ETV Bharat / state

দিলীপের শিক্ষাগত যোগ্যতার অভাব : জ্যোতিপ্রিয় - তৃণমূল

গোবরডাঙায় সাংবাদিকদের সামনে দিলীপ ও সায়ন্তনের মন্তব্যের বিরুদ্ধে সরব হতে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নাম না করে তাঁদের চিকিৎসা করাতেও বলেন ৷

Jyotipriyo Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jun 21, 2020, 9:03 PM IST

গোবরডাঙা, 21 জুন : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি মন্তব্য করেন, "বদলা নেব, বদলও হবে ৷" এরপরই দাঁতনে তৃণমূল-BJP সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল সায়ন্তন বসুও দলীয় কর্মী-সমর্থকদের থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায় ৷ দিলীপ ও সায়ন্তন বসুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নাম না করে তাঁদের দিল্লির AIIMS-এ চিকিৎসা করানোর জন্য BJP-র সর্বভারতীয় সভাপতিকে পরামর্শ দেন তিনি ৷

আজ উত্তর 24 পরগনার গোবরডাঙায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই কর্মসূচিতে BJP-র সাড়ে তিনশো নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন ৷ তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় ৷ তখনই দিলীপ ঘোষের "বদলা নেব, বদলও হবে " এবং সায়ন্তনের "থানা জ্বালিয়ে দেওয়ার" মন্তব্যের বিরোধিতা করে সরব হন তিনি ৷

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় জ্যোতিপ্রিয়কে ৷ তিনি বলেন, "দিলীপের শিক্ষাগত যোগ্যতার অভাব আছে ৷ ওঁর সম্পর্কে বিশেষ কিছুব বলব না ৷ শুধু এটুকুই বলব, বাংলার সংস্কৃতিতে এই সব চলবে না ৷ বাংলায় এভাবে কখনও ক্ষমতায় আসা যাবে না ৷ কোনও দায়িত্বশীল রাজনীতিবিদ এমন কথা বলতে পারেন না ৷ আমরাও বিরোধী দলে ছিলাম ৷ কিন্তু আমরা কখনও এমন মন্তব্য করিনি ৷ "

এরপরই নাম না করে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুকে হাসপাতালে চিকিৎসা করাতে বলে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় ৷ বলেন, "ওঁরা অশিক্ষিত ৷ ওঁদের দিল্লির AIIMS-এ চিকিৎসা করানো প্রয়োজন ৷ আমি ওই দলের সর্বভারতীয় সভাপতিকে বলব যেন, ওঁদের AIIMS -এ ভরতি করানো হয় ৷ "

অন্যদিকে আজকের BJP নেতা-কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "31 ডিসেম্বরের মধ্যে উত্তর 24 পরগনা জেলায় BJP-র দখলে থাকা সমস্ত পঞ্চায়েত তৃণমূলের হয়ে যাবে ৷ আমরা কাউকে জোর করে তৃণমূলে নেব না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগদান করবেন৷ "

গোবরডাঙা, 21 জুন : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি মন্তব্য করেন, "বদলা নেব, বদলও হবে ৷" এরপরই দাঁতনে তৃণমূল-BJP সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল সায়ন্তন বসুও দলীয় কর্মী-সমর্থকদের থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায় ৷ দিলীপ ও সায়ন্তন বসুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নাম না করে তাঁদের দিল্লির AIIMS-এ চিকিৎসা করানোর জন্য BJP-র সর্বভারতীয় সভাপতিকে পরামর্শ দেন তিনি ৷

আজ উত্তর 24 পরগনার গোবরডাঙায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই কর্মসূচিতে BJP-র সাড়ে তিনশো নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন ৷ তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় ৷ তখনই দিলীপ ঘোষের "বদলা নেব, বদলও হবে " এবং সায়ন্তনের "থানা জ্বালিয়ে দেওয়ার" মন্তব্যের বিরোধিতা করে সরব হন তিনি ৷

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় জ্যোতিপ্রিয়কে ৷ তিনি বলেন, "দিলীপের শিক্ষাগত যোগ্যতার অভাব আছে ৷ ওঁর সম্পর্কে বিশেষ কিছুব বলব না ৷ শুধু এটুকুই বলব, বাংলার সংস্কৃতিতে এই সব চলবে না ৷ বাংলায় এভাবে কখনও ক্ষমতায় আসা যাবে না ৷ কোনও দায়িত্বশীল রাজনীতিবিদ এমন কথা বলতে পারেন না ৷ আমরাও বিরোধী দলে ছিলাম ৷ কিন্তু আমরা কখনও এমন মন্তব্য করিনি ৷ "

এরপরই নাম না করে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুকে হাসপাতালে চিকিৎসা করাতে বলে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় ৷ বলেন, "ওঁরা অশিক্ষিত ৷ ওঁদের দিল্লির AIIMS-এ চিকিৎসা করানো প্রয়োজন ৷ আমি ওই দলের সর্বভারতীয় সভাপতিকে বলব যেন, ওঁদের AIIMS -এ ভরতি করানো হয় ৷ "

অন্যদিকে আজকের BJP নেতা-কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "31 ডিসেম্বরের মধ্যে উত্তর 24 পরগনা জেলায় BJP-র দখলে থাকা সমস্ত পঞ্চায়েত তৃণমূলের হয়ে যাবে ৷ আমরা কাউকে জোর করে তৃণমূলে নেব না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগদান করবেন৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.