ETV Bharat / state

পয়সা কামাতে পারছেন না বলে তৃণমূলে ফিরে যাচ্ছেন কাউন্সিলররা : দিলীপ - Councilors can not earn money

BJP থেকে তৃণমূলে ফিরে যাচ্ছেন কাউন্সিলররা ৷ প্রশাসনিক সুবিধা না পাওয়াই তার কারণ বলে দাবি দিলীপ ঘোষের ৷

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 13, 2019, 11:24 PM IST

Updated : Aug 14, 2019, 2:10 AM IST

বারাসত, 13 অগাস্ট : "পয়সা কামাতে পারছেন না বলে কাউন্সিলররা BJP থেকে তৃণমূলে ফিরে যাচ্ছেন ।" আজ বারাসতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা আসন BJP জেতে ৷ এরপর একাধিক পৌরসভার হাতবদল হয় । তৃণমূল থেকে দলে দলে কাউন্সিলররা BJP-তে যোগদান করেন । কিন্তু মাস ঘুরতেই সেই দলত্যাগীদের একটা বড় অংশ ফের তৃণমূলে ফিরে যান । এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন তাঁরা হয়তো এখানে পয়সা কামাতে পারছেন না । প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না ৷ তাই হয়তো চলে যাচ্ছেন৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দুর্গাপুজোয় আয়করের নোটিশ প্রসঙ্গে দিলীপ বলেন, "দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল । তাই, সেই সব ক্লাবকে আয়করের নোটিশ দেওয়া হয়েছে । কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না । আয়কর নোটিশ নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি । তার অর্থ ডাল মে কুছ কালা হ্যায় ৷"

আজ BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ অন্যরা । সেখানে কর্মীদের সঙ্গে দিলীপবাবু একটি বৈঠকও করেন ৷

বারাসত, 13 অগাস্ট : "পয়সা কামাতে পারছেন না বলে কাউন্সিলররা BJP থেকে তৃণমূলে ফিরে যাচ্ছেন ।" আজ বারাসতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা আসন BJP জেতে ৷ এরপর একাধিক পৌরসভার হাতবদল হয় । তৃণমূল থেকে দলে দলে কাউন্সিলররা BJP-তে যোগদান করেন । কিন্তু মাস ঘুরতেই সেই দলত্যাগীদের একটা বড় অংশ ফের তৃণমূলে ফিরে যান । এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন তাঁরা হয়তো এখানে পয়সা কামাতে পারছেন না । প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না ৷ তাই হয়তো চলে যাচ্ছেন৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দুর্গাপুজোয় আয়করের নোটিশ প্রসঙ্গে দিলীপ বলেন, "দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল । তাই, সেই সব ক্লাবকে আয়করের নোটিশ দেওয়া হয়েছে । কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না । আয়কর নোটিশ নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি । তার অর্থ ডাল মে কুছ কালা হ্যায় ৷"

আজ BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ অন্যরা । সেখানে কর্মীদের সঙ্গে দিলীপবাবু একটি বৈঠকও করেন ৷

Intro:টাকা কামাতে পারছে না বলে বিজেপিতে এসেও আবার ফিরে যাচ্ছেঃ দিলীপ

বারাসতঃ টাকা কামাতে পারছে না বলে কাউন্সলররা তৃণমূল থেকে বিজেপিতে এসেও আবার তারা ফিরে যাচ্ছেন। মঙ্গলবার বারাসতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা আসন জয়লাভের পর বহু পুরসভার হাতবদল হয়। তৃনমূল থেকে দলে দলে কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। কিন্তু মাস ঘুরতেই সেই দলত্যাগীদের বড় অংশ আবার তৃণমূলেই ফিরে যান। সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন, তাঁরা এখানে টাকা কামাতে পারছেন না। ক্ষমতাও ভোগ করতে পারছেন না। তাই তারা ক্ষমতা ও টাকা কামানোর জন্য আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন।' তারপরই মেদিনীপুরের বিজেপি সাংসদের মন্তব্য, 'বিজেপিতে আসার জন্য লাইন লেগে গিয়েছে। আমরা এখন থেকে বেছে বেছে দলে নেব।'

দুর্গাপুজোয় আয়কর নোটিস ধরানো প্রসঙ্গে দিলীপ এদিন বলেন, 'দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল। তাই, সেই সব ক্লাবকে আয়কর নোটিস ধরানো হয়েছে। কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না। আয়কর নোটিস নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি। তার অর্থ ডাল মে কুছ কি কালা হ্যায়?'

