কাঁকিনাড়া, 27 জুলাই: ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় বোমাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতরা হল বিকি সাউ, কুন্দন ফটিক ও সরোজ সাউ ৷ উদ্ধার হয়েছে 21টি বোমাও ৷
লোকসভা নির্বাচনের আগে থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা ৷ দিন কয়েক আগেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে তাঁর ভাইপো তথা ভাটপাড়ার চেয়ারম্যান সৌরভ সিংকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷ দিনের পর দিন ভাটপাড়ায় বোমাবাজির জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ আর গতকাল ভাটপাড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21টি বোমা । গ্রেপ্তার করা হয় তিনজনকে৷
আরও পড়ুন : আমাকে খুনের জন্য বোমা-গুলি ছোড়া হয়; বললেন অর্জুনের ভাইপো
তবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।