ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : মনোনয়ন প্রত্যাহার অর্জুনের তিন আত্মীয়ের, "রামের ঘরে বিভীষণ জন্মেছে", বললেন বিজেপি সাংসদ

গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) ৷ বললেন , "ওদের চিনতে ভুল হয়েছিল" ৷

author img

By

Published : Feb 12, 2022, 9:32 PM IST

Bengal Civic Polls
মনোনয়ন প্রত্যাহার অর্জুনের তিন আত্মীয়ের

ভাটপাড়া, 12 ফেব্রুয়ারি : দলবদলের আঘাতে এবার ফাটল ধরল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘরের অন্দরেও ৷ পৌরভোটে গেরুয়া শিবিরের টিকিট পেয়েও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন অর্জুনের তিন আত্মীয় (relatives of BJP MP arjun singh quit nominations as party candidate in civic polls) ৷ তালিকায় রয়েছেন, অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তাঁর পুত্র আদিত্য সিং । সম্পর্কে অর্জুনের ভগ্নিপতি হন সুনীল সিং ৷

সৌরভ সিংকে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে, সুনীল সিংকে গারুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ও আদিত্য সিংকে গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল বিজেপি ৷ কিন্তু শনিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে এই তিনজনই তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন ৷ এই ঘটনাকে নিজের গড়ে অর্জুনের জোর ধাক্কা খাওয়া হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷ মনে করা হচ্ছে, অর্জুনের আত্মীয় এই তিন নেতাই তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷

আরও পড়ুন : রইলেন শুধু মমতা, অভিষেক-সহ সবার পদ অবলুপ্ত তৃণমূলে

বস্তুত এদিনই তাঁর ইঙ্গিতও মিলেছে৷ এদিন মনোনয়ন পত্র প্রত্যাহেরের পর এই তিন বিজেপি নেতাকে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, মলয় ঘোষের মতো তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করতে৷ এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিজেপিতে এদের দম বন্ধ হয়ে আসছিল । আমরা তো ওই দলে কাউকে অক্সিজেন দিয়ে সাহায্য করতে পারব না । ওরাই ওদের সিদ্ধান্তের কথা জানাল, যে ওরা মনোনয়নপত্র তুলে নিচ্ছে । এবার ওরা যদি আবেদন জানায় তৃণমূলে আসার, তাহলে আমরা দলগত ভাবে সিদ্ধান্ত নেব । " ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক বলেন, "এরা আমাদের দলে আগেও ছিল । বিজেপিতে ওরা থাকতে চাইছে না । আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা এদের সম্বন্ধে দলকে জানাব । দল যদি মনে করে এদের দলে নেবে সেটা দলের সিদ্ধান্ত । তবে কিছুদিন আগে এখানকার সাংসদ বলেছিলেন ট্রেলার দেখিয়েছেন, আমরা ওনাকে সিনেমা দেখালাম ।"

মনোনয়ন প্রত্যাহার অর্জুনের তিন আত্মীয়ের,বিজেপি সাংসদ বললেন , "ওদের চিনতে ভুল হয়েছিল" ৷

গোটা ঘটনায় অত্যন্ত চটেছেন অর্জুন সিং৷ দৃশত্যই এদিন ক্ষুব্ধ দেখিয়েছে তাঁকে ৷ বলেছেন, "রামের ঘরে বিভীষণ হবে ভাবতে পারিনি, রাবণের ঘরে হয় জানতাম৷" নিজের পরিবারের এই তিন সদস্য এদিন মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলের দিকে পা বাড়ানোয় অর্জুন যে কষ্ট পেয়েছেন তা তাঁর কথাতেই স্পষ্ট ৷ বলেছেন, "টাকা পয়সার লোভে ওরা দল ছেড়েছে ৷ ওরা আমার সঙ্গে, দলের সঙ্গে গদ্দারি করেছে৷ প্রথমে ওদের টিকিট দিচ্ছিলাম না, কান্নাকাটি করে টিকিট নিয়েছিল ৷ চিনতে ভুল হয়েছিল ওদের, বুঝতে ভুল করেছিলাম ৷ বয়স হচ্ছে তো !"

