ETV Bharat / state

দেগঙ্গায় একইদিনে রহস্যজনক ভাবে নিখোঁজ তিন - Three missing from Deganga

গতকাল প্রায় একই সময়ে দেগঙ্গা থেকে নিখোঁজ হয়ে যান তিন জন । এর মধ্যে একজন নাবালিকা । তিনটি ঘটনায় পৃথক নিখোঁজ ডায়েরি করা হয়েছে দেগঙ্গা থানায় । যদিও ওই নাবালিকা আজ বাড়ি ফিরে এসেছে । বাকিদের খোঁজ করছে পুলিশ ।

দেগঙ্গার খবর
ছবি
author img

By

Published : Jan 19, 2021, 10:22 PM IST

দেগঙ্গা, 19 জানুয়ারি : দেগঙ্গায় একই দিনে তিন জন নিখোঁজ - এক নাবালিকা, এক কলেজ ছাত্রী ও একজন মহিলা । এর মধ্যে নিখোঁজ নাবালিকা আজ ফিরে আসলেও এখনও খোঁজ মেলেনি বাকি দু'জনের । পুলিশ জানিয়েছে, মহিলা ও কলেজ ছাত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে ।

প্রথম ঘটনাটি ঘটে দেগঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের কালিয়ানি গ্রামে । সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান বছর তেইশের এক মহিলা । সেই সময় বাড়িতে ছিলেন মহিলার শাশুড়ি । রাতে গ্রিলের কারখানা থেকে কাজ সেরে বাড়িতে ফিরেন তাঁর স্বামী । স্ত্রীকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি । পাশেই খেজুরডাঙা গ্রামে মহিলার বাপের বাড়ি । সেখানেও খোঁজখবর করা হয় । এরপরেও মহিলার কোনও হদিস পাননি তাঁর স্বামী ।

দ্বিতীয় নিখোঁজের ঘটনাটি ঘটে দেগঙ্গা কলোনী এলাকায় । বছর তেরোর এক নাবালিকা সোমবার সন্ধ্যায় আচমকাই নিখোঁজ হয়ে যায় । আজ অবশ্য সে বাড়ি ফিরে এসেছে ।

শেষের ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুরের চুপড়িঝারা এলাকায় । প্রায় একই সময়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান এক কলেজ ছাত্রী । তিনি দেগঙ্গার শহিদুল্লাহ কলেজের পড়ুয়া । তিনটি পৃথক ঘটনায় মঙ্গলবার সকালে নিখোঁজ ডায়রি হয়েছে দেগঙ্গা থানায় ।

আরও পড়ুন : পুকুর থেকে উদ্ধার নিখোঁজ যুবতির দেহ

এদিকে, নিখোঁজ মহিলার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি স্থানীয় এক যুবতির সাথে আলাপ হয়েছিল তাঁর । মহিলার বাড়িতে যাতায়াতও ছিল যুবতির । সে ওই মহিলাকে একটি ফোনও উপহার দিয়েছিল । নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে ওই যুবতির কোনও যোগ রয়েছে কিনা, তা তাঁকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ । নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনাতেও পুলিশের হাতে উঠে এসেছে বেশকিছু তথ্য । পুলিশের কাছে অভিযোগে নাবালিকার আম্মা জানিয়েছেন, স্থানীয় এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যেতে পারে । যদিও নাবালিকা বাড়ি আজ বাড়ি ফিরে এসেছে । তবে কীভাবে সে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । কলেজ ছাত্রীর নিখোঁজ হওয়ার পিছনেও প্রেমঘটিত কারন থাকতে পারে বলে অনুমান পুলিশের ।

বিষয়টি নিয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "তিনটি নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে । এর মধ্যে নিখোঁজ নাবালিকা বাড়িতে ফিরে এসেছে । বাকি দু'জনের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে "।

দেগঙ্গা, 19 জানুয়ারি : দেগঙ্গায় একই দিনে তিন জন নিখোঁজ - এক নাবালিকা, এক কলেজ ছাত্রী ও একজন মহিলা । এর মধ্যে নিখোঁজ নাবালিকা আজ ফিরে আসলেও এখনও খোঁজ মেলেনি বাকি দু'জনের । পুলিশ জানিয়েছে, মহিলা ও কলেজ ছাত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে ।

প্রথম ঘটনাটি ঘটে দেগঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের কালিয়ানি গ্রামে । সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান বছর তেইশের এক মহিলা । সেই সময় বাড়িতে ছিলেন মহিলার শাশুড়ি । রাতে গ্রিলের কারখানা থেকে কাজ সেরে বাড়িতে ফিরেন তাঁর স্বামী । স্ত্রীকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি । পাশেই খেজুরডাঙা গ্রামে মহিলার বাপের বাড়ি । সেখানেও খোঁজখবর করা হয় । এরপরেও মহিলার কোনও হদিস পাননি তাঁর স্বামী ।

দ্বিতীয় নিখোঁজের ঘটনাটি ঘটে দেগঙ্গা কলোনী এলাকায় । বছর তেরোর এক নাবালিকা সোমবার সন্ধ্যায় আচমকাই নিখোঁজ হয়ে যায় । আজ অবশ্য সে বাড়ি ফিরে এসেছে ।

শেষের ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুরের চুপড়িঝারা এলাকায় । প্রায় একই সময়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান এক কলেজ ছাত্রী । তিনি দেগঙ্গার শহিদুল্লাহ কলেজের পড়ুয়া । তিনটি পৃথক ঘটনায় মঙ্গলবার সকালে নিখোঁজ ডায়রি হয়েছে দেগঙ্গা থানায় ।

আরও পড়ুন : পুকুর থেকে উদ্ধার নিখোঁজ যুবতির দেহ

এদিকে, নিখোঁজ মহিলার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি স্থানীয় এক যুবতির সাথে আলাপ হয়েছিল তাঁর । মহিলার বাড়িতে যাতায়াতও ছিল যুবতির । সে ওই মহিলাকে একটি ফোনও উপহার দিয়েছিল । নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে ওই যুবতির কোনও যোগ রয়েছে কিনা, তা তাঁকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ । নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনাতেও পুলিশের হাতে উঠে এসেছে বেশকিছু তথ্য । পুলিশের কাছে অভিযোগে নাবালিকার আম্মা জানিয়েছেন, স্থানীয় এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যেতে পারে । যদিও নাবালিকা বাড়ি আজ বাড়ি ফিরে এসেছে । তবে কীভাবে সে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । কলেজ ছাত্রীর নিখোঁজ হওয়ার পিছনেও প্রেমঘটিত কারন থাকতে পারে বলে অনুমান পুলিশের ।

বিষয়টি নিয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "তিনটি নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে । এর মধ্যে নিখোঁজ নাবালিকা বাড়িতে ফিরে এসেছে । বাকি দু'জনের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে "।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.