ETV Bharat / state

ব্যারাকপুরে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ - TMC

বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে উত্তপ্ত ব্যারাকপুর । তৃণমূল-BJP সংঘর্ষ ৷

TMC-BJP clash
তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Feb 27, 2020, 11:32 PM IST

ব্যারাকপুর, 27 ফেব্রুয়ারি : বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ ব্যারাকপুরে ৷ জখম 10 নম্বর ওয়ার্ডের BJP নেতা তথা প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল নেতা সৌরভ কর্মকার । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ ব্যারাকপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে ৷

হাসপাতালে মিলনবাবুকে দেখতে আজ হাসপাতালে আসেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং৷ তিনি বলেন, "24 ঘণ্টার মধ্যে যদি পুলিশ কোনও অ্যাকশন না নেয় তাহলে রিঅ্যাকশন হবে ৷" এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগাযোগ নেই বলে দাবি করেছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ৷

টিটাগড় থানায় দু'পক্ষের তরফেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷

ব্যারাকপুর, 27 ফেব্রুয়ারি : বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ ব্যারাকপুরে ৷ জখম 10 নম্বর ওয়ার্ডের BJP নেতা তথা প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল নেতা সৌরভ কর্মকার । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ ব্যারাকপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে ৷

হাসপাতালে মিলনবাবুকে দেখতে আজ হাসপাতালে আসেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং৷ তিনি বলেন, "24 ঘণ্টার মধ্যে যদি পুলিশ কোনও অ্যাকশন না নেয় তাহলে রিঅ্যাকশন হবে ৷" এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগাযোগ নেই বলে দাবি করেছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ৷

টিটাগড় থানায় দু'পক্ষের তরফেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.