ETV Bharat / state

Panchayat Election Results 2023: গণনাকেন্দ্র থেকে 2 সিপিএম প্রার্থীকে 'অপহরণ', কাঠগড়ায় শাসক - Bengal Panchayat poll violence

আমডাঙায় গণনাকেন্দ্রের সামনে থেকে 2 সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল । ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলকে । ঘণ্টাখানেক পর পাশের গ্রাম থেকে অপহৃত দুই সিপিএম প্রার্থীকে উদ্ধার করে পুলিশ ।

Bengal Panchayat poll Results
সিপিএম প্রার্থীকে অপহরণ
author img

By

Published : Jul 11, 2023, 2:47 PM IST

দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ আমডাঙায়

আমডাঙা(উত্তর 24 পরগনা), 11 জুলাই: পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতে না হতেই অশান্তি উত্তর 24 পরগনার আমডাঙায় । গণনাকেন্দ্রের সামনে থেকে 2 সিপিএম প্রার্থীকে অপহরণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সাধনপুর উলুডাঙায় । রীতিমতো ফিল্মি কায়দায় ওই দুই সিপিএম প্রার্থীকে গণনাকেন্দ্রের সামনে থেকে মারুতি ভ‍্যানে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

সিপিএমের দাবি, বোদাই গ্রাম পঞ্চায়েতের 139 নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত এবং চন্ডীগড়ি পঞ্চায়েতের 57 নম্বর বুথের সিপিএম প্রার্থী মহম্মদ কুতুব উদ্দিনকে অপহরণ করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। পরে অবশ্য অপহৃত ওই দুই সিপিএম প্রার্থীকে সাধনপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ ।

আরও পড়ুন: ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

জানা গিয়েছে, আমডাঙা ব্লকের গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ আসনের ভোট গণনা হচ্ছে সাধনপুর উলুডাঙা তুলসী রাম উচ্চ বিদ‍্যালয়ে । মঙ্গলবার সকালে শাসক-বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন কেন্দ্রের ভিতরে প্রবেশ করার জন্য ।

অভিযোগ, তখনই দুই সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত এবং মহম্মদ কুতুব উদ্দিনকে সকলের সামনে দিয়ে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গণনাকেন্দ্রের সামনে ‌। গোটা ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানানো হলেও প্রথমে তাঁরা কোনও কর্ণপাতই করেনি বলে অভিযোগ । পরে চাপে পড়ে পুলিশ সক্রিয় হয় অপহৃত দুই সিপিএম প্রার্থীকে উদ্ধার করতে । অপহরণের প্রায় ঘণ্টাখানেক পর পাশের একটি গ্রাম থেকে তাঁদের উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ।

এই বিষয়ে অপহৃত সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত বলেন, "গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হওয়ার পাশাপাশি আমি নিজেও একজন এজেন্ট । তাই সকালে ভোট গণনাকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম ভিতরে প্রবেশ করার জন্য । তখনই আমার আইডেন্টিটি কার্ড কেড়ে নিয়ে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী । পাশের একটি গ্রামে আটকে রাখা হয় । এরপর স্থানীয় এক কংগ্রেস নেতার প্রচেষ্টায় পুলিশ উদ্ধার করে আমাকে ৷" তাঁর কথায়, বোদাই অঞ্চলের 139 নম্বর আসনটি জিততে পারে সিপিএম । সেই আশংকায় এই ঘটনা ঘটানো হয়েছে ।

আরও পড়ুন: স্ট্রং রুমে আইসি-বিডিও, প্রশাসনের সাহায্যে ব্যালট বক্স চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

একই সুর শোনা গিয়েছে স্থানীয় কংগ্রেস নেতা সূর্য সামন্তের গলাতেও । তিনি বলেন,"139 এবং 57 নম্বর, এই দুটি বুথের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করছে । জোটের প্রার্থীদের এখানে জয়ের সম্ভাবনাও রয়েছে । তাই ভয় পেয়ে এই ধরণের ঘৃণ্য কাজ করতে হচ্ছে শাসকদলকে । আমরা এর সুবিচার চাই ৷" এদিকে পুলিশ সক্রিয় হলে অপহৃতদের আগেই উদ্ধার করা সম্ভব হত বলে দাবি করেছেন ওই কংগ্রেস নেতা । অন‍্যদিকে, এই অভিযোগ সম্পর্কে শাসকদলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ আমডাঙায়

