসদ", ফেসবুক লাইভ করায় DYFI নেতাদের বিরুদ্ধে থানায় কাকলি

অন্যদিকে গণেশ দাস জানান, তাঁর কাছে শেখরবাবুর জীবন বিমার কাগজপত্র রয়েছে ৷ যেখানে স্ত্রী ও মেয়ের নামে 6 মাসের মধ্যে প্রায় 33 লাখ টাকা জমা করেছেন ৷ তিনি বলেন , "আমার মনে হয় না এটা ওঁর রোজগারের টাকা ৷ "

আরও পড়ুন : "কাটমানির টাকায় বিমানে চড়ে গোয়া ঘুরছে তৃণমূল নেতা", রামনগরে পোস্টার

Intro:এবার কাটমানি পোস্টার নৈহাটিতে। নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এর ভাই শেখর ভৌমিকের বিরুদ্ধে আয়বহির্ভূত অর্থের উৎস জানতে চেয়ে পোস্টারBody:
এবার উত্তর ২৪ পরগণার নৈহাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কাটমানি পোস্টার। সোমবার রাতে নৈহাটি স্টেশনে বিধায়ক পার্থ ভৌমিক এর ভাই শেখর ভৌমিক এর নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোষ্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা,নৈহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিক ২০১৬ সালে কাউন্সিলর হয়ে কোন যাদুবলে ২০১৮ সালের অক্টোবর মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত ভারতীয় জীবন বীমার পেনশন স্কীমে তার স্ত্রী লীনা ভৌমিক ও তার কন্যা উপাসনা ভৌমিক এর নামে ৩৩ লক্ষ টাকা জমা পড়েছে। এটা কি উপার্জনের টাকা নাকি কাটমানির টাকা। এই বিপুল পরিমাণ টাকা আয়ের উৎস কোথায় জানতে চেয়ে পোস্টার দেওয়া হয়েছে নৈহাটির বিজেপি নেতা গণেশ দাস নিজের নাম দিয়ে এই পোস্টার দিয়েছে।এ বিষয়ে শেখর ভৌমিক এর সাথে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়িতে গেলেও তার কোন দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে শেখর ভৌমিক এর দাদা তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক মুখে কুলুপ এঁটেছেন।সব মিলিয়ে নৈহাটি তৃণমূল কংগ্রেসকে বিরাট রাজনৈতিক চাপে ফেলে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।Conclusion:তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক কাট মানি পোষ্টার ঘিরে রীতিমতো চাপে জেলা তৃণমূল।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.