ETV Bharat / state

খড়দায় তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গুলি - kakinara

খড়দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের স্বামী গোপাল দাসকে গুলি করল দুই দুষ্কৃতী ৷

জখম ব্যক্তি
author img

By

Published : May 1, 2019, 3:05 PM IST

Updated : May 1, 2019, 5:57 PM IST

ব্যারাকপুর, 1 মে : তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গুলি করল দুই দুষ্কৃতী ৷ ঘটনাটি খড়দা আমবাগান এলাকার ৷ আহত ব্যক্তি বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷

আজ সকালে ডানলপের দিক থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন

খড়দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের স্বামী ননীগোপাল দাস (47) ৷ সেই সময় বি টি রোডের উপর সোদপুর ধানকল মোড়ের কাছে হঠাৎ দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ননীবাবুর ডান হাতে গুলি লাগে ৷ তিনি প্রাণে বাঁচতে অটোতে উঠে পালিয়ে যান ৷

দেখুন ভিডিয়ো

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

ব্যারাকপুর, 1 মে : তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গুলি করল দুই দুষ্কৃতী ৷ ঘটনাটি খড়দা আমবাগান এলাকার ৷ আহত ব্যক্তি বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷

আজ সকালে ডানলপের দিক থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন

খড়দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের স্বামী ননীগোপাল দাস (47) ৷ সেই সময় বি টি রোডের উপর সোদপুর ধানকল মোড়ের কাছে হঠাৎ দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ননীবাবুর ডান হাতে গুলি লাগে ৷ তিনি প্রাণে বাঁচতে অটোতে উঠে পালিয়ে যান ৷

দেখুন ভিডিয়ো

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

sample description
Last Updated : May 1, 2019, 5:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.