ETV Bharat / state

Protest in Barasat Station: ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে বারাসতে বিক্ষোভে সামিল তৃণমূল কাউন্সিলর

author img

By

Published : Jun 21, 2022, 10:23 PM IST

রেলের ফুট ওভারব্রিজ বন্ধের জের ! সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রেলের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কাউন্সিলর(TMC councillor)। চলল স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভও (Protest in Barasat Station)। স্লোগান এবং বাদানুবাদে সরগরম হয়ে ওঠে বারাসত স্টেশন চত্বর ।

TMC councilior protests in Barasat against closure of foot overbridge
Protest in Barasat Station

বারাসত, 21 জুন: বিনা নোটিশে ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন বারাসতবাসী । এই ইস্যুতে মঙ্গলবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বারাসত স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল(TMC councillor)। অহরহ স্লোগান এবং তীব্র বাদানুবাদের জেরে এদিন সরগরম হয়ে ওঠে বারাসত স্টেশন চত্বর(Protest in Barasat Station)। পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

শিয়ালদা-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে পুরনো একটি ফুট ওভারব্রিজ রয়েছে দীর্ঘদিন ধরে । স্টেশনের মধ্যবর্তী স্থানে এই ফুট ওভারব্রিজটি জলমগ্ন থেকে ব্যবহার করে আসছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ । স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে পুরনো এই ফুট ওভারব্রিজটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়া এপার থেকে ওপারে যাতায়াতের মাধ্যম হিসাবেও রেলের এই ফুট ওভারব্রিজটি ব‍্যবহার করে থাকেন দুই পাড়ের অসংখ্য সাধারণ মানুষ ।

গুরুত্বপূর্ণ সেই ফুট ওভারব্রিজটি আপাতত রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ(closure of foot overbridge)। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । যদিও রেল কর্তৃপক্ষের দাবি,"স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজটি বন্ধ থাকলেও পাঁচ ও এক নম্বর প্ল্যাটফর্মের শেষপ্রান্তে চালু হয়েছে নতুন একটি ফুট ওভারব্রিজ । যাত্রী সাধারণের সুবিধার্থে-ই তৈরি করা হয়েছে আধুনিক মানের সেই ফুট ওভারব্রিজ । ফলে সমস্যা পড়ার যে অভিযোগ করা হচ্ছে তা অবান্তর ।"

তারই মধ্যে এদিন দুপুরে স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজ পুনরায় চালুর দাবিতে পথে নামেন সাধারণ মানুষ । মিছিল করে এসে স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । আন্দোলনের নেতৃত্ব দেন বারাসত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল । বিক্ষোভ আটকানোর চেষ্টা হলে রেল পুলিশের সঙ্গে শুরু হয় বচসা এবং বাদানুবাদ । যার জেরে সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয় স্টেশন চত্বরে । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এক প্রতিনিধিদল পুরনো ফুট ওভারব্রিজ চালুর দাবিতে স্মারকলিপি জমা দেয় স্টেশন ম‍্যানেজারের কাছে (TMC councilior protests in Barasat against closure of foot overbridge)।

ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে বারাসতে বিক্ষোভ

আরও পড়ুন : Teenager Died in Baghajatin : বাঘাযতীনে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর, তদন্তে পুলিশ

তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল বলেন, "নতুন ফুট ওভারব্রিজটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে । যার ফলে সেই ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না অনেকেই । তাই আমাদের দাবি, পুরনো ফুট ওভারব্রিজটি বন্ধ না করে চালু করা হোক সাধারণ মানুষের স্বার্থে । এই দাবিতেই এদিন স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । সাধারণ মানুষের দাবি পূরণ না হলে আমরা আগামিদিনে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব ।"

এদিকে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বারাসতের স্টেশন ম‍্যানেজার (Station Master)।

বারাসত, 21 জুন: বিনা নোটিশে ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন বারাসতবাসী । এই ইস্যুতে মঙ্গলবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বারাসত স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল(TMC councillor)। অহরহ স্লোগান এবং তীব্র বাদানুবাদের জেরে এদিন সরগরম হয়ে ওঠে বারাসত স্টেশন চত্বর(Protest in Barasat Station)। পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

শিয়ালদা-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে পুরনো একটি ফুট ওভারব্রিজ রয়েছে দীর্ঘদিন ধরে । স্টেশনের মধ্যবর্তী স্থানে এই ফুট ওভারব্রিজটি জলমগ্ন থেকে ব্যবহার করে আসছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ । স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে পুরনো এই ফুট ওভারব্রিজটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়া এপার থেকে ওপারে যাতায়াতের মাধ্যম হিসাবেও রেলের এই ফুট ওভারব্রিজটি ব‍্যবহার করে থাকেন দুই পাড়ের অসংখ্য সাধারণ মানুষ ।

গুরুত্বপূর্ণ সেই ফুট ওভারব্রিজটি আপাতত রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ(closure of foot overbridge)। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । যদিও রেল কর্তৃপক্ষের দাবি,"স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজটি বন্ধ থাকলেও পাঁচ ও এক নম্বর প্ল্যাটফর্মের শেষপ্রান্তে চালু হয়েছে নতুন একটি ফুট ওভারব্রিজ । যাত্রী সাধারণের সুবিধার্থে-ই তৈরি করা হয়েছে আধুনিক মানের সেই ফুট ওভারব্রিজ । ফলে সমস্যা পড়ার যে অভিযোগ করা হচ্ছে তা অবান্তর ।"

তারই মধ্যে এদিন দুপুরে স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজ পুনরায় চালুর দাবিতে পথে নামেন সাধারণ মানুষ । মিছিল করে এসে স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । আন্দোলনের নেতৃত্ব দেন বারাসত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল । বিক্ষোভ আটকানোর চেষ্টা হলে রেল পুলিশের সঙ্গে শুরু হয় বচসা এবং বাদানুবাদ । যার জেরে সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয় স্টেশন চত্বরে । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এক প্রতিনিধিদল পুরনো ফুট ওভারব্রিজ চালুর দাবিতে স্মারকলিপি জমা দেয় স্টেশন ম‍্যানেজারের কাছে (TMC councilior protests in Barasat against closure of foot overbridge)।

ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে বারাসতে বিক্ষোভ

আরও পড়ুন : Teenager Died in Baghajatin : বাঘাযতীনে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর, তদন্তে পুলিশ

তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল বলেন, "নতুন ফুট ওভারব্রিজটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে । যার ফলে সেই ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না অনেকেই । তাই আমাদের দাবি, পুরনো ফুট ওভারব্রিজটি বন্ধ না করে চালু করা হোক সাধারণ মানুষের স্বার্থে । এই দাবিতেই এদিন স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । সাধারণ মানুষের দাবি পূরণ না হলে আমরা আগামিদিনে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব ।"

এদিকে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বারাসতের স্টেশন ম‍্যানেজার (Station Master)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.