ভাটপাড়া, 23 জানুয়ারি : পৌর ভোটের আগে ভাটপাড়াকে উত্তপ্ত করতে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, চক্রান্ত করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ রবিবার এমনই অভিযোগ করলেন উত্তর 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (TMC Leader Jyotipriya Mallick) ৷
এদিন নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে গুলি চলে বলেও অভিযোগ তৃণমূলের ৷ ঘটনায় থানায় 4টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল । অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত । এদিন বিকেলে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক তথা জেলার তৃণমূল চেয়ারম্যান নির্মল ঘোষ ।
জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, "এখানে রাজনীতির আড়ালে সুড়সুড়ি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর চেষ্টা চলছে । মন্দির, সজিদগুলিতে বিশেষ নজরদারির জন্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে । আজকে যে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।" এদিনের ঘটনায় অর্জুন সিং-কে দায়ী করে জ্যোতিপ্রিয়র দাবি, গুলি চালনার ঘটনায় 4 জন আহত হয়েছেন ।
আরও পড়ুন : ভাটপাড়ায় ধুন্ধুমার, নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত অর্জুন সিং
তৃণমূল নেতৃত্বের দাবি সরকারি অনুষ্ঠানে এসে এদিন ইচ্ছাকৃত ঝামেলার পরিবেশ তৈরি করেন অর্জুন সিং ও তাঁর লোকজন ৷