ETV Bharat / state

তৃণমূল নেতাকে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়

ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাটপাড়া থানায় FIR দায়ের করেছে তৃণমূল ৷

TMC leader shot
তৃণমূল নেতাকে গুলি
author img

By

Published : Jul 15, 2020, 7:35 PM IST

ভাটপাড়া, 15 জুলাই : ফের উত্তপ্ত ভাটপাড়া ৷ এবার তৃণমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং, ওরফে ধরুয়াকে গুলি করল দুষ্কৃতীরা ৷ দ্রুত তাঁকে ভাটাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ধর্মেন্দ্র সিংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ধর্মেন্দ্র সিং ৷ বুধবার বাইকে করে এসে দুই দুষ্কৃতী যুব নেতার কাঁকিনাড়ার বাড়ির সামনে তাঁকে গুলি করে ৷ পরপর দুটি গুলি করা হয় ৷ একটি লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধর্মেন্দ্র সিংয়ের গলায় লাগে ৷ ঘটনায় স্থানীয় FIR দায়ের করেছে তৃণমূল ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় চলছে পুলিশি টহল ৷

আজকের ঘটনার পর খাদ্যমন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ঘটনার পেছনে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের হাত রয়েছে ৷ আমরা অর্জুনের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের বক্তব্য, ধর্মেন্দ্র সিংকে তিনি চেনেন না ৷ BJP সাংসদের মতে, তৃণমূলের নেতাদের টাকার বখরা নিয়ে ঝামেলাতেই এই ঘটনা ৷ এর সঙ্গে BJP-র কোনওরকম সম্পর্ক নেই ৷

কয়েকদিন আগে চিড়িয়ামোড়ে BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ মাঝপথে গ্রেপ্তার করা হয় অর্জুনের সঙ্গী BJP কর্মী বিট্টু জয়সওয়ালকে ৷ সেদিন একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় জামিন পেয়ে ব্যারাকপুরের সাংসদের কনভয়ের একটি গাড়িতে ফিরছিলেন বিট্টু ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন অর্জুন সিং । এরপর আজকের ঘটনায় ব্যারাকপুর-ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে তৃণমূল-BJP রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রইল ৷

ভাটপাড়া, 15 জুলাই : ফের উত্তপ্ত ভাটপাড়া ৷ এবার তৃণমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং, ওরফে ধরুয়াকে গুলি করল দুষ্কৃতীরা ৷ দ্রুত তাঁকে ভাটাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ধর্মেন্দ্র সিংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ধর্মেন্দ্র সিং ৷ বুধবার বাইকে করে এসে দুই দুষ্কৃতী যুব নেতার কাঁকিনাড়ার বাড়ির সামনে তাঁকে গুলি করে ৷ পরপর দুটি গুলি করা হয় ৷ একটি লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধর্মেন্দ্র সিংয়ের গলায় লাগে ৷ ঘটনায় স্থানীয় FIR দায়ের করেছে তৃণমূল ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় চলছে পুলিশি টহল ৷

আজকের ঘটনার পর খাদ্যমন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ঘটনার পেছনে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের হাত রয়েছে ৷ আমরা অর্জুনের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের বক্তব্য, ধর্মেন্দ্র সিংকে তিনি চেনেন না ৷ BJP সাংসদের মতে, তৃণমূলের নেতাদের টাকার বখরা নিয়ে ঝামেলাতেই এই ঘটনা ৷ এর সঙ্গে BJP-র কোনওরকম সম্পর্ক নেই ৷

কয়েকদিন আগে চিড়িয়ামোড়ে BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ মাঝপথে গ্রেপ্তার করা হয় অর্জুনের সঙ্গী BJP কর্মী বিট্টু জয়সওয়ালকে ৷ সেদিন একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় জামিন পেয়ে ব্যারাকপুরের সাংসদের কনভয়ের একটি গাড়িতে ফিরছিলেন বিট্টু ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন অর্জুন সিং । এরপর আজকের ঘটনায় ব্যারাকপুর-ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে তৃণমূল-BJP রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রইল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.