বারাসত, 21 ফেব্রুয়ারি : নির্বাচনী সভার আগেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনা ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে । স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ,"ঘটনার পিছনে বিরোধী রাজনৈতিক দলের হাত রয়েছে । ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতেই এই ধরণের নোংরা রাজনীতির খেলায় নেমেছে তারা"। যদিও শাসকদলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধী শিবির । পাল্টা এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বারাসত পৌরসভার এবারের নির্বাচনে (Barasat Municipality Election) 21 নম্বর ওয়ার্ডটি বামেদের থেকে দখল করতে এবার কার্যত মরিয়া শাসকদল তৃণমূল কমগ্রেস । এবার এখানে তৃণমূলের তুরুপের তাস চিকিৎসক বিবর্তন সাহা । স্বচ্ছ ভাবমূর্তির এই চিকিৎসককেই এবারের পৌরভোটে শাসকদল প্রার্থী করেছে 21 নম্বর ওয়ার্ডে ৷ প্রার্থী হওয়ার পর থেকেই সেখানে মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূল প্রার্থী ৷ চিকিৎসক হওয়ার সুবাদে তিনি বাড়ি বাড়ি ঘুরে বিনা পয়সার রোগীও দেখে দিচ্ছেন । এর ফলে মানুষের আস্থাও বাড়তে শুরু করেছে চিকিৎসক প্রার্থী বিবর্তন সাহার ওপর । ইতিমধ্যে তাঁর হয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ থেকে শুরু করে জেলা তৃণমূলের প্রথম সারির নেতারা প্রচারও করে গিয়েছেন ।
তাঁর সমর্থনে এদিন শিল্পী অনিন্দ্য চৌধুরীর সভা করার কথা ছিল, কিন্তু অভিযোগ, তার আগেই রবিবার রাতে নয় বিঘা কলোনির শরৎ মুখোপাধ্যায় রোড়ের বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয় ৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ফেস্টুনেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ৷ রাতের অন্ধকারে বিরোধী দলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ শাসক শিবিরের । সোমবার সকালে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাদু ফাঁড়ির পুলিশ ।
আরও পড়ুন : সকাল 9টার মধ্যে ভোট দিলে বামফ্রন্টই জিতবে, প্রত্যয়ী সেলিম
এই বিষয়ে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিবর্তন সাহা বলেন,"রাম ও বামের অশুভ আঁতাত তৈরি হয়েছে এখানে । সেই অশুভ আঁতাত-ই এই ঘৃণ্য কাজ করে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে । এখানকার শান্তিপূর্ণ মানুষ ওদের পাতা ফাঁদে পা দেবে না । মানুষ এবারের ভোটে পরাস্ত করবে অশুভ আঁতাত-কে"। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন তাঁর প্রতিপক্ষ বাম প্রার্থী চন্দ্রনাথ মল্লিক । এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"বামেরা এই ধরনের নোংরা রাজনীতি করে না । খোঁজ নিলে দেখা যাবে ঘটনার পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িত । নিজেদের কলহ ঢাকতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বামেদের বিরুদ্ধে"।