ETV Bharat / state

ভাটপাড়ায় উদ্ধার 21টি বোমা, ধৃত 3 - bhatpara

ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় বোমাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হয়েছে 21টি বোমাও ৷

উদ্ধার হওয়া বোমা
author img

By

Published : Jul 27, 2019, 10:06 AM IST

কাঁকিনাড়া, 27 জুলাই: ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় বোমাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতরা হল বিকি সাউ, কুন্দন ফটিক ও সরোজ সাউ ৷ উদ্ধার হয়েছে 21টি বোমাও ৷

লোকসভা নির্বাচনের আগে থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা ৷ দিন কয়েক আগেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে তাঁর ভাইপো তথা ভাটপাড়ার চেয়ারম্যান সৌরভ সিংকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷ দিনের পর দিন ভাটপাড়ায় বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ আর গতকাল ভাটপাড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21টি বোমা । গ্রেপ্তার করা হয় তিনজনকে৷

আরও পড়ুন : আমাকে খুনের জন্য বোমা-গুলি ছোড়া হয়; বললেন অর্জুনের ভাইপো

তবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

কাঁকিনাড়া, 27 জুলাই: ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় বোমাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতরা হল বিকি সাউ, কুন্দন ফটিক ও সরোজ সাউ ৷ উদ্ধার হয়েছে 21টি বোমাও ৷

লোকসভা নির্বাচনের আগে থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা ৷ দিন কয়েক আগেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে তাঁর ভাইপো তথা ভাটপাড়ার চেয়ারম্যান সৌরভ সিংকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷ দিনের পর দিন ভাটপাড়ায় বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ আর গতকাল ভাটপাড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21টি বোমা । গ্রেপ্তার করা হয় তিনজনকে৷

আরও পড়ুন : আমাকে খুনের জন্য বোমা-গুলি ছোড়া হয়; বললেন অর্জুনের ভাইপো

তবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

Intro:অশান্ত ভাটপাড়া কাকিনাড়া অঞ্চলে বোমাবাজির ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ 21 টি তাজা বোমা এবং তিন জনকে গ্রেপ্তার করেছে।Body:ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা ও গুলি চালানো ও গতকাল দুপুরে প্রকাশ্যে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার পর কেটে গেছে বেশ কয়েক ঘণ্টা। কিন্তু সেই ঘটনার পর এখনো পর্যন্ত জগদ্দল থানার পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। এদিকে ভাটপাড়া কাঁকিনাড়া অঞ্চলে দিনের পর দিন বোমাবাজির ঘটনায় সাধারণ মানুষ অতিষ্ঠ।আতঙ্কে এখানকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রেখেছে। সেকারণেই ভাটপাড়া কাঁকিনাড়া অঞ্চলে দিনের পর দিন বোমাবাজির ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ এই সমস্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আজ সকাল পর্যন্ত 21 টি শক্তিশালী এবং অতি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে এবং বোমা রাখা এবং বোমা মারার অভিযোগে ইতিমধ্যেই বিকি সাউ, কুন্দন ফটিক এবং সরোজ সাউ নামে তিন জনকে গ্রেপ্তার করেছে।Conclusion:এই বোমা উদ্ধার এবং তিনজন গ্রেপ্তারের পর ভাটপাড়া কি আবার আগের অবস্থায় ফিরে আসবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.