ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি না : মমতাবালা ঠাকুর - mamatabala is against cab

নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছেন না বলে জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি । পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নিয়েও বিলে কিছু বলা হয়নি ।

image
মমতাবালা ঠাকুর
author img

By

Published : Dec 13, 2019, 11:58 PM IST

ঠাকুরনগর, 13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছেন না বলে জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি । পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নিয়েও বিলে কিছু বলা হয়নি ।"


নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ মতুয়াদের দাবি পূরণ করা হয়নি বলেই মত তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের । যদিও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি ৷ ফলত দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মমতাবালা ৷ তিনি বলেন, "আমি তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি । দলত্যাগের কোনও বিষয় আসেনি । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব ।"

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের প্রতিক্রিয়া


এদিন তিনি সাফ বলে দেন, ‘‘মতুয়াদের আন্দোলনে দাবি ছিল নাগরিকত্বের । কিন্তু এই নতুন আইন সে কথা বলছে না । সেখানে ছয় বছর থাকার পর আবেদন করার বিষয় বলা হয়েছে । যদি 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা এদেশে এসেছে তাঁরা ভারতীয় নাগরিক বলা হত, তবে ঠিক ছিল । কিন্তু সে কথা না বলে আবেদনের কথা বলা হচ্ছে । এটা নিঃস্বার্থ নয় ।’’

যদিও মমতাবালা বিরোধিতা করলেও মতুয়াদের শান্তনু গোষ্ঠী বিল পাশের খবরে উল্লাস করছেন । এনিয়ে তারা মিছিলও করে ।

ঠাকুরনগর, 13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছেন না বলে জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি । পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নিয়েও বিলে কিছু বলা হয়নি ।"


নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ মতুয়াদের দাবি পূরণ করা হয়নি বলেই মত তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের । যদিও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি ৷ ফলত দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মমতাবালা ৷ তিনি বলেন, "আমি তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি । দলত্যাগের কোনও বিষয় আসেনি । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব ।"

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের প্রতিক্রিয়া


এদিন তিনি সাফ বলে দেন, ‘‘মতুয়াদের আন্দোলনে দাবি ছিল নাগরিকত্বের । কিন্তু এই নতুন আইন সে কথা বলছে না । সেখানে ছয় বছর থাকার পর আবেদন করার বিষয় বলা হয়েছে । যদি 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা এদেশে এসেছে তাঁরা ভারতীয় নাগরিক বলা হত, তবে ঠিক ছিল । কিন্তু সে কথা না বলে আবেদনের কথা বলা হচ্ছে । এটা নিঃস্বার্থ নয় ।’’

যদিও মমতাবালা বিরোধিতা করলেও মতুয়াদের শান্তনু গোষ্ঠী বিল পাশের খবরে উল্লাস করছেন । এনিয়ে তারা মিছিলও করে ।

Intro:নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি নাঃ মমতাবালা ঠাকুর

ঠাকুরনগরঃ নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি না। কারণ এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি। পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়েও বিলে কিছু বলা হয়নি। ফলে আময়াদের দাবি পূরণ হয়নি। বৃহস্পতিবার এমনই জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। সম্প্রতি সিএবি নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত থাকায় দলের সঙ্গে দূরত্ব বাড়ছে কি না? দলত্যাগের বিষয় আছে কি না সে প্রশ্নের জবাবে না-বাচক উত্তর দিয়ে তিনি বলেন, 'তৃণমূলে ছিলাম আছি। এখনও দলত্যাগের কোনও বিষয় আসেনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব। এদিন তিনি সাফ বলেন, মতুয়াদের আন্দোলনে দাবি ছিল নিঃস্বার্থ নাগরিকত্বের। কিন্তু বিল সে কথা বলছে না। সেখানে ছয় বছর থাকার পর অবেদন করার বিষয় বলা হয়েছে। যদি যে সময়সীমা অর্থাৎ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে এসেছে তাঁরাই ভারতীয় নাগরিক বলা হত, তবে ঠিক ছিল। কিন্তু সে কথা না বলে আবেদনের কথা বলা হচ্ছে। এটা নিঃস্বার্থ নয়। পাশাপাশি তিনি আকও বলেন, '২০০৩ সালের খসড়া বিলে জন্মসূত্রে ভারতীয় হওয়ার বিষয়টি বাতিল করা হয়েছিল। আমরা তারও বিরোধিতা করেছিলাম। তাই আমরা এই বিল মানছি না। তবে আগামী দিন এই বিলের প্রতিবাদে কী পদক্ষেপ নেওয়া হবে তা সংঘে আলোচনা করে ঠিক করা হবে।

মমতাবালা বিরোধিতা করলেও মতুয়াদের অন্য গোষ্ঠী সকাল থেকে বিল পাশের খবরে উল্লাস করছেন। মূলত বিজেপি অনুগামী মতুয়ারাই সেই উল্লাসে সামিল হন। Body:নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি নাঃ মমতাবালা ঠাকুর

ঠাকুরনগরঃ নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি না। কারণ এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি। পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়েও বিলে কিছু বলা হয়নি। ফলে আময়াদের দাবি পূরণ হয়নি। বৃহস্পতিবার এমনই জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। সম্প্রতি সিএবি নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত থাকায় দলের সঙ্গে দূরত্ব বাড়ছে কি না? দলত্যাগের বিষয় আছে কি না সে প্রশ্নের জবাবে না-বাচক উত্তর দিয়ে তিনি বলেন, 'তৃণমূলে ছিলাম আছি। এখনও দলত্যাগের কোনও বিষয় আসেনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব। এদিন তিনি সাফ বলেন, মতুয়াদের আন্দোলনে দাবি ছিল নিঃস্বার্থ নাগরিকত্বের। কিন্তু বিল সে কথা বলছে না। সেখানে ছয় বছর থাকার পর অবেদন করার বিষয় বলা হয়েছে। যদি যে সময়সীমা অর্থাৎ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে এসেছে তাঁরাই ভারতীয় নাগরিক বলা হত, তবে ঠিক ছিল। কিন্তু সে কথা না বলে আবেদনের কথা বলা হচ্ছে। এটা নিঃস্বার্থ নয়। পাশাপাশি তিনি আকও বলেন, '২০০৩ সালের খসড়া বিলে জন্মসূত্রে ভারতীয় হওয়ার বিষয়টি বাতিল করা হয়েছিল। আমরা তারও বিরোধিতা করেছিলাম। তাই আমরা এই বিল মানছি না। তবে আগামী দিন এই বিলের প্রতিবাদে কী পদক্ষেপ নেওয়া হবে তা সংঘে আলোচনা করে ঠিক করা হবে।

মমতাবালা বিরোধিতা করলেও মতুয়াদের অন্য গোষ্ঠী সকাল থেকে বিল পাশের খবরে উল্লাস করছেন। মূলত বিজেপি অনুগামী মতুয়ারাই সেই উল্লাসে সামিল হন। Conclusion:নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি নাঃ মমতাবালা ঠাকুর

ঠাকুরনগরঃ নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি না। কারণ এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি। পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়েও বিলে কিছু বলা হয়নি। ফলে আময়াদের দাবি পূরণ হয়নি। বৃহস্পতিবার এমনই জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। সম্প্রতি সিএবি নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত থাকায় দলের সঙ্গে দূরত্ব বাড়ছে কি না? দলত্যাগের বিষয় আছে কি না সে প্রশ্নের জবাবে না-বাচক উত্তর দিয়ে তিনি বলেন, 'তৃণমূলে ছিলাম আছি। এখনও দলত্যাগের কোনও বিষয় আসেনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব। এদিন তিনি সাফ বলেন, মতুয়াদের আন্দোলনে দাবি ছিল নিঃস্বার্থ নাগরিকত্বের। কিন্তু বিল সে কথা বলছে না। সেখানে ছয় বছর থাকার পর অবেদন করার বিষয় বলা হয়েছে। যদি যে সময়সীমা অর্থাৎ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে এসেছে তাঁরাই ভারতীয় নাগরিক বলা হত, তবে ঠিক ছিল। কিন্তু সে কথা না বলে আবেদনের কথা বলা হচ্ছে। এটা নিঃস্বার্থ নয়। পাশাপাশি তিনি আকও বলেন, '২০০৩ সালের খসড়া বিলে জন্মসূত্রে ভারতীয় হওয়ার বিষয়টি বাতিল করা হয়েছিল। আমরা তারও বিরোধিতা করেছিলাম। তাই আমরা এই বিল মানছি না। তবে আগামী দিন এই বিলের প্রতিবাদে কী পদক্ষেপ নেওয়া হবে তা সংঘে আলোচনা করে ঠিক করা হবে।

মমতাবালা বিরোধিতা করলেও মতুয়াদের অন্য গোষ্ঠী সকাল থেকে বিল পাশের খবরে উল্লাস করছেন। মূলত বিজেপি অনুগামী মতুয়ারাই সেই উল্লাসে সামিল হন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.