বারাসত, 13 অগাস্ট : "পয়সা কামাতে পারছেন না বলে কাউন্সিলররা BJP থেকে তৃণমূলে ফিরে যাচ্ছেন ।" আজ বারাসতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা আসন BJP জেতে ৷ এরপর একাধিক পৌরসভার হাতবদল হয় । তৃণমূল থেকে দলে দলে কাউন্সিলররা BJP-তে যোগদান করেন । কিন্তু মাস ঘুরতেই সেই দলত্যাগীদের একটা বড় অংশ ফের তৃণমূলে ফিরে যান । এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন তাঁরা হয়তো এখানে পয়সা কামাতে পারছেন না । প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না ৷ তাই হয়তো চলে যাচ্ছেন৷ "
দুর্গাপুজোয় আয়করের নোটিশ প্রসঙ্গে দিলীপ বলেন, "দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল । তাই, সেই সব ক্লাবকে আয়করের নোটিশ দেওয়া হয়েছে । কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না । আয়কর নোটিশ নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি । তার অর্থ ডাল মে কুছ কালা হ্যায় ৷"
আজ BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ অন্যরা । সেখানে কর্মীদের সঙ্গে দিলীপবাবু একটি বৈঠকও করেন ৷