হাসনাবাদ, 15 মে : বোমা বানানোর সময় পাকড়াও তিন দুষ্কৃতী । তাদের কাছ থেকে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার হয়েছে । গতকাল ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদ থানার নোয়াপাড়ার বদর এলাকার ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফাঁকা মাঠে ওই দুষ্কৃতীরা বোমা বানাচ্ছিল । তখন গ্রামবাসীদেরা তাদের হাতেনাতে পাকড়াও করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে ওই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছে থেকে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা । জানা গেছে, গতকাল দুপুরে ফাঁকা মাঠের একটি গাছতলায় বোমা বাঁধছিল তিন দুষ্কৃতী । স্থানীয় গ্রামবাসীদের নজরে আসতেই তারা একজোট হয় ।
বাসিন্দারা দেখতে পান, একটা প্যাকেটের মধ্যে বোমা মজুত করা রয়েছে । গ্রামবাসীরা তাদের ধরতে গেলে দুষ্কৃতীরা বোমার প্যাকেট-সহ পালাতে শুরু করে । কিন্তু বাসিন্দারা তাড়া করে তাদের ধরে ফেলেন । দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা। বোমার মশলাও উদ্ধার হয়েছে ।
পুলিশ জানিয়েছে, ধৃত তিন দুষ্কৃতীর বাড়ি হাড়োয়া থানার আমতা-খাটরা গ্রামে । এলাকায় অশান্তি তৈরির জন্যই এই বোমা মজুত করা হচ্ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা । দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে ।