উত্তর 24 পরগনা, 29 ডিসেম্বর: মিছিল দ্বৈরথ। শুভেন্দু অধিকারী বনাম জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনার দুই শহর টিটাগড় ও বারাসতে শক্তি প্রদর্শনে নামছে বিজেপি ও তৃণমূল, যুযুধান দুই শিবির।
দল বদলের পর এদিন প্রথমবার উত্তর 24 পরগনায় আসছেন শুভেন্দু অধিকারী। বিকেলে টিটাগড়ের ব্রহ্মস্থান থেকে খড়দা পর্যন্ত পদযাত্রা করবেন। সঙ্গে থাকবেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একই সময়ে জেলা সদর বারাসতে মিছিল করবেন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসত চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত ওই মিছিলে থাকবেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক-সহ জেলার অন্য তৃণমূল নেতারা।
বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন ভট্টাচার্য বলেন, "2021 সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে বিজেপির জনজোয়ার দেখা যাবে। আজ টিটাগড় থেকে খড়দা পর্যন্ত পদযাত্রায় সেই বার্তাই দেব। পদযাত্রায় থাকবেন শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং।"
অন্যদিকে, বারাসতে তৃণমূলের কর্মসূচি সম্পর্কে দলের মুখপাত্র তথা বারাসতের পৌরপ্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, "বঙ্গধ্বনি কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বিকেলে বারাসতের চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত পদযাত্রা হবে। ওই কর্মসূচিতে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক।"
আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর অরাজনৈতিক মিছিল
দুটো আলাদা বিষয় নিয়ে দুই শিবির এদিন পৃথকভাবে পদযাত্রা করছে। কিন্তু রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে দুই শিবিরই এই পদযাত্রার মাধ্যমে পরস্পরের শক্তির জানান দিতে চাইছে। এখন দেখার যে কোন দল জনজোয়ারের টক্করে এদিন এগিয়ে থাকতে পারে।