ETV Bharat / state

Joining in TMC : জল্পনা সত্যি করে বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়লেন সুনীল সিং-সহ অর্জুনের তিন আত্মীয়

এই দলবদলে নিজের গড়ে বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) বড় ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে ৷

author img

By

Published : Feb 13, 2022, 5:52 PM IST

three relatives of arjun singh  join TMC
বিজেপি ছেড়ে তৃণমূলে সুনীল সিং-সহ অর্জুনের তিন আত্মীয়

ব্যারাকপুর, 13 ফেব্রুয়ারি : ইঙ্গিত মিলেছিল শনিবারই, রবিবার তা বাস্তবে রূপ পেল ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের তিন আত্মীয় সুনীল সিং, আদিত্য সিং ও সৌরভ সিং (three relatives of Arjun Singh including join TMC) ৷ ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো ৷ অন্যদিকে, অর্জুনের ভগ্নিপতি হন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ৷ আদিত্য সিং সুনীল সিংয়ের ছেলে ৷

এই তিনজনকেই এবারের পৌরভোটে প্রার্থী করেছিল বিজেপি ৷ সৌরভ সিংকে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে, সুনীল সিংকে গারুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ও আদিত্য সিংকে গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছিল ৷ কিন্তু শনিবারই এই তিনজন মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে গল্প করতেও দেখা যায় তাঁদের ৷ তখনই মনে করা হয়েছিল, তৃণমূলে যোগ দিতে চলেছেন সুনীল সিংরা ৷

আরও পড়ুন : মনোনয়ন প্রত্যাহার অর্জুনের তিন আত্মীয়ের, "রামের ঘরে বিভীষণ জন্মেছে", বললেন বিজেপি সাংসদ

সেই জল্পনাতেই সিলমোহর পড়ল রবিবার ৷ জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকের মতো তৃণমূল নেতা-বিধায়কদের উপস্থিতিতে এদিন পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এলেন এই তিন নেতা ৷ বিষয়টিকে পুরনো দলে তাঁর প্রত্যাবর্তন বলেই ব্যাখ্যা করেছেন সুনীল সিং ৷ বলেছেন, "আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম । বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না ৷ বিজেপি যেভাবে চলছে সেখানে থাকা মুশকিল ৷ তৃণমূলে থেকে কাজ করতে চাই ৷" এই তিন নেতা নিঃস্বার্থ ভাবেই দলে এসেছেন বলে দাবি করেছেন, তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক ৷ এই ঘটনায় অর্জুন সিং নিজের গড়ে বড় ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে ৷

ব্যারাকপুর, 13 ফেব্রুয়ারি : ইঙ্গিত মিলেছিল শনিবারই, রবিবার তা বাস্তবে রূপ পেল ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের তিন আত্মীয় সুনীল সিং, আদিত্য সিং ও সৌরভ সিং (three relatives of Arjun Singh including join TMC) ৷ ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো ৷ অন্যদিকে, অর্জুনের ভগ্নিপতি হন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ৷ আদিত্য সিং সুনীল সিংয়ের ছেলে ৷

এই তিনজনকেই এবারের পৌরভোটে প্রার্থী করেছিল বিজেপি ৷ সৌরভ সিংকে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে, সুনীল সিংকে গারুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ও আদিত্য সিংকে গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছিল ৷ কিন্তু শনিবারই এই তিনজন মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে গল্প করতেও দেখা যায় তাঁদের ৷ তখনই মনে করা হয়েছিল, তৃণমূলে যোগ দিতে চলেছেন সুনীল সিংরা ৷

আরও পড়ুন : মনোনয়ন প্রত্যাহার অর্জুনের তিন আত্মীয়ের, "রামের ঘরে বিভীষণ জন্মেছে", বললেন বিজেপি সাংসদ

সেই জল্পনাতেই সিলমোহর পড়ল রবিবার ৷ জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকের মতো তৃণমূল নেতা-বিধায়কদের উপস্থিতিতে এদিন পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এলেন এই তিন নেতা ৷ বিষয়টিকে পুরনো দলে তাঁর প্রত্যাবর্তন বলেই ব্যাখ্যা করেছেন সুনীল সিং ৷ বলেছেন, "আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম । বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না ৷ বিজেপি যেভাবে চলছে সেখানে থাকা মুশকিল ৷ তৃণমূলে থেকে কাজ করতে চাই ৷" এই তিন নেতা নিঃস্বার্থ ভাবেই দলে এসেছেন বলে দাবি করেছেন, তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক ৷ এই ঘটনায় অর্জুন সিং নিজের গড়ে বড় ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.