বারাসত, 6 এপ্রিল: অভিনব পদক্ষেপ । পৌরসভার মাসিক সাম্মানিক ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিলেন বারাসতের (Barasat municipality news) 21 নম্বর ওয়ার্ডে তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহা (TMC councillor donates honorary allowances)। সেই টাকা নিজের ওয়ার্ডের উন্নয়নে খরচ করতে চান তিনি । মঙ্গলবার পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের কাছে এই আবেদন জানিয়েছেন শাসক দলের কাউন্সিলর । চেয়ারম্যান সেই আবেদনপত্রটি ফরওয়ার্ডের জন্য পাঠিয়েছেন পৌরসভার ফিনান্সিয়াল অফিসারের কাছে । সূত্রের খবর, কাউন্সিলর বিবর্তন সাহার আবেদনে সম্মতি দিয়েছেন চেয়ারম্যানও । আর নাগরিক পরিষেবায় তৃণমূল কাউন্সিলরের এমন পদক্ষেপকে কুর্নিশ করছেন জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সকলেই ।
দু-দশকের বেশি সময় ধরে বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডটি দখলে ছিল বামেদের । এ বারই প্রথম পৌরসভার নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়ে কার্যত সকলকে চমকে দিয়েছেন চিকিৎসক বিবর্তন সাহা (TMC councillor Bibartan Saha)। বাম দুর্গের ভিত নাড়িয়ে এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি । পৌর ভোটে জিতে কাউন্সিলর হতেই প্রথমে তিনি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হন । তাতে সাড়া দেয় জেলা স্বাস্থ্য দফতরও । ইতিমধ্যে সেই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে জোরকদমে । প্রতিশ্রুতি মতো এলাকায় ঢালাই রাস্তা, পানীয় জল-সহ বেশকিছু নাগরিক পরিষেবাতেও জোর দিয়েছেন তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহা । এ বার পৌরসভার মাসিক সাম্মানিক ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সকলের নজর কাড়লেন তিনি । যা বারাসত পৌরসভার ক্ষেত্রে ব্যতিক্রমীও বটে । এমন পদক্ষেপ অতীতে কেউ করেননি । ফলে শাসক দলের কাউন্সিলরের এই সিদ্ধান্ত অনুপ্রাণিত করবে অন্যদের । মত রাজনৈতিক মহলের ।
আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া ভ্যাকসিনেশন ক্যাম্প বন্ধ করল বারাসত পৌরসভা
এই বিষয়ে কাউন্সিলর বিবর্তন সাহা (TMC councillor donates monthly honorary allowances) বললেন, "21 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল বামেরা । তা সত্ত্বেও বরাবর নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে এসেছেন ওয়ার্ডের বাসিন্দারা । ভোটের সময় আমি নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবসময় তাঁদের পাশে থাকব । ওয়ার্ডের উন্নয়নে নজর দেব । সেই প্রতিশ্রুতি পালন করতেই আমি পৌরসভার সাম্মানিক ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । সেই টাকা উন্নয়ন খাতে খরচ করব নিজের ওয়ার্ডে ৷" কাউন্সিলরের কথায়, "পাঁচ বছরে মাসিক সাম্মানিক ভাতার টাকা যোগ করলে দাঁড়াবে প্রায় তিন লক্ষ টাকা । বারাসতের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন খাতে আলাদা ভাবে আর্থিক বরাদ্দ করে থাকে পৌরসভা । সেই টাকায় উন্নয়নের কাজ তো চলবেই । সঙ্গে মাসিক ভাতার টাকাও খরচ করা হবে ওয়ার্ডের উন্নয়নে ৷"
এ দিকে দলীয় কাউন্সিলরের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় । তিনি বলেন,"কাউন্সিলর হওয়ার আগে বিবর্তন সাহা একজন চিকিৎসক হিসেবে সবসময় মানুষের পাশে থেকেছেন । করোনার সময়ও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য । ফলে মানুষের হয়ে কাজ করার তাগিদ বরাবর রয়েছে তাঁর মধ্যে । তিনি তৃণমূল দলের কাউন্সিলর হওয়ায় সবাই গর্বিত । এ রকমই জনপ্রতিনিধি চান মানুষ । যিনি সবসময় এগিয়ে আসবেন মানুষের কল্যাণে ৷"