ETV Bharat / state

গাইঘাটা ও অশোকনগরে তৃণমূল-BJP সংঘর্ষ - অশোকনগর ও গাইঘাটায় তৃণমূল-BJP - র মধ্যে সংঘর্ষ

বিশ্বকর্মা পুজোর রাতে উত্তর 24 পরগনার অশোকনগর ও গাইঘাটায় তৃণমূল-BJP - র মধ্যে সংঘর্ষ বাধে ৷

TMC-BJP clashes in Gaighata and Ashoknagar
গাইঘাটা ও অশোকনগরে তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Sep 19, 2020, 12:55 PM IST

অশোকনগর, 19 সেপ্টেম্বর : বিশ্বকর্মা পুজোর রাতে উত্তর 24 পরগনার অশোকনগর ও গাইঘাটায় তৃণমূল-BJP - র মধ্যে সংঘর্ষ ৷ দু'টি ঘটনার জেরে জখম দু'পক্ষেরই কয়েকজন ।

স্থানীয় সুত্রে জানা গেছে, গাইঘাটা থানার বকচরায় বিশ্বকর্মাপুজো উপলক্ষে রাতে মদ্যপানের আসরে তৃণমূল-BJP সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সমর্থক সুদেব কুণ্ডুকে মারধরের অভিযোগ ওঠে BJP কর্মী সমর্থকদের বিরুদ্ধে । সুদেবকে বাঁচাতে গিয়ে আরও এক তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলেই জানা গেছে । অন্যদিকে, BJP - র স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের কয়েকজন কর্মী বাঁশ, লোহার রড নিয়ে বকচরার মাঠপাড়া এলাকায় তাদের দলের সমর্থকদের ব্যাপক মারধর করে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

অন্যদিকে, অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমুল-BJP কর্মীসমর্থকদের মধ্যে মারপিটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । বৃহস্পতিবার বিশ্বকর্মাপুজো ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল । আর সেই উপলক্ষে BJP - র কর্মীসমর্থকরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । কিন্তু লকডাউন বিধিভঙ্গ হওয়ায় পুলিশ গিয়ে মাইক খুলে দেয় । যদিও কোনও অনুষ্ঠান ছাড়াই প্রধানমন্ত্রী জন্মদিন পালন করতে থাকেন BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাঁদের উপরে হামলা করে । রাতে BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হয় । চেয়ার-টেবিল ভেঙে দেয় তৃণমূলের কর্মারা । BJP - র পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও তৃণমল নেতৃত্বের অভিযোগ, মদ্যপানের আসর বসিয়েছিল BJP-র কর্মী-সমর্থকরা । স্থানীয়রা প্রতিবাদ করে সেই আসর ভেঙে দিয়েছে ।

অশোকনগর, 19 সেপ্টেম্বর : বিশ্বকর্মা পুজোর রাতে উত্তর 24 পরগনার অশোকনগর ও গাইঘাটায় তৃণমূল-BJP - র মধ্যে সংঘর্ষ ৷ দু'টি ঘটনার জেরে জখম দু'পক্ষেরই কয়েকজন ।

স্থানীয় সুত্রে জানা গেছে, গাইঘাটা থানার বকচরায় বিশ্বকর্মাপুজো উপলক্ষে রাতে মদ্যপানের আসরে তৃণমূল-BJP সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সমর্থক সুদেব কুণ্ডুকে মারধরের অভিযোগ ওঠে BJP কর্মী সমর্থকদের বিরুদ্ধে । সুদেবকে বাঁচাতে গিয়ে আরও এক তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলেই জানা গেছে । অন্যদিকে, BJP - র স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের কয়েকজন কর্মী বাঁশ, লোহার রড নিয়ে বকচরার মাঠপাড়া এলাকায় তাদের দলের সমর্থকদের ব্যাপক মারধর করে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

অন্যদিকে, অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমুল-BJP কর্মীসমর্থকদের মধ্যে মারপিটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । বৃহস্পতিবার বিশ্বকর্মাপুজো ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল । আর সেই উপলক্ষে BJP - র কর্মীসমর্থকরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । কিন্তু লকডাউন বিধিভঙ্গ হওয়ায় পুলিশ গিয়ে মাইক খুলে দেয় । যদিও কোনও অনুষ্ঠান ছাড়াই প্রধানমন্ত্রী জন্মদিন পালন করতে থাকেন BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাঁদের উপরে হামলা করে । রাতে BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হয় । চেয়ার-টেবিল ভেঙে দেয় তৃণমূলের কর্মারা । BJP - র পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও তৃণমল নেতৃত্বের অভিযোগ, মদ্যপানের আসর বসিয়েছিল BJP-র কর্মী-সমর্থকরা । স্থানীয়রা প্রতিবাদ করে সেই আসর ভেঙে দিয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.