ETV Bharat / state

CPM Party Office Vandalised: সিপিএমের পার্টি অফিসে তাণ্ডব দুষ্কৃতীদের, অভিযুক্ত তৃণমূল - সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব

12 বছর পর শাসনে খোলা সিপিএমের পার্টি অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভেঙে গুড়িয়ে দেওয়া হল চেয়ার, টেবিল-সহ অন‍্যান‍্য আসবাবপত্র । রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল অবরোধ-বিক্ষোভ । হামলার ঘটনায় সরব সুজন চক্রবর্তী ।

TMC attack CPM Party Office
সিপিএমের পার্টি অফিস
author img

By

Published : May 21, 2023, 7:38 PM IST

Updated : May 21, 2023, 8:09 PM IST

শাসনে সিপিএমের পার্টি অফিসে তাণ্ডব দুষ্কৃতীদের

মধ্যমগ্রাম, 21 মে: 12 বছর পর শাসনে খুলেছিল সিপিএমের পার্টি অফিস । একমাসও কাটল না । সেই পার্টি অফিসেই তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । চেয়ার, টেবিল ভাঙচুরের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে পার্টি অফিসের দরজাও । ফেলে দেওয়া হয়েছে লাল ঝান্ডা । এমনই অভিযোগ ঘিরে রবিবার সরগরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার শাসনের কৃষ্ণমাটি এলাকা । চলে অবরোধ-বিক্ষোভও । যদিও ঘটনার নেপথ্যে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের । আর এই ইস্যুতে পঞ্চায়েত ভোটের আগে তেতে রয়েছে বারাসত 2 নম্বর ব্লক ।

TMC attack CPM Party Office
সিপিএমের পার্টি অফিস ভাঙচুর

গত 28 এপ্রিল পুলিশি নিরাপত্তায় শাসনে তুমুল উৎসাহের সঙ্গে এই পার্টি অফিসটি খুলেছিল সিপিএম । সেদিনই তৃণমূল দল ছেড়ে অসংখ্য কর্মী-সমর্থক লাল ঝান্ডা তুলে নিয়েছিলেন হাতে । 12 বছর পর 'শান্তিময় স্মৃতি ভবন'-নামে ওই পার্টি অফিসটি খোলার পিছনে মূল কারিগর ছিলেন সিপিএমের ডাকাবুকো জেলা নেতা আহমেদ আলি খান । এরপর থেকেই নিয়মিত সেখানে বারাসত 2 নম্বর ব্লকের দলীয় নেতা-কর্মীরা বসতে শুরু করেন । গত শুক্রবারও তৃণমূলের দু'জন বুথ সভাপতি-সহ প্রায় তিনশো কর্মী যোগ দেন সিপিএমে । ফলে পঞ্চায়েত ভোটের আগে লাল ঝান্ডার ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছিল বারাসত 2 নম্বর ব্লকে বলে দাবি সিপিএমের । তারই মধ্যে এবার শাসনে 12 বছর পর খোলা সিপিএমের সেই পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যা ঘিরে আবারও তপ্ত হতে শুরু করেছে শাসনের রাজনীতি ।

TMC attack CPM Party Office
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিএমের

ঘটনার বিরুদ্ধে রবিবার খড়িবাড়ি-মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী-সমর্থকরা । দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তার টায়ার জ্বালিয়ে, বাঁশের ব্যারিকেড করে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । প্রায় চল্লিশ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি । পরে, মধ্যমগ্রাম পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । তবে, দুষ্কৃতীরা দ্রুত গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা ।

এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতা শেখ জাহাঙ্গির আলম বলেন, "12 বছর পর এই পার্টি অফিসটি খোলা হয়েছিল । পার্টি অফিসে প্রতিদিনই সাধারণ মানুষের ভিড় বাড়ছিল । তা দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে এই পার্টি অফিসে হামলা চালিয়েছে । ভাঙচুর করেছে । প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পার্টি অফিসের । দমাতে না পেরেই এই ধরনের ঘৃণ্য কাজ শুরু করেছে তৃণমূলিরা । পুলিশ এসে সবকিছু দেখে গিয়েছে । আমরা চাই দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক । নইলে আন্দোলনের পথে যেতে বাধ্য হব আমরা ৷"

