ETV Bharat / state

BJP-র কাছ থেকে গারুলিয়া পৌরসভা ছিনিয়ে নিল তৃণমূল

author img

By

Published : Oct 25, 2019, 10:35 PM IST

গারুলিয়া পৌরসভার বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস ৷ পৌরপ্রধান হলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় সিং।

ছবি

গারুলিয়া, 25 অক্টোবর : গারুলিয়া পৌরসভার বোর্ড গঠন করল তৃণমূল । পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন গারুলিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় সিং। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই পৌরপ্রধান নির্বাচনে BJP-র কোনও কাউন্সিলরই উপস্থিত ছিলেন না ।

উত্তর 24 পরগনার গারুলিয়া পৌরসভার 21 টি ওয়ার্ডের মধ্যে 19 জন তৃণমূল কাউন্সিলর, একজন কংগ্রেস কাউন্সিলর এবং একজন ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর ছিলেন । কিন্তু 23 মে ব্যারাকপুরে BJP জেতার পরেই লোকসভা কেন্দ্রের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি পৌরসভার মতো গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং, উপ পৌরপ্রধান সুব্রত মুখোপাধ্যায়-সহ মোট 19 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJPতে যোগ দিয়েছিলেন । পরবর্তীকালে সুনীল সিংয়ের হাত ধরে কংগ্রেস কাউন্সিলরও BJPতে যোগ দেন । এই 20 জন BJP, একজন ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর নিয়ে সংখ্যা গরিষ্ঠতার বিচারে গারুলিয়া পৌরসভা BJP-র দখলে চলে যায় ।

সময় যত গড়িয়েছে এই লোকসভা কেন্দ্রে BJP-র আধিপত্য তত কমতে শুরু করে । ঠিক এই সময়ে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া বহু কাউন্সিলর BJP-র প্রতি অসন্তোষ প্রকাশ করে ফের তৃণমূলে ফিরে আসেন । এর মধ্যে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি পৌরসভার কাউন্সিল যারা তৃণমূল ছেড়ে BJP-তে গিয়েছিলেন, তাঁরা ফের তৃণমূলে প্রত্যাবর্তন করায় ফের সংখ্যা গরিষ্ঠতার নিরিখে তৃণমূল পৌরবোর্ড ফের দখল করে ৷ কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পথে হেঁটে এবার গারুলিয়া পৌরসভার 20 জন BJP কাউন্সিলরের মধ্যে 13 জন তৃণমূলে ফিরে আসেন । 16 সেপ্টেম্বর পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা ।

পৌর আইন অনুযায়ী 15 দিনের মধ্যে পৌরপ্রধানকে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে হয় । কিন্তু অনাস্থা ভোটে জয় পাবে না জেনেই 15 দিনের মাথায় হঠাৎ করেই পৌরপ্রধান সুনীল সিং পদত্যাগ করেন । এরপর বাকি 7 দিনের মধ্যে উপ পৌরপ্রধানের হাতে চলে যায় আস্থা অর্জন করার বিষয়টি । কিন্তু উপ পৌরপ্রধান সুব্রত মুখোপাধ্যায় BJP ছেড়ে তৃণমূলে চলে আসায় সম্পূর্ণ রাশ চলে আসে তৃণমূলের হাতেই । তখনই তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে জেলা শাসকের কাছে এই পৌরসভার বোর্ড গঠনের আবেদন জানানো হয় । সেই অনুযায়ী উত্তর 24 পরগনা জেলাশাসক আজ পৌরসভার বোর্ড গঠন করার অনুমতি দেন । এরপরই আজ গারুলিয়া পৌরসভার বোর্ড গঠন করল তৃণমূল ।

গারুলিয়া, 25 অক্টোবর : গারুলিয়া পৌরসভার বোর্ড গঠন করল তৃণমূল । পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন গারুলিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় সিং। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই পৌরপ্রধান নির্বাচনে BJP-র কোনও কাউন্সিলরই উপস্থিত ছিলেন না ।

উত্তর 24 পরগনার গারুলিয়া পৌরসভার 21 টি ওয়ার্ডের মধ্যে 19 জন তৃণমূল কাউন্সিলর, একজন কংগ্রেস কাউন্সিলর এবং একজন ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর ছিলেন । কিন্তু 23 মে ব্যারাকপুরে BJP জেতার পরেই লোকসভা কেন্দ্রের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি পৌরসভার মতো গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং, উপ পৌরপ্রধান সুব্রত মুখোপাধ্যায়-সহ মোট 19 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJPতে যোগ দিয়েছিলেন । পরবর্তীকালে সুনীল সিংয়ের হাত ধরে কংগ্রেস কাউন্সিলরও BJPতে যোগ দেন । এই 20 জন BJP, একজন ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর নিয়ে সংখ্যা গরিষ্ঠতার বিচারে গারুলিয়া পৌরসভা BJP-র দখলে চলে যায় ।

সময় যত গড়িয়েছে এই লোকসভা কেন্দ্রে BJP-র আধিপত্য তত কমতে শুরু করে । ঠিক এই সময়ে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া বহু কাউন্সিলর BJP-র প্রতি অসন্তোষ প্রকাশ করে ফের তৃণমূলে ফিরে আসেন । এর মধ্যে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি পৌরসভার কাউন্সিল যারা তৃণমূল ছেড়ে BJP-তে গিয়েছিলেন, তাঁরা ফের তৃণমূলে প্রত্যাবর্তন করায় ফের সংখ্যা গরিষ্ঠতার নিরিখে তৃণমূল পৌরবোর্ড ফের দখল করে ৷ কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পথে হেঁটে এবার গারুলিয়া পৌরসভার 20 জন BJP কাউন্সিলরের মধ্যে 13 জন তৃণমূলে ফিরে আসেন । 16 সেপ্টেম্বর পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা ।

পৌর আইন অনুযায়ী 15 দিনের মধ্যে পৌরপ্রধানকে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে হয় । কিন্তু অনাস্থা ভোটে জয় পাবে না জেনেই 15 দিনের মাথায় হঠাৎ করেই পৌরপ্রধান সুনীল সিং পদত্যাগ করেন । এরপর বাকি 7 দিনের মধ্যে উপ পৌরপ্রধানের হাতে চলে যায় আস্থা অর্জন করার বিষয়টি । কিন্তু উপ পৌরপ্রধান সুব্রত মুখোপাধ্যায় BJP ছেড়ে তৃণমূলে চলে আসায় সম্পূর্ণ রাশ চলে আসে তৃণমূলের হাতেই । তখনই তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে জেলা শাসকের কাছে এই পৌরসভার বোর্ড গঠনের আবেদন জানানো হয় । সেই অনুযায়ী উত্তর 24 পরগনা জেলাশাসক আজ পৌরসভার বোর্ড গঠন করার অনুমতি দেন । এরপরই আজ গারুলিয়া পৌরসভার বোর্ড গঠন করল তৃণমূল ।

Intro:Body:গারুলিয়া পৌরসভার নতুন পৌরপ্রধান ও বিজেপির সুনীল সিং ও অর্জুন সিং এর বক্তব্য Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.