ETV Bharat / state

দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার 24

author img

By

Published : Sep 4, 2020, 5:48 PM IST

Updated : Sep 5, 2020, 12:14 PM IST

ফের আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তপ্ত দেগঙ্গা । পার্টি অফিসে হামলা ও ভাঙচুর । মারধরের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠদের । গ্রেপ্তার 24 ।

internal clash of tmc
দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

দেগঙ্গা, 4 সেপ্টেম্বর : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার দেগঙ্গা । দলীয় কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি মফিদুল হক শাহাজির অনুগামীদের বিরুদ্ধে । জখম তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল ঘনিষ্ঠ শাসকদলের কয়েকজন কর্মী-সমর্থক । ঘটনায় গ্রেপ্তার 24 জন ৷

আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির জেরে বেশ কয়েকদিন ধরেই বিধায়ক ঘনিষ্ঠ অনুগামী এবং ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চাপানউতোর চলছিল । দুর্নীতির অভিযোগে চাকলা পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছিল বিধায়ক ঘনিষ্ঠ কয়েকজন পঞ্চায়েত সদস্য । গতরাতে চাকলা অঞ্চল তৃণমূল কার্যালয়ে বসে আলোচনা করছিল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কর্মীরা । অভিযোগ, সেই সময় হঠাৎ ব্লক সভাপতির অনুগামীরা তাদের উপর হামলা চালায় । দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ৷ মারধর করে বিধায়ক ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে । কার্যালয় সংলগ্ন একটি মিষ্টির দোকানে হামলা ও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । হামলায় বেশ কয়েকজন দলীয় কর্মী জখম হয় ।

খবর পেয়ে পরিস্থিতি সমাল দিতে বারাসতের SDPO সত্যব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থানে পৌঁছায় । এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে । রাতেই দু'পক্ষ দেগঙ্গা থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

tmc internal clash
দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর

এ বিষয়ে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাজাহান মোল্লা বলেন,"তৃণমূল দল করার পরও এভাবে হামলার মুখে পড়তে হবে তা কখনও ভাবেনি । যেভাবে ব্লক সভাপতির অনুগামীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও মারধর করল তা ভাবাই যায় না । আমরা এর বিহিত চাই ৷ "

দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার 24

যদিও ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি মফিদুল হক শাহাজি । তাঁর কথায়,"স্থানীয় লোকজনের গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে শুনেছি । বিষয়টি দলের জেলা নেতৃত্বকে জানানো হয়েছে । পুলিশকেও বলা হয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ।"

এদিকে, অভিযোগ পেয়ে রাতভর দেগঙ্গার বিভিন্ন জায়গার তল্লাশি চালিয়ে 24 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের আজ বারাসত জেলা আদালতে তোলা হয়েছে ।

উল্লেখ্য, বুধবার রাতেও আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দেগঙ্গার বেড়াচাঁপা 1 নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা গ্রাম । সংঘর্ষে উভয়পক্ষের তিনজন জখম হয়েছিল । গ্রেপ্তার করা হয়েছিল 16 জনকে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা ।

দেগঙ্গা, 4 সেপ্টেম্বর : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার দেগঙ্গা । দলীয় কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি মফিদুল হক শাহাজির অনুগামীদের বিরুদ্ধে । জখম তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল ঘনিষ্ঠ শাসকদলের কয়েকজন কর্মী-সমর্থক । ঘটনায় গ্রেপ্তার 24 জন ৷

আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির জেরে বেশ কয়েকদিন ধরেই বিধায়ক ঘনিষ্ঠ অনুগামী এবং ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চাপানউতোর চলছিল । দুর্নীতির অভিযোগে চাকলা পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছিল বিধায়ক ঘনিষ্ঠ কয়েকজন পঞ্চায়েত সদস্য । গতরাতে চাকলা অঞ্চল তৃণমূল কার্যালয়ে বসে আলোচনা করছিল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কর্মীরা । অভিযোগ, সেই সময় হঠাৎ ব্লক সভাপতির অনুগামীরা তাদের উপর হামলা চালায় । দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ৷ মারধর করে বিধায়ক ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে । কার্যালয় সংলগ্ন একটি মিষ্টির দোকানে হামলা ও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । হামলায় বেশ কয়েকজন দলীয় কর্মী জখম হয় ।

খবর পেয়ে পরিস্থিতি সমাল দিতে বারাসতের SDPO সত্যব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থানে পৌঁছায় । এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে । রাতেই দু'পক্ষ দেগঙ্গা থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

tmc internal clash
দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর

এ বিষয়ে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাজাহান মোল্লা বলেন,"তৃণমূল দল করার পরও এভাবে হামলার মুখে পড়তে হবে তা কখনও ভাবেনি । যেভাবে ব্লক সভাপতির অনুগামীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও মারধর করল তা ভাবাই যায় না । আমরা এর বিহিত চাই ৷ "

দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার 24

যদিও ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি মফিদুল হক শাহাজি । তাঁর কথায়,"স্থানীয় লোকজনের গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে শুনেছি । বিষয়টি দলের জেলা নেতৃত্বকে জানানো হয়েছে । পুলিশকেও বলা হয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ।"

এদিকে, অভিযোগ পেয়ে রাতভর দেগঙ্গার বিভিন্ন জায়গার তল্লাশি চালিয়ে 24 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের আজ বারাসত জেলা আদালতে তোলা হয়েছে ।

উল্লেখ্য, বুধবার রাতেও আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দেগঙ্গার বেড়াচাঁপা 1 নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা গ্রাম । সংঘর্ষে উভয়পক্ষের তিনজন জখম হয়েছিল । গ্রেপ্তার করা হয়েছিল 16 জনকে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা ।

Last Updated : Sep 5, 2020, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.