ETV Bharat / state

TMC Inner Clash: অটোর রুটের দখলদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ধুন্ধুমার বারাসতে প্রহৃত কাউন্সিলর

তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বারাসত ৷ আহত কাউন্সিলর ৷

ETV Bharat
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বারাসতে
author img

By

Published : Jun 27, 2023, 8:46 PM IST

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বারাসতে

বারাসত, 27 জুন: অটো-টোটো রুটের দখলদারি ঘিরে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে । সংঘর্ষে আক্রান্ত হয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেন দলেরই অপর গোষ্ঠীর লোকজন। মারধরের জেরে কাউন্সিলরের মুখ ফেটে যায়। আঘাত লাগে তাঁর মাথাতেও।

পরিস্থিতি একসময় এমন যায়গায় পৌঁছয় যে দু'পক্ষের সংঘর্ষ থামাতে একসময় লাঠিচার্জও করতে হয় পুলিশকে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বারাসত-ব‍্যারাকপুর রোডের অটো চলাচল। যদিও এই ঘটনায় গোষ্ঠীকোন্দলের কথা মানতে চায়নি আইএনটিটিইউসি জেলা নেতৃত্ব। ঘটনার পর পুলিশ দু'জনকে আটক করলেও মূল অভিযুক্ত অরিন্দম বন্দ্যোপাধ্যায় পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, হেলাবটতলা মোড় থেকে বারাসত স্টেশন রোড এই রুটের অটো-টোটো রুটের দখলদারি ঘিরে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল আইএনটিটিইউসি নেতা অরিন্দম বন্দোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের মধ্যে। দেবব্রত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর । অভিযোগ, তাঁকে না-জানিয়েই ওই রুটে বেশকিছু অটো-টোটো ঢুকিয়ে দেন কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা অরিন্দম । যার জেরে দু'পক্ষের মনোমালিন্য আরও বাড়তে শুরু করে । এরই মধ্যে এদিন বিকেলে অনুগামীদের নিয়ে ওই অটো-টোটো রুটে দখলদারির প্রতিবাদ করতে হেলাবটতলা মোড়ে আসেন কাউন্সিলর দেবব্রত পাল। খবর পেয়ে সেখানে আসে অরিন্দমের অনুগামীরাও । এই নিয়ে প্রথমে দু'পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি । চলে বচসাও । অভিযোগ, তখনই সংঘর্ষ বেঁধে যায় দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে ।

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে বিজেপিতে গোষ্ঠীকোন্দল ! জেলা সভাপতিকে মারধরের ভিডিয়ো ভাইরাল

সংঘর্ষ চলাকালীন দলেরই একপক্ষ কাউন্সিলর দেবব্রত পালকে মারতে মারতে নিয়ে যায় রাস্তার ওপারে । কাউন্সিলরকে বাঁচাতে এবং দু'পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করতে শেষে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । যদিও তাতেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় গড়িয়ে যায়। এদিকে দলের কাউন্সিলরের আক্রান্ত হওয়ার খবর পেয়ে হেলাবটতলা মোড়ে ছুটে যান শাসকদলের স্থানীয় নেতারা। আইএনটিটিইউসি-র বারাসত সংসদীয় জেলার সভাপতি তাপস দাশগুপ্ত, সংগঠনের জেলার সহ-সভাপতি অতনু ঘোষ, বারাসত শহর তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলর অরুণ ভৌমিকের নেতৃত্বে শুরু হয় পথসভা । যেখানে ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন তৃণমূল নেতৃত্ব ।

এই বিষয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল বলেন, "বুড়ো বলে কোনও নেতা তৃণমূলে নেই।তা সত্ত্বেও গরিব লোকের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে ও (অরিন্দম) নিজের মতো করে হেলাবটতলা মোড়ে অটো-টোটো রুট বের করে দিয়েছে । আমাকে কোনও কিছু জানানোর প্রয়োজন মনে করেননি । তারই প্রতিবাদ করতে গিয়ে ওর কিছু সমাজবিরোধীর হাতে আক্রান্ত হয়েছি ।"

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে দিনহাটায় গুলি ! মৃত এক; জখম 5

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দু'পক্ষের প্রকাশ্যে মারামারিত্ জড়ানো! তার জেরে কাউন্সিলরের আক্রান্ত হওয়ার ঘটনায় ভোটের মুখে বিড়ম্বনা বাড়িয়েছে শাসকদলের । যদিও এর মধ্যে কোনও গোষ্ঠীকোন্দলের ব‍্যাপার নেই বলে দাবি করেছেন আইএনটিটিইউসি-র জেলা সহ-সভাপতি অতনু ঘোষ । তিনি বলেন, "যাদের হাতে কাউন্সিলর আক্রান্ত হয়েছেন তাঁদের পরিচয় কেবলমাত্র সমাজবিরোধী । দলে কোনও অন‍্যায় বরদাস্ত করা হবে না। সে যেই হোক ৷"