ভাটপাড়া, 12 ফেব্রুয়ারি : দলবদলের আঘাতে এবার ফাটল ধরল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘরের অন্দরেও ৷ পৌরভোটে গেরুয়া শিবিরের টিকিট পেয়েও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন অর্জুনের তিন আত্মীয় (relatives of BJP MP arjun singh quit nominations as party candidate in civic polls) ৷ তালিকায় রয়েছেন, অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তাঁর পুত্র আদিত্য সিং । সম্পর্কে অর্জুনের ভগ্নিপতি হন সুনীল সিং ৷

সৌরভ সিংকে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে, সুনীল সিংকে গারুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ও আদিত্য সিংকে গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল বিজেপি ৷ কিন্তু শনিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে এই তিনজনই তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন ৷ এই ঘটনাকে নিজের গড়ে অর্জুনের জোর ধাক্কা খাওয়া হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷ মনে করা হচ্ছে, অর্জুনের আত্মীয় এই তিন নেতাই তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷

আরও পড়ুন : রইলেন শুধু মমতা, অভিষেক-সহ সবার পদ অবলুপ্ত তৃণমূলে

বস্তুত এদিনই তাঁর ইঙ্গিতও মিলেছে৷ এদিন মনোনয়ন পত্র প্রত্যাহেরের পর এই তিন বিজেপি নেতাকে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, মলয় ঘোষের মতো তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করতে৷ এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিজেপিতে এদের দম বন্ধ হয়ে আসছিল । আমরা তো ওই দলে কাউকে অক্সিজেন দিয়ে সাহায্য করতে পারব না । ওরাই ওদের সিদ্ধান্তের কথা জানাল, যে ওরা মনোনয়নপত্র তুলে নিচ্ছে । এবার ওরা যদি আবেদন জানায় তৃণমূলে আসার, তাহলে আমরা দলগত ভাবে সিদ্ধান্ত নেব । " ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক বলেন, "এরা আমাদের দলে আগেও ছিল । বিজেপিতে ওরা থাকতে চাইছে না । আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা এদের সম্বন্ধে দলকে জানাব । দল যদি মনে করে এদের দলে নেবে সেটা দলের সিদ্ধান্ত । তবে কিছুদিন আগে এখানকার সাংসদ বলেছিলেন ট্রেলার দেখিয়েছেন, আমরা ওনাকে সিনেমা দেখালাম ।"

মনোনয়ন প্রত্যাহার অর্জুনের তিন আত্মীয়ের,বিজেপি সাংসদ বললেন , "ওদের চিনতে ভুল হয়েছিল" ৷

গোটা ঘটনায় অত্যন্ত চটেছেন অর্জুন সিং৷ দৃশত্যই এদিন ক্ষুব্ধ দেখিয়েছে তাঁকে ৷ বলেছেন, "রামের ঘরে বিভীষণ হবে ভাবতে পারিনি, রাবণের ঘরে হয় জানতাম৷" নিজের পরিবারের এই তিন সদস্য এদিন মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলের দিকে পা বাড়ানোয় অর্জুন যে কষ্ট পেয়েছেন তা তাঁর কথাতেই স্পষ্ট ৷ বলেছেন, "টাকা পয়সার লোভে ওরা দল ছেড়েছে ৷ ওরা আমার সঙ্গে, দলের সঙ্গে গদ্দারি করেছে৷ প্রথমে ওদের টিকিট দিচ্ছিলাম না, কান্নাকাটি করে টিকিট নিয়েছিল ৷ চিনতে ভুল হয়েছিল ওদের, বুঝতে ভুল করেছিলাম ৷ বয়স হচ্ছে তো !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.