আগড়পাড়া, 21 মে: ফের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল তিন জনের ৷ রবিবার দুপুরে একটি বাইকে 3 জন করে ডানলপের দিক থেকে টিটাগড়ের দিকে দ্রুত গতিতে আসছিল। পানিহাটি পৌরসভার অন্তর্গত আগড়পাড়ার তেঁতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটি রোডে ওপর এক পিকআপ ভ্যানের সঙ্গে খুব দ্রুত গতিতে এসে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গে বাইকে থাকা তিনজন যুবক রাস্তায় ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 বাইক আরোহীর। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, আচমকায় একটা বিকট আওয়াজ হয় ৷ আওয়াজ শুনে তাঁরা দেখেন যে একটি পিকআপ ভ্যানে সজরে গিয়ে ধাক্কা মেরেছে বাইক ৷ বাইকে থাকা তিনজন আরোহী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে ৷ তড়িঘড়ি তাঁদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাইকটি দ্রুত গতিতে আসছিল সেই সময় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল ৷ সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি সজরে গিয়ে ধাক্কা মারের পিকআপ ভ্যানে ৷
আরও পড়ুন: পিষে দিল ট্রাক ! মর্মান্তিক মৃত্যু টেলি অভিনেত্রী সুচন্দ্রার
পুলিশ ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে। এদিনই সাগড়দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দুর্ঘটনায় মৃত যুবকদের দেহ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন জনের বাড়ি টিটাগড় এলাকায়। তাঁরা তিন বন্ধু। মৃতদের নাম- করণ সিং, নাসিম আলি, রহিত কেশরী ৷ প্রসঙ্গত, এদিন বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক টেলি অভিনেত্রীর। তাঁর নাম সুচন্দ্রা দাশগুপ্ত। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে চেপে পানিহাটির বাড়িতে ফিরছিলেন সুচন্দ্রা। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।