আমডাঙা (উত্তর 24 পরগনা), 18 ডিসেম্বর : জমি বিবাদের মীমাংসা বৈঠক ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার আমডাঙা (TMC BJP Clash in Amdanga) ৷ সংঘর্ষে আহত উভয়পক্ষের 7 জন ৷ শাবলের আঘাতে মাথা ফেটেছে এক তৃণমূল বুথ সভাপতির ৷ আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকিরা চিকিৎসাধীন আমডাঙা গ্রামীণ হাসপাতালে ৷ তৃণমূল ও বিজেপি দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছে ৷ চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, আমডাঙার বেড়াবেড়ি পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকায় একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে তৃণমূল ও বিজেপি সমর্থক দু’টি পরিবারের মধ্যে (TMC BJP Clash for a Land Issue) ৷ সেই বিবাদ মেটাতে স্থানীয় স্তরে বহু চেষ্টা হলেও দেড় কাঠার সেই জমির বিবাদ আজও মেটেনি ৷ দু’পক্ষই জমির মালিকানা দাবি করে একসময় আদালতের দ্বারস্থও হয় ৷ সেই মামলা এখনও বিচারাধীন ৷ তারই মধ্যে জমির মালিকানা নিয়ে ফুলমালা রায় এবং নীলিমা রায়ের পরিবারের মধ্যে বিবাদ আরও বাড়তে থাকে ৷ সেই বিবাদের মীমাংসা করতেই শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে একটি বৈঠক ডাকা হয়েছিল ইন্দ্রপুর কলোনিতে ৷ যেখানে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি দু’পক্ষের সদস্যরাও হাজির ছিলেন বলে খবর ৷
আরও পড়ুন : Bankura AAP Poster : বাঁকুড়ায় আপের পোস্টার, তৃণমূল-বিজেপি কাজিয়া
অভিযোগ, মীমাংসা বৈঠক চলাকালীন পঞ্চায়েত সদস্যদের সামনেই বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ ৷ বচসা থেকে শুরু হয় সংঘর্ষ ৷ লাঠি, রড এবং শাবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর ৷ তুমুল সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় ৷ এই সংঘর্ষে তৃণমূলের চারজন এবং বিজেপির তিনজন গুরুতর আহত হয়েছেন ৷ আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷ শাবলের আঘাতে মাথা ফেটেছে তৃণমূলের বুথ সভাপতি নরেশ বিশ্বাসের ৷ আহতদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ৷ পরে, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আহত একজনকে স্থানান্তরিত করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে ৷ সংঘর্ষে তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে খবর হাসপাতাল সূত্রে ৷
আরও পড়ুন : TMC-BJP Clash : কোচবিহারের সিতাইতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম 3
এদিকে, এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি দুই তরফে । দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে । হাসপাতালের বেডে শুয়ে রক্তাক্ত তৃণমূলের বুথ সভাপতি নরেশ বিশ্বাস বলেন, ‘‘পরিকল্পনা করেই বিজেপি নেতা কার্তিক বিশ্বাসের নেতৃত্বে হামলা চালানো হয়েছে ৷ বুথ সভাপতি হিসেবে আমি শুধু মধ্যস্থতা করতে গিয়েছিলাম ৷ আমাকে দেখামাত্রই ওই বিজেপি নেতার দলবল মারধর শুরু করে ৷’’
শাসকদলের বুথ সভাপতি রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ করলেও, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোজ বিশ্বাস আবার একে রাজনৈতিক ঘটনা বলতে রাজি নন ৷ তাঁর কথায়, ‘‘জমি নিয়ে দুই শরিকি পরিবারের বিবাদের জেরেই গন্ডগোল ৷ সেখানে কেউ তৃণমূল কিংবা বিজেপি করতেই পারে ৷ একে রাজনৈতিক গন্ডগোল বলে দেখা উচিত নয় ৷’’
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অশান্তির অভিযোগ করেছেন বিজেপি সমর্থক নীলিমা রায় ৷ তাঁর দাবি, "দেড় কাঠার শরিকি ওই জমিটি আমার ৷ সেই জমি দখল করার চেষ্টা করছিলেন অপর শরিকি ৷ তা নিয়ে মীমাংসা বৈঠক চলাকালীনই হামলা চালায় তৃণমূলের লোকজন ৷ তাতে তিনজন আহত হয়েছেন ৷ এর সুষ্ঠু বিচার চাই আমরা ৷’’