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বারাসতে

বারাসত, 27 জুন: অটো-টোটো রুটের দখলদারি ঘিরে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে । সংঘর্ষে আক্রান্ত হয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেন দলেরই অপর গোষ্ঠীর লোকজন। মারধরের জেরে কাউন্সিলরের মুখ ফেটে যায়। আঘাত লাগে তাঁর মাথাতেও।

পরিস্থিতি একসময় এমন যায়গায় পৌঁছয় যে দু'পক্ষের সংঘর্ষ থামাতে একসময় লাঠিচার্জও করতে হয় পুলিশকে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বারাসত-ব‍্যারাকপুর রোডের অটো চলাচল। যদিও এই ঘটনায় গোষ্ঠীকোন্দলের কথা মানতে চায়নি আইএনটিটিইউসি জেলা নেতৃত্ব। ঘটনার পর পুলিশ দু'জনকে আটক করলেও মূল অভিযুক্ত অরিন্দম বন্দ্যোপাধ্যায় পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, হেলাবটতলা মোড় থেকে বারাসত স্টেশন রোড এই রুটের অটো-টোটো রুটের দখলদারি ঘিরে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল আইএনটিটিইউসি নেতা অরিন্দম বন্দোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের মধ্যে। দেবব্রত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর । অভিযোগ, তাঁকে না-জানিয়েই ওই রুটে বেশকিছু অটো-টোটো ঢুকিয়ে দেন কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা অরিন্দম । যার জেরে দু'পক্ষের মনোমালিন্য আরও বাড়তে শুরু করে । এরই মধ্যে এদিন বিকেলে অনুগামীদের নিয়ে ওই অটো-টোটো রুটে দখলদারির প্রতিবাদ করতে হেলাবটতলা মোড়ে আসেন কাউন্সিলর দেবব্রত পাল। খবর পেয়ে সেখানে আসে অরিন্দমের অনুগামীরাও । এই নিয়ে প্রথমে দু'পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি । চলে বচসাও । অভিযোগ, তখনই সংঘর্ষ বেঁধে যায় দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে ।

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে বিজেপিতে গোষ্ঠীকোন্দল ! জেলা সভাপতিকে মারধরের ভিডিয়ো ভাইরাল

সংঘর্ষ চলাকালীন দলেরই একপক্ষ কাউন্সিলর দেবব্রত পালকে মারতে মারতে নিয়ে যায় রাস্তার ওপারে । কাউন্সিলরকে বাঁচাতে এবং দু'পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করতে শেষে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । যদিও তাতেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় গড়িয়ে যায়। এদিকে দলের কাউন্সিলরের আক্রান্ত হওয়ার খবর পেয়ে হেলাবটতলা মোড়ে ছুটে যান শাসকদলের স্থানীয় নেতারা। আইএনটিটিইউসি-র বারাসত সংসদীয় জেলার সভাপতি তাপস দাশগুপ্ত, সংগঠনের জেলার সহ-সভাপতি অতনু ঘোষ, বারাসত শহর তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলর অরুণ ভৌমিকের নেতৃত্বে শুরু হয় পথসভা । যেখানে ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন তৃণমূল নেতৃত্ব ।

এই বিষয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল বলেন, "বুড়ো বলে কোনও নেতা তৃণমূলে নেই।তা সত্ত্বেও গরিব লোকের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে ও (অরিন্দম) নিজের মতো করে হেলাবটতলা মোড়ে অটো-টোটো রুট বের করে দিয়েছে । আমাকে কোনও কিছু জানানোর প্রয়োজন মনে করেননি । তারই প্রতিবাদ করতে গিয়ে ওর কিছু সমাজবিরোধীর হাতে আক্রান্ত হয়েছি ।"

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে দিনহাটায় গুলি ! মৃত এক; জখম 5

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দু'পক্ষের প্রকাশ্যে মারামারিত্ জড়ানো! তার জেরে কাউন্সিলরের আক্রান্ত হওয়ার ঘটনায় ভোটের মুখে বিড়ম্বনা বাড়িয়েছে শাসকদলের । যদিও এর মধ্যে কোনও গোষ্ঠীকোন্দলের ব‍্যাপার নেই বলে দাবি করেছেন আইএনটিটিইউসি-র জেলা সহ-সভাপতি অতনু ঘোষ । তিনি বলেন, "যাদের হাতে কাউন্সিলর আক্রান্ত হয়েছেন তাঁদের পরিচয় কেবলমাত্র সমাজবিরোধী । দলে কোনও অন‍্যায় বরদাস্ত করা হবে না। সে যেই হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.