ETV Bharat / state

"BJP-র নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আসতে হবে"

BJP নেতা রাহুল সিনহার ক্ষোভ সম্পর্কে তৃণমূল নেতা নির্মল ঘোষ বলেন, “বোঝাই যাচ্ছে রাহুল (সিনহা) কোথায় যাবেন । BJP-র প্রতিষ্ঠিত যে সব নেতা রয়েছেন তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা ছাড়া আর কোনও উপায় নেই।”

দত্তপুকুরে তৃণমূলের কর্মিসভা
author img

By

Published : Sep 27, 2020, 4:32 PM IST

দত্তপুকুর, 27 সেপ্টেম্বর : “BJP-র প্রতিষ্ঠিত নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা ছাড়া আর কোনও পথ নেই । ফলে, বোঝাই যাচ্ছে রাহুল সিনহা কোন দিকে যাবেন ।” কেন্দ্রীয় সম্পাদকের পদ হারানো BJP নেতা রাহুল সিনহার ক্ষোভ সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক ও জেলা তৃণমূলের চেয়ারম্যান নির্মল ঘোষ ।

আজ দত্তপুকুরের টালিখোলায় দলের SC/OBC- সংগঠনের এক কর্মীসভায় উপস্থিত ছিলেন তিনি । সেখানেই BJP নেতা রাহুল সিনহার ক্ষোভ সম্পর্কে বলেন, “বোঝাই যাচ্ছে রাহুল (সিনহা) কোথায় যাবেন । BJP-র প্রতিষ্ঠিত যে সব নেতা রয়েছেন তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা ছাড়া আর কোনও উপায় নেই।”

গেরুয়া শিবিরে মুকুল রায়ের উত্থানকেও গুরুত্ব দিতে চাননি বিধায়ক নির্মল ঘোষ । উলটে মুকুল রায়ের গায়ে বিশ্বাসঘাতকের তকমা আঁটার চেষ্টা করেন । বলেন, “মুকুল (রায়) না ঘরকা, না ঘাটকা । উনি কোথায় পদ পেলেন সেটা ওঁদের দলের ব্যাপার । আগে যেখানে ছিলেন, সেখানে দলের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন । আর এখন যে দলে সহ-সভাপতির পদ পেয়েছেন সেখানে পঞ্চাশ জন সহ-সভাপতি রয়েছেন । তাই BJP-তে তাঁর কোনও উন্নতি হয়নি।”

আরও পড়ুন : BJP-র সর্বভারতীয় সহসভাপতি হলেন মুকুল রায়

একসময়ের সহকর্মী মুকুল রায়কে আক্রমণ করে তিনি বলেন, “এই ধরনের মানুষ যখন রাজনীতিতে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর সঙ্গে বেইমানি করে তখন মানুষ তাঁদের কখনও গ্রহণ করবেন না । তাই BJP যতই তাঁকে (মুকুল রায়) পদ দিক, পশ্চিমবঙ্গে কখনওই তাঁরা ক্ষমতায় আসবে না।”

কিন্তু মুকুল রায়ের তো তৃণমূলের ভালো-মন্দ সবকিছুই একেবারে নখদর্পণে ?এই প্রশ্নের উত্তরে বিধায়ক নির্মল ঘোষ বলেন, “উনি সবকিছু জানেন বলেই তো নিজের প্রতি যে পাপ ও বেইমানি করেছেন তা এখন বুঝতে পারছেন । মুকুল রায় এখন ক্লোজ়ড চ্যাপ্টার । ভুলে যাওয়া অধ্যায়।”

আরও পড়ুন : দল পুরস্কার দিল, পদ যেতেই বিস্ফোরক রাহুল

এদিকে,সংখ্যালঘু নেতা আব্বাস সিদ্দিকিকেও আক্রমণ করতে ছাড়েননি বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ । বলেন, "আব্বাস সিদ্দিকি কিছু করতে পারবেন না । ওঁর সম্পর্কে সংখ্যালঘুরা সতর্ক । উনি BJP-র দালাল । সংখ্যালঘু থেকে তপশিলি জাতি, উপজাতি সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ।" মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যা করেছেন আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী তা করেননি বলে দাবি করেন বিধায়ক নির্মল ঘোষ।

