ETV Bharat / state

Murder : বসিরহাটে তৃণমূল নেতাকে কুপিয়ে, গুলি করে খুন - Basirhat

প্রকাশ্যেই প্রথমে কুপিয়ে ও পরে গুলি করে খুন করা হল তৃণমূল নেতাকে ৷ তা আটকাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক দলীয় কর্মী ৷ 8-10 জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের রাজাপুর বাজারের কাছে ৷

Basirhat TMC leader murder
Basirhat TMC leader murder
author img

By

Published : Oct 8, 2021, 12:52 PM IST

বসিরহাট, 8 অক্টোবর : প্রথমে এলোপাথাড়ি কোপ । তারপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ও বুকে গুলি । রাস্তার উপর তৃণমূলের দাপুটে নেতাকে খুন করে পালাল আততায়ীরা । আটকাতে গিয়ে জখম হয়েছেন নেতার এক সঙ্গী ৷ নিহতের নাম মোফাজ্জল হক ওরফে আকু (42) । জখম এই তৃণমূল নেতাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েতের রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় । কেন ওই তৃণমূল নেতাকে এভাবে হত্যা করা হল সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি । খুনের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা মোফাজ্জল হকের বাড়ি বসিরহাটের মাটিয়ার আকিপুরে । গতকাল রাত সাড়ে দশটা নাগাদ চাঁপাপুকুর থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি । বাইকের পিছনে ছিলেন তৃণমূল কর্মী হাফিজুর গাজি । রাজাপুর বাজারের কাছে তৃণমূল নেতার পথ আটকায় 8-10 জন দুষ্কৃতী । কিছু বুঝে ওঠার আগেই মোফাজ্জলকে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা । মোফাজ্জলকে বাঁচাতে যান হাফিজুর । দুষ্কৃতীদের রোষ গিয়ে পড়ে তাঁর উপরেও । ওই তৃণমূল কর্মীকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ যাওয়ার আগে দুষ্কৃতীরা তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ও বুকে কয়েক রাউন্ড গুলি করে ৷ বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা মোফাজ্জল ও হাফিজুরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান । সেখানেই মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । আহত তৃণমূলকর্মীরও শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক । রাতেই বসিরহাট জেলা হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আকিপুর এবং রাজাপুরে । মাটিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও আততায়ীরা অধরা । ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক যোগ- কোনওটাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা । সবদিক খতিয়ে দেখছে পুলিশ । এর আগেও মোফাজ্জল হককে খুনের চেষ্টা করেছিল আততায়ীরা । সেই সময় প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা পেলেন না তিনি ।

আরও পড়ুন : Gang Rape: মন্তেশ্বরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, আটক 1

বসিরহাট, 8 অক্টোবর : প্রথমে এলোপাথাড়ি কোপ । তারপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ও বুকে গুলি । রাস্তার উপর তৃণমূলের দাপুটে নেতাকে খুন করে পালাল আততায়ীরা । আটকাতে গিয়ে জখম হয়েছেন নেতার এক সঙ্গী ৷ নিহতের নাম মোফাজ্জল হক ওরফে আকু (42) । জখম এই তৃণমূল নেতাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েতের রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় । কেন ওই তৃণমূল নেতাকে এভাবে হত্যা করা হল সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি । খুনের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা মোফাজ্জল হকের বাড়ি বসিরহাটের মাটিয়ার আকিপুরে । গতকাল রাত সাড়ে দশটা নাগাদ চাঁপাপুকুর থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি । বাইকের পিছনে ছিলেন তৃণমূল কর্মী হাফিজুর গাজি । রাজাপুর বাজারের কাছে তৃণমূল নেতার পথ আটকায় 8-10 জন দুষ্কৃতী । কিছু বুঝে ওঠার আগেই মোফাজ্জলকে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা । মোফাজ্জলকে বাঁচাতে যান হাফিজুর । দুষ্কৃতীদের রোষ গিয়ে পড়ে তাঁর উপরেও । ওই তৃণমূল কর্মীকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ যাওয়ার আগে দুষ্কৃতীরা তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ও বুকে কয়েক রাউন্ড গুলি করে ৷ বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা মোফাজ্জল ও হাফিজুরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান । সেখানেই মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । আহত তৃণমূলকর্মীরও শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক । রাতেই বসিরহাট জেলা হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আকিপুর এবং রাজাপুরে । মাটিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও আততায়ীরা অধরা । ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক যোগ- কোনওটাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা । সবদিক খতিয়ে দেখছে পুলিশ । এর আগেও মোফাজ্জল হককে খুনের চেষ্টা করেছিল আততায়ীরা । সেই সময় প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা পেলেন না তিনি ।

আরও পড়ুন : Gang Rape: মন্তেশ্বরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, আটক 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.