আমডাঙা(উত্তর 24 পরগনা), 11 জুলাই: পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতে না হতেই অশান্তি উত্তর 24 পরগনার আমডাঙায় । গণনাকেন্দ্রের সামনে থেকে 2 সিপিএম প্রার্থীকে অপহরণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সাধনপুর উলুডাঙায় । রীতিমতো ফিল্মি কায়দায় ওই দুই সিপিএম প্রার্থীকে গণনাকেন্দ্রের সামনে থেকে মারুতি ভ‍্যানে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

সিপিএমের দাবি, বোদাই গ্রাম পঞ্চায়েতের 139 নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত এবং চন্ডীগড়ি পঞ্চায়েতের 57 নম্বর বুথের সিপিএম প্রার্থী মহম্মদ কুতুব উদ্দিনকে অপহরণ করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। পরে অবশ্য অপহৃত ওই দুই সিপিএম প্রার্থীকে সাধনপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ ।

আরও পড়ুন: ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

জানা গিয়েছে, আমডাঙা ব্লকের গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ আসনের ভোট গণনা হচ্ছে সাধনপুর উলুডাঙা তুলসী রাম উচ্চ বিদ‍্যালয়ে । মঙ্গলবার সকালে শাসক-বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন কেন্দ্রের ভিতরে প্রবেশ করার জন্য ।

অভিযোগ, তখনই দুই সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত এবং মহম্মদ কুতুব উদ্দিনকে সকলের সামনে দিয়ে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গণনাকেন্দ্রের সামনে ‌। গোটা ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানানো হলেও প্রথমে তাঁরা কোনও কর্ণপাতই করেনি বলে অভিযোগ । পরে চাপে পড়ে পুলিশ সক্রিয় হয় অপহৃত দুই সিপিএম প্রার্থীকে উদ্ধার করতে । অপহরণের প্রায় ঘণ্টাখানেক পর পাশের একটি গ্রাম থেকে তাঁদের উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ।

এই বিষয়ে অপহৃত সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত বলেন, "গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হওয়ার পাশাপাশি আমি নিজেও একজন এজেন্ট । তাই সকালে ভোট গণনাকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম ভিতরে প্রবেশ করার জন্য । তখনই আমার আইডেন্টিটি কার্ড কেড়ে নিয়ে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী । পাশের একটি গ্রামে আটকে রাখা হয় । এরপর স্থানীয় এক কংগ্রেস নেতার প্রচেষ্টায় পুলিশ উদ্ধার করে আমাকে ৷" তাঁর কথায়, বোদাই অঞ্চলের 139 নম্বর আসনটি জিততে পারে সিপিএম । সেই আশংকায় এই ঘটনা ঘটানো হয়েছে ।

আরও পড়ুন: স্ট্রং রুমে আইসি-বিডিও, প্রশাসনের সাহায্যে ব্যালট বক্স চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

একই সুর শোনা গিয়েছে স্থানীয় কংগ্রেস নেতা সূর্য সামন্তের গলাতেও । তিনি বলেন,"139 এবং 57 নম্বর, এই দুটি বুথের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করছে । জোটের প্রার্থীদের এখানে জয়ের সম্ভাবনাও রয়েছে । তাই ভয় পেয়ে এই ধরণের ঘৃণ্য কাজ করতে হচ্ছে শাসকদলকে । আমরা এর সুবিচার চাই ৷" এদিকে পুলিশ সক্রিয় হলে অপহৃতদের আগেই উদ্ধার করা সম্ভব হত বলে দাবি করেছেন ওই কংগ্রেস নেতা । অন‍্যদিকে, এই অভিযোগ সম্পর্কে শাসকদলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.