হিংলি, 6 মে : হিংলির দুটি বুথে BJP এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুর । তিনি একটি বুথে এজেন্টকে বসিয়ে দেন । অপর বুথে এজেন্ট না বসানো পর্যন্ত এলাকায় থাকবেন বলে জানান । ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গিয়েছে । এলাকায় উত্তেজনা রয়েছে ।
আজ সকালে বনগাঁ দক্ষিণ বিধানসভার চৌবেড়িয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হিংলি প্রাথমিক বিদ্যালয়ের 117 ও 118 নম্বর বুথে ঢুকতে যান BJP-র পোলিং এজেন্টরা । অভিযোগ, তখন তৃণমূলের লোকজন তাঁদের বাধা দেয় । বুথে ঢুকতে দেওয়া হয়নি । এক এজেন্ট মলিনা সরকার বলেন , "আমাকে ঢুকতে দেওয়া হয়নি । তৃণমূলের লোকজন জিজ্ঞাসা করে তুমি এখানে কী করছ ? আমায় বেরিয়ে যেতে বলা হয় । প্রিজ়াইডিং অফিসারকে বিষয়টি জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি । উলটে তিনি বলেন, তৃণমূলের লোকজন যখন চাইছে না, তখন কিছু করার নেই । আপনি চলে যান । "
পরে খবর পেয়ে বেলা 12টা নাগাদ ঘটনাস্থানে যান শান্তনু । তিনি বলেন, "পঞ্চায়েত ভোটে এখানে তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল । এবারও সেই চেষ্টা করা হচ্ছে । আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি । বহিরাগতরা হুমকি দিচ্ছে । পোলিং এজেন্টকে বসিয়ে তবেই আমি এলাকা ছাড়ব । " আপাতত 117 নম্বর বুথে এজেন্টকে বসিয়েছেন শান্তনু । ঘটনাস্থানে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী । এলাকায় উত্তেজনা রয়েছে ।