নির্মল ঘোষ ছাড়াও এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলাপরিষদে তৃণমূলের দলনেতা নারায়ণ গোস্বামী, বিধায়ক রহিমা মণ্ডল, রফিকার রহমান-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

দত্তপুকুর, 27 সেপ্টেম্বর : “BJP-র প্রতিষ্ঠিত নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা ছাড়া আর কোনও পথ নেই । ফলে, বোঝাই যাচ্ছে রাহুল সিনহা কোন দিকে যাবেন ।” কেন্দ্রীয় সম্পাদকের পদ হারানো BJP নেতা রাহুল সিনহার ক্ষোভ সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক ও জেলা তৃণমূলের চেয়ারম্যান নির্মল ঘোষ ।

আজ দত্তপুকুরের টালিখোলায় দলের SC/OBC- সংগঠনের এক কর্মীসভায় উপস্থিত ছিলেন তিনি । সেখানেই BJP নেতা রাহুল সিনহার ক্ষোভ সম্পর্কে বলেন, “বোঝাই যাচ্ছে রাহুল (সিনহা) কোথায় যাবেন । BJP-র প্রতিষ্ঠিত যে সব নেতা রয়েছেন তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা ছাড়া আর কোনও উপায় নেই।”

গেরুয়া শিবিরে মুকুল রায়ের উত্থানকেও গুরুত্ব দিতে চাননি বিধায়ক নির্মল ঘোষ । উলটে মুকুল রায়ের গায়ে বিশ্বাসঘাতকের তকমা আঁটার চেষ্টা করেন । বলেন, “মুকুল (রায়) না ঘরকা, না ঘাটকা । উনি কোথায় পদ পেলেন সেটা ওঁদের দলের ব্যাপার । আগে যেখানে ছিলেন, সেখানে দলের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন । আর এখন যে দলে সহ-সভাপতির পদ পেয়েছেন সেখানে পঞ্চাশ জন সহ-সভাপতি রয়েছেন । তাই BJP-তে তাঁর কোনও উন্নতি হয়নি।”

আরও পড়ুন : BJP-র সর্বভারতীয় সহসভাপতি হলেন মুকুল রায়

একসময়ের সহকর্মী মুকুল রায়কে আক্রমণ করে তিনি বলেন, “এই ধরনের মানুষ যখন রাজনীতিতে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর সঙ্গে বেইমানি করে তখন মানুষ তাঁদের কখনও গ্রহণ করবেন না । তাই BJP যতই তাঁকে (মুকুল রায়) পদ দিক, পশ্চিমবঙ্গে কখনওই তাঁরা ক্ষমতায় আসবে না।”

কিন্তু মুকুল রায়ের তো তৃণমূলের ভালো-মন্দ সবকিছুই একেবারে নখদর্পণে ?এই প্রশ্নের উত্তরে বিধায়ক নির্মল ঘোষ বলেন, “উনি সবকিছু জানেন বলেই তো নিজের প্রতি যে পাপ ও বেইমানি করেছেন তা এখন বুঝতে পারছেন । মুকুল রায় এখন ক্লোজ়ড চ্যাপ্টার । ভুলে যাওয়া অধ্যায়।”

আরও পড়ুন : দল পুরস্কার দিল, পদ যেতেই বিস্ফোরক রাহুল

এদিকে,সংখ্যালঘু নেতা আব্বাস সিদ্দিকিকেও আক্রমণ করতে ছাড়েননি বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ । বলেন, "আব্বাস সিদ্দিকি কিছু করতে পারবেন না । ওঁর সম্পর্কে সংখ্যালঘুরা সতর্ক । উনি BJP-র দালাল । সংখ্যালঘু থেকে তপশিলি জাতি, উপজাতি সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ।" মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যা করেছেন আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী তা করেননি বলে দাবি করেন বিধায়ক নির্মল ঘোষ।

নির্মল ঘোষ ছাড়াও এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলাপরিষদে তৃণমূলের দলনেতা নারায়ণ গোস্বামী, বিধায়ক রহিমা মণ্ডল, রফিকার রহমান-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.