2021 এর আগে রাজ্যের তৃণমূল সরকারকে বিজেপি ফেলতে পারবে কি না, সে প্রশ্নে নিরুত্তর দিলীপ। তার পালটা দাবি, 'শাসক দল ভয় পেয়েছে। তাই পুরসভা ও কলেজের ছাত্র সংসদ ভোট করাচ্ছে না। যেখানেই ভোট হচ্ছে, সেখানেই বিজেপি জিতছে। আমাদের শেখানো পদ্ধতি প্রশান্ত কিশোর ওদের শেখাচ্ছে। তাতে কোনও লাভ হবে না। এক গাছের ছাল আরেক গাছে লাগে না।'

এদিন দিলীপ ঘোষের সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ অন্যরা। সেখানে কর্মীদের সঙ্গে দিলীপ একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন।Body:টাকা কামাতে পারছে না বলে বিজেপিতে এসেও আবার ফিরে যাচ্ছেঃ দিলীপ

বারাসতঃ টাকা কামাতে পারছে না বলে কাউন্সলররা তৃণমূল থেকে বিজেপিতে এসেও আবার তারা ফিরে যাচ্ছেন। মঙ্গলবার বারাসতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা আসন জয়লাভের পর বহু পুরসভার হাতবদল হয়। তৃনমূল থেকে দলে দলে কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। কিন্তু মাস ঘুরতেই সেই দলত্যাগীদের বড় অংশ আবার তৃণমূলেই ফিরে যান। সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন, তাঁরা এখানে টাকা কামাতে পারছেন না। ক্ষমতাও ভোগ করতে পারছেন না। তাই তারা ক্ষমতা ও টাকা কামানোর জন্য আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন।' তারপরই মেদিনীপুরের বিজেপি সাংসদের মন্তব্য, 'বিজেপিতে আসার জন্য লাইন লেগে গিয়েছে। আমরা এখন থেকে বেছে বেছে দলে নেব।'

দুর্গাপুজোয় আয়কর নোটিস ধরানো প্রসঙ্গে দিলীপ এদিন বলেন, 'দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল। তাই, সেই সব ক্লাবকে আয়কর নোটিস ধরানো হয়েছে। কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না। আয়কর নোটিস নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি। তার অর্থ ডাল মে কুছ কি কালা হ্যায়?'

2021 এর আগে রাজ্যের তৃণমূল সরকারকে বিজেপি ফেলতে পারবে কি না, সে প্রশ্নে নিরুত্তর দিলীপ। তার পালটা দাবি, 'শাসক দল ভয় পেয়েছে। তাই পুরসভা ও কলেজের ছাত্র সংসদ ভোট করাচ্ছে না। যেখানেই ভোট হচ্ছে, সেখানেই বিজেপি জিতছে। আমাদের শেখানো পদ্ধতি প্রশান্ত কিশোর ওদের শেখাচ্ছে। তাতে কোনও লাভ হবে না। এক গাছের ছাল আরেক গাছে লাগে না।'

এদিন দিলীপ ঘোষের সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ অন্যরা। সেখানে কর্মীদের সঙ্গে দিলীপ একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন।Conclusion:টাকা কামাতে পারছে না বলে বিজেপিতে এসেও আবার ফিরে যাচ্ছেঃ দিলীপ

বারাসতঃ টাকা কামাতে পারছে না বলে কাউন্সলররা তৃণমূল থেকে বিজেপিতে এসেও আবার তারা ফিরে যাচ্ছেন। মঙ্গলবার বারাসতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা আসন জয়লাভের পর বহু পুরসভার হাতবদল হয়। তৃনমূল থেকে দলে দলে কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। কিন্তু মাস ঘুরতেই সেই দলত্যাগীদের বড় অংশ আবার তৃণমূলেই ফিরে যান। সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন, তাঁরা এখানে টাকা কামাতে পারছেন না। ক্ষমতাও ভোগ করতে পারছেন না। তাই তারা ক্ষমতা ও টাকা কামানোর জন্য আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন।' তারপরই মেদিনীপুরের বিজেপি সাংসদের মন্তব্য, 'বিজেপিতে আসার জন্য লাইন লেগে গিয়েছে। আমরা এখন থেকে বেছে বেছে দলে নেব।'

দুর্গাপুজোয় আয়কর নোটিস ধরানো প্রসঙ্গে দিলীপ এদিন বলেন, 'দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল। তাই, সেই সব ক্লাবকে আয়কর নোটিস ধরানো হয়েছে। কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না। আয়কর নোটিস নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি। তার অর্থ ডাল মে কুছ কি কালা হ্যায়?'

2021 এর আগে রাজ্যের তৃণমূল সরকারকে বিজেপি ফেলতে পারবে কি না, সে প্রশ্নে নিরুত্তর দিলীপ। তার পালটা দাবি, 'শাসক দল ভয় পেয়েছে। তাই পুরসভা ও কলেজের ছাত্র সংসদ ভোট করাচ্ছে না। যেখানেই ভোট হচ্ছে, সেখানেই বিজেপি জিতছে। আমাদের শেখানো পদ্ধতি প্রশান্ত কিশোর ওদের শেখাচ্ছে। তাতে কোনও লাভ হবে না। এক গাছের ছাল আরেক গাছে লাগে না।'

এদিন দিলীপ ঘোষের সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ অন্যরা। সেখানে কর্মীদের সঙ্গে দিলীপ একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন।
Last Updated : Aug 14, 2019, 2:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.