গোবর্ধনপুর, 25 সেপ্টেম্বর : ফেসবুকে অশ্লীল পোস্টকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানার সুরেন্দ্রনগর এলাকার ঘটনা । ওই এলাকায় BJP কর্মী-সমর্থকরা মিটিং করছিল ৷ সেই মিটিং এর ছবি ফেসবুকে পোস্ট করে তৃণমূলের নামে অশ্লীল ভাষায় কমেন্ট করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ।
BJP কর্মীদের দাবি, তাদের এক কর্মীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় । তাকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ লাগে । সংঘর্ষে উভয় পক্ষের মোট 7 জন আহত হয় । ঘটনার খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন আহত হয়েছে । আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার পর উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷
BJP কর্মীদের দাবি, তারা থানায় অভিযোগ দায়ের করতে এসেছে বলে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে । অভিযোগ তুলে না নিলে তাদেরকে এলাকা ছাড়া করা হবে বলেও দাবী করে তারা । যদিও গোটা অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব । তাদের দাবি, দলীয় কর্মীর নামে অশ্লীল ভাষায় ফেসবুকে কমেন্ট করে এক যুবক । কেন সে এই অশ্লীল ভাষায় কমেন্ট করেছে তা জানতে গেলে তাদেরকে উলটে মারধর করা হয় । তৃণমূল কর্মীরা শুধুমাত্র প্রতিরোধ করে তুলেছে । উলটে BJP কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।