বারাসত, 7 জুলাই: সরকারি সম্পত্তি-ও বাদ যাচ্ছে না জমি মাফিয়াদের হাত থেকে । এবার খোদ পৌরসভার নির্ধারিত জমি থেকে মাটি কেটে তা অবাধে পাচার করার ঘটনা সামনে এসেছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে । ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের । অভিযোগ, তৃণমূলের একাংশের মদতে দিনের পর দিন জমি মাফিয়ারা পৌরসভার জমি থেকে মাটি পাচার করে চলেছে ।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বারাসত পৌর কর্তৃপক্ষ । বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছেন তাঁরা । অভিযোগ দায়ের করা হয়েছে বারাসত থানায় । এবিষয়ে পৌরসভার পৌরপ্রধান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও গেরুয়া শিবির কিন্তু শাসকদলকে কটাক্ষ করতে ছাড়ছে না । যা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে যুযুধান দুই শিবিরে (TMC accused of soil smuggling from Barasat Municipality land)।
জানা গিয়েছে, বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাদুর মহেশ্বরপুরে পৌরসভার নিজস্ব একটি জমি রয়েছে । যার আয়তন কয়েক বিঘার মতো । জমির মধ্যেই বিশালাকার একটি পুকুর রয়েছে । পাশেই চলছে ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ । তারই মধ্যে জমি হাঙরের দাপট দিনদিন বেড়ে চলেছে সেখানে । অভিযোগ, পৌরসভার ওই জমি থেকে মাটি কেটে তা রাতের অন্ধকারে পাচার করে দেওয়া হচ্ছে ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় । জমি থেকে মাটি কাটতে কাটতে তা ক্রমশ বসত বাড়ির দিকেও এগিয়ে এসেছে বলেও অভিযোগ উঠেছে । ফলে যে কোনও সময় বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ওয়ার্ডের বাসিন্দারা । তাঁদের অভিযোগ, "ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের হাত রয়েছে । তাঁদের যোগসাজশেই মাটি পাচার চলছে রমরমিয়ে । পুলিশ এসে আপাতত মাটি পাচার বন্ধ করে দিলেও সুযোগ সন্ধানে রয়েছে জমি মাফিয়ারা ।"
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । বিশেষ করে পৌরসভার জমি থেকে মাটি পাচারের ঘটনায় দলের একাংশের নাম জড়ানোয় অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে । যদিও অস্বস্তি ঢাকতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বারাসত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় । তিনি বলেন, "যারাই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বিষয়টি জানতে পারার পরই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে । বাকিটা প্রশাসনের ব্যাপার ।"
আরও পড়ুন: মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান
অন্যদিকে বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "তৃণমূলের আমলে এটাই চলছে রাজ্যজুড়ে । শুধু মাটি পাচার নয় । পুকুর ভরাটও চলছে অবাধে । মানুষ সবকিছু দেখছে । এদের যোগ্য জবাব দেবে বাংলার মানুষ ।"