TMC attack CPM Party Office
12 বছর পর শাসনে খোলা সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদ

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী । তাঁর কথায়, তৃণমূল এবং বিজেপি নয় । মানুষ এখন লাল ঝান্ডাকেই বিকল্প শক্তি হিসেবে বেছে নিচ্ছে । সেই কারণে প্রতিদিন সাধারণ মানুষ লাল ঝান্ডার নিচে সমবেত হচ্ছে । সেটা বুঝতে পেরেই শাসকদল হিংসাত্মক রাজনীতি শুরু করেছে । দিনের বেলায় ক্ষমতা হল না ! সেইজন্য রাতের বেলা পার্টি অফিস ভাঙচুর করতে হল ! ওদের মানুষ অন্ধকারেই পাঠিয়ে দেবে । মানুষ আবার দিনের বেলাতেই ওই পার্টি অফিস চালু করবে । এটা যেন মাথায় রাখে ৷

অন‍্যদিকে, সিপিএমের যাবতীয় অভিযোগ অস্বীকার করে শাসনের কীর্তিপুর এক নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি মান্নান আলি বলেন, "ওরা ওদের মতো করে পার্টি অফিস খুলেছে । সেখানে আমরা কোনও বাঁধা দিইনি । তাই, পার্টি অফিস ভাঙচুরের কোনও প্রশ্নই আসে না । এর পিছনে আমাদের কোনও ইন্ধনও নেই । সিপিএম নিজেদের দ্বন্দ্ব সামাল দিতে না পেরে এই ধরনের মিথ্যা অভিযোগ করছে । আমাদের এত দুরবস্থা হয়নি যে ওদের পার্টি অফিসে হামলা চালাতে যাব ! প্রচার পেতেই সিপিএম এই সমস্ত আজগুবি গল্প তৈরি করছে ৷"

আরও পড়ুন: উর্দি খুলে তৃণমূলের জামাটা পরিয়ে দেবে মানুষ, পুলিশকে হুঁশিয়ারি সুজনের

শাসনে সিপিএমের পার্টি অফিসে তাণ্ডব দুষ্কৃতীদের

মধ্যমগ্রাম, 21 মে: 12 বছর পর শাসনে খুলেছিল সিপিএমের পার্টি অফিস । একমাসও কাটল না । সেই পার্টি অফিসেই তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । চেয়ার, টেবিল ভাঙচুরের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে পার্টি অফিসের দরজাও । ফেলে দেওয়া হয়েছে লাল ঝান্ডা । এমনই অভিযোগ ঘিরে রবিবার সরগরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার শাসনের কৃষ্ণমাটি এলাকা । চলে অবরোধ-বিক্ষোভও । যদিও ঘটনার নেপথ্যে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের । আর এই ইস্যুতে পঞ্চায়েত ভোটের আগে তেতে রয়েছে বারাসত 2 নম্বর ব্লক ।

