বারাসত, 11 নভেম্বর: "অনুব্রত মণ্ডলের গুনগান করতে গিয়ে আখেরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিপদ ডেকে আনছেন তাঁরই । বুঝতেও পারছেন না 'বাঘ' সম্বোধন করা মন্তব্য আসলে বিরুদ্ধে যাচ্ছে অনুব্রতর ৷" গরু পাচার মামলায় ফের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন খারিজ হওয়ার প্রসঙ্গে এ কথা বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।
শুক্রবার বিকেলে বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি (Sujan Slams TMC) বলেন, "মশা মারা যাঁর কাজ, সেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বীরভূমে চলে গিয়েছেন বাঘ খুঁজতে । কারণ অনুব্রত মণ্ডল নাকি এতটাই প্রভাবশালী । সেই বাঘ এখন রয়েছে জেলে । যে ফিরহাদ হাকিম মশা মারতে ব্যর্থ । সে নাকি অনুব্রতকে তুলনা করছেন বাঘের সঙ্গে । এ তো বিরুদ্ধে যাচ্ছে অনুব্রতরই ৷"
সম্প্রতি বীরভূমের দলীয় সভা থেকে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।তিনি বলেছিলেন, "বাঘকে খাঁচায় বেশিদিন আটকে রাখা যায় না । যাঁরা শিয়ালের মতো লাফালাফি করছেন তাঁরাই একদিন বাঘকে দেখলে লেজ গুটিয়ে পালাবেন ৷" মন্ত্রীর এই 'বাঘ' সম্বোধন করা উক্তিকেই আসানসোল সিবিআই আদালতে হাতিয়ার করে শুক্রবার অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই ইস্যুতে অনুব্রতকে প্রভাবশালী 'তকমা'-ও দেন সিবিআইয়ের আইনজীবী । শেষমেশ সেই তত্ত্বে জামিন খারিজ হয়ে যায় গরু পাচার মামলায় ধৃত এই তৃণমূল নেতার ।
আরও পড়ুন: ফিরহাদের 'বাঘ' সম্বোধনকে হাতিয়ার সিবিআইয়ের, জামিন পেলেন না অনুব্রত
সেই প্রসঙ্গেই এ দিন ফিরহাদ হাকিমের মন্তব্যকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূলের নেতারা এতটাই অপগণ্ড যে মানুষ সব বুঝতে পারছে । ধরা পড়ে যাচ্ছে ওদের নেতারাও । সবাই ভাবছে ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াচ্ছে । এট ভাবছে না ওর মন্তব্য আসলে বিপদ ডেকে আনছে অনুব্রতরই । এটার নামই তৃণমূল ৷"
এ দিকে, পরপর দুদিনের ব্যবধানে মালদা এবং পুরুলিয়ায় স্কুলের প্রাচীর ও ছাদ ভেঙে দুই ছাত্রের মৃত্যু হয়েছে । এই নিয়ে স্কুলের পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন ! সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে মানুষের কোনও নিরাপত্তা নেই । স্কুলের প্রাচীর ভেঙে পড়ছে । ছাদ ভেঙে মৃত্যু ঘটছে ছাত্রদের । কোনও সংস্কার নেই স্কুলগুলির । সর্বত্র চলছে কাটমানি । তার ফলে নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের বিল্ডিং তৈরি হচ্ছে । তৃণমূল এবং কাটমানি যে সমার্থক শব্দ (TMC and Cut Money are Synonyms) তা স্পষ্ট হচ্ছে বারবার । মানুষ অসহায় অবস্থার মধ্যে রয়েছেন ৷"