দেগঙ্গা, 11 এপ্রিল : আপাতত সামনে কোনও নির্বাচন নেই ৷ পঞ্চায়েত ভোট, সে তো ঢের দেরি ৷ 2023 সালে ৷ কিন্তু তা সত্ত্বেও দেওয়াল লিখন-কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷ রবিবার অগ্রিম দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷ দু-পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে । তৃণমূলের দাবি, তাঁদের সমর্থিত বেশ কিছু দোকানের দেওয়াল গায়ের জোরে রাতারাতি দখল করে নেয় আইএসএফ কর্মীরা । পরে সেই দেওয়াল মুছতে গেলে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয় । দলের উপপ্রধানের স্বামীকেও হেনস্থা করার চেষ্টা করে তাঁরা । যদিও সেই দাবি উড়িয়ে ঘটনার পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করা হয়েছে আইএসএফের তরফে (TMC And ISF Clash) ৷
সূত্রের খবর, দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর বাজারে তৃণমূল সমর্থিত বেশকিছু দোকানদার রয়েছেন । অভিযোগ, শনিবার সেই সমস্ত দোকানের দেওয়াল চুনকাম করে আইএসএফের নাম লিখে দেওয়া হয় । বিষয়টি স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ এই নিয়ে দু'পক্ষের বচসা, বাকবিতণ্ডায় এলাকার পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে । আইএসএফের দখল করা দেওয়াল জোর করে মুছে সেখানে তৃণমূল সমর্থকরা দলের নাম লিখে দেয় বলে পাল্টা অভিযোগও উঠেছে । যা ঘিরে গন্ডগোলে জড়িয়ে পড়েন তৃণমূল ও আইএসএফ কর্মী- সর্মথকরা ।
খবর পেয়ে শনিবার রাতেই দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ দুই দলের কর্মীদের সঙ্গে কথা বলার পর দু'পক্ষকে হটিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় । পুলিশ দু'পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন : TMC-ISF Clash At Amdanga: শিশু মারধরকে কেন্দ্র করে আমডাঙায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষে চলল গুলি, আহত 10