TMC attack CPM Party Office
সিপিএমের পার্টি অফিস ভাঙচুর

গত 28 এপ্রিল পুলিশি নিরাপত্তায় শাসনে তুমুল উৎসাহের সঙ্গে এই পার্টি অফিসটি খুলেছিল সিপিএম । সেদিনই তৃণমূল দল ছেড়ে অসংখ্য কর্মী-সমর্থক লাল ঝান্ডা তুলে নিয়েছিলেন হাতে । 12 বছর পর 'শান্তিময় স্মৃতি ভবন'-নামে ওই পার্টি অফিসটি খোলার পিছনে মূল কারিগর ছিলেন সিপিএমের ডাকাবুকো জেলা নেতা আহমেদ আলি খান । এরপর থেকেই নিয়মিত সেখানে বারাসত 2 নম্বর ব্লকের দলীয় নেতা-কর্মীরা বসতে শুরু করেন । গত শুক্রবারও তৃণমূলের দু'জন বুথ সভাপতি-সহ প্রায় তিনশো কর্মী যোগ দেন সিপিএমে । ফলে পঞ্চায়েত ভোটের আগে লাল ঝান্ডার ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছিল বারাসত 2 নম্বর ব্লকে বলে দাবি সিপিএমের । তারই মধ্যে এবার শাসনে 12 বছর পর খোলা সিপিএমের সেই পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যা ঘিরে আবারও তপ্ত হতে শুরু করেছে শাসনের রাজনীতি ।

TMC attack CPM Party Office
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিএমের

ঘটনার বিরুদ্ধে রবিবার খড়িবাড়ি-মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী-সমর্থকরা । দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তার টায়ার জ্বালিয়ে, বাঁশের ব্যারিকেড করে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । প্রায় চল্লিশ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি । পরে, মধ্যমগ্রাম পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । তবে, দুষ্কৃতীরা দ্রুত গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা ।

এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতা শেখ জাহাঙ্গির আলম বলেন, "12 বছর পর এই পার্টি অফিসটি খোলা হয়েছিল । পার্টি অফিসে প্রতিদিনই সাধারণ মানুষের ভিড় বাড়ছিল । তা দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে এই পার্টি অফিসে হামলা চালিয়েছে । ভাঙচুর করেছে । প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পার্টি অফিসের । দমাতে না পেরেই এই ধরনের ঘৃণ্য কাজ শুরু করেছে তৃণমূলিরা । পুলিশ এসে সবকিছু দেখে গিয়েছে । আমরা চাই দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক । নইলে আন্দোলনের পথে যেতে বাধ্য হব আমরা ৷"

TMC attack CPM Party Office
12 বছর পর শাসনে খোলা সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদ

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী । তাঁর কথায়, তৃণমূল এবং বিজেপি নয় । মানুষ এখন লাল ঝান্ডাকেই বিকল্প শক্তি হিসেবে বেছে নিচ্ছে । সেই কারণে প্রতিদিন সাধারণ মানুষ লাল ঝান্ডার নিচে সমবেত হচ্ছে । সেটা বুঝতে পেরেই শাসকদল হিংসাত্মক রাজনীতি শুরু করেছে । দিনের বেলায় ক্ষমতা হল না ! সেইজন্য রাতের বেলা পার্টি অফিস ভাঙচুর করতে হল ! ওদের মানুষ অন্ধকারেই পাঠিয়ে দেবে । মানুষ আবার দিনের বেলাতেই ওই পার্টি অফিস চালু করবে । এটা যেন মাথায় রাখে ৷

অন‍্যদিকে, সিপিএমের যাবতীয় অভিযোগ অস্বীকার করে শাসনের কীর্তিপুর এক নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি মান্নান আলি বলেন, "ওরা ওদের মতো করে পার্টি অফিস খুলেছে । সেখানে আমরা কোনও বাঁধা দিইনি । তাই, পার্টি অফিস ভাঙচুরের কোনও প্রশ্নই আসে না । এর পিছনে আমাদের কোনও ইন্ধনও নেই । সিপিএম নিজেদের দ্বন্দ্ব সামাল দিতে না পেরে এই ধরনের মিথ্যা অভিযোগ করছে । আমাদের এত দুরবস্থা হয়নি যে ওদের পার্টি অফিসে হামলা চালাতে যাব ! প্রচার পেতেই সিপিএম এই সমস্ত আজগুবি গল্প তৈরি করছে ৷"

আরও পড়ুন: উর্দি খুলে তৃণমূলের জামাটা পরিয়ে দেবে মানুষ, পুলিশকে হুঁশিয়ারি সুজনের

Last Updated : May 21, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.