ETV Bharat / state

Bidhan Chandra Roy: বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালনে কাজিয়া ! প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব - অন্তর্দ্বন্দ্ব

ডা. বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মজয়ন্তী তথা মৃত্যুবার্ষিকীতে প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের অন্দরের কাজিয়া ৷ বারাসত পৌরসভার (Barasat Municipality) ঘটনায় শাসককে কটাক্ষ গেরুয়া শিবিরের ৷

tmc inner conflict during Bidhan Chandra Roy birth anniversary at barasat municipality
Bidhan Chandra Roy: বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালনে কাজিয়া ! প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব
author img

By

Published : Jul 1, 2022, 7:11 PM IST

বারাসত, 1 জুলাই: চিকিৎসক দিবসেও বাদ গেল না তৃণমূলের অন্দরের কাজিয়া ! এমন একটি বিশেষ দিনেও প্রকাশ্যে চলে এল বারাসত পৌরসভার (Barasat Municipality) বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের দ্বন্দ্ব ৷ বিবাদের কারণ, চিকিৎসক দিবস পালন ও সেই সংক্রান্ত কর্মসূচি ! শাসকের এই অন্তর্দ্বন্দ্ব দিব্যি উপভোগ করল গেরুয়া শিবির ৷

তৃণমূল কংগ্রেস পরিচালিত বারাসত পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্য়ায় ৷ চিকিৎসক দিবস পালন করা নিয়ে তাঁর পূর্বসূরি সুনীল মুখোপাধ্যায়ের সমালোচনা করেন অশনি ৷ যদিও বিতর্কে জল ঢালতে পালটা আক্রমণের পথে হাঁটেননি সুনীল ৷ কিন্তু, তাতে বিজেপি-র মুখ বন্ধ করা যায়নি ৷ তাদের বক্তব্য, শাসকদলের স্থানীয় নেতৃত্বের এমন আচরণে আদতে ডা. বিধানচন্দ্র রায়কেই (Bidhan Chandra Roy) অসম্মান করা হচ্ছে ৷

আরও পড়ুন: Bidhan Chandra Roy: আবির্ভাব ও প্রয়াণ দিবসে বিধানচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের

শুক্রবার বারাসত পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরেই চিকিৎসক দিবস পালন করা হয় ৷ এলাকার কয়েকজন নামী চিকিৎসককে সেখানে আমন্ত্রণ জানানো হয় ৷ উপস্থিত ছিলেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতারা ৷ কিন্তু, সেই অনুষ্ঠানে পৌরসভার বিগত বোর্ডের তৃণমূল চেয়ারম্যান তথা কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের দেখা মেলেনি ৷

এদিনের কর্মসূচি প্রসঙ্গে অশনি বলেন, "আমি 22 বছরের কাউন্সিলর ৷ এই দীর্ঘ সময়ে কখনও দেখেনি, পৌরসভায় চিকিৎসক দিবস পালন করা হচ্ছে ৷ এবারই তৃণমূল পরিচালিত পৌরসভার উদ্যোগে প্রথম চিকিৎসক দিবস পালন করা হল ৷ বিগত পৌরবোর্ড কেন এই উদ্যোগ নেয়নি, তা প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ই ভালো বলতে পারবেন ৷"

যদিও, যাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অশনি, সেই প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগ যে কেউ করতেই পারেন ৷ সব অভিযোগের উত্তর দেব না ৷ তাতে বিতর্ক আরও বাড়বে ৷"

অন্যদিকে, এই বিষয়ে বিজেপি-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "বিধানচন্দ্র রায় বাংলার গর্ব ৷ তাঁর জন্মদিবসে যেভাবে বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে, তা খুবই লজ্জার ৷ আমরা এর তীব্র নিন্দা করছি ৷"

বারাসত, 1 জুলাই: চিকিৎসক দিবসেও বাদ গেল না তৃণমূলের অন্দরের কাজিয়া ! এমন একটি বিশেষ দিনেও প্রকাশ্যে চলে এল বারাসত পৌরসভার (Barasat Municipality) বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের দ্বন্দ্ব ৷ বিবাদের কারণ, চিকিৎসক দিবস পালন ও সেই সংক্রান্ত কর্মসূচি ! শাসকের এই অন্তর্দ্বন্দ্ব দিব্যি উপভোগ করল গেরুয়া শিবির ৷

তৃণমূল কংগ্রেস পরিচালিত বারাসত পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্য়ায় ৷ চিকিৎসক দিবস পালন করা নিয়ে তাঁর পূর্বসূরি সুনীল মুখোপাধ্যায়ের সমালোচনা করেন অশনি ৷ যদিও বিতর্কে জল ঢালতে পালটা আক্রমণের পথে হাঁটেননি সুনীল ৷ কিন্তু, তাতে বিজেপি-র মুখ বন্ধ করা যায়নি ৷ তাদের বক্তব্য, শাসকদলের স্থানীয় নেতৃত্বের এমন আচরণে আদতে ডা. বিধানচন্দ্র রায়কেই (Bidhan Chandra Roy) অসম্মান করা হচ্ছে ৷

আরও পড়ুন: Bidhan Chandra Roy: আবির্ভাব ও প্রয়াণ দিবসে বিধানচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের

শুক্রবার বারাসত পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরেই চিকিৎসক দিবস পালন করা হয় ৷ এলাকার কয়েকজন নামী চিকিৎসককে সেখানে আমন্ত্রণ জানানো হয় ৷ উপস্থিত ছিলেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতারা ৷ কিন্তু, সেই অনুষ্ঠানে পৌরসভার বিগত বোর্ডের তৃণমূল চেয়ারম্যান তথা কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের দেখা মেলেনি ৷

এদিনের কর্মসূচি প্রসঙ্গে অশনি বলেন, "আমি 22 বছরের কাউন্সিলর ৷ এই দীর্ঘ সময়ে কখনও দেখেনি, পৌরসভায় চিকিৎসক দিবস পালন করা হচ্ছে ৷ এবারই তৃণমূল পরিচালিত পৌরসভার উদ্যোগে প্রথম চিকিৎসক দিবস পালন করা হল ৷ বিগত পৌরবোর্ড কেন এই উদ্যোগ নেয়নি, তা প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ই ভালো বলতে পারবেন ৷"

যদিও, যাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অশনি, সেই প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগ যে কেউ করতেই পারেন ৷ সব অভিযোগের উত্তর দেব না ৷ তাতে বিতর্ক আরও বাড়বে ৷"

অন্যদিকে, এই বিষয়ে বিজেপি-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "বিধানচন্দ্র রায় বাংলার গর্ব ৷ তাঁর জন্মদিবসে যেভাবে বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে, তা খুবই লজ্জার ৷ আমরা এর তীব্র নিন